ETV Bharat / sitara

লকডাউন আর ভালো লাগছে না কৃতির ! - কৃতি স্যাননের খবর

লকডাউনে বাড়ি থাকতে থাকতে এবার বেশ বিরক্ত লাগছে কৃতি স্যাননের । তাঁর কিছু অদ্ভুত প্রতিক্রিয়া হচ্ছে দিনের পর দিন বাড়িতে থাকার ফলে । শেয়ার করলেন অভিনেত্রী ।

kriti sanon is crazy in lockdown
kriti sanon is crazy in lockdown
author img

By

Published : May 12, 2020, 7:35 PM IST

মুম্বই : লকডাউনের সময়টা অনেকের যেমন ভালো লাগছে, অনেকেরই আবার খারাপ লাগছে । কয়েকদিন আগে কিয়ারা আদবানী জানালেন যে, লকডাউনকে বেশ উপভোগ করছেন তিনি । কিন্তু, কৃতি স্যানন বোধহয় এবার খুব একটা স্বাভাবিক থাকতে পারছেন না বাড়িতে ।

কখনও তিনি কাচের জানলা আঁচড়াচ্ছেন তো কখনও নিজের মাথায় গুলি করার অভিনয় করছেন । লকডাউনে পাগল পাগল অবস্থা কৃতির ।

কী করে জানলাম ? কৃতি নিজেই ভিডিয়ো শেয়ার করে নিজের অবস্থার কথা জানিয়েছেন । লিখেছেন, "লকডাউনে আমার এমনই হাল..."

কৃতির শেষ মুক্তিপ্রাপ্ত ছবি 'লুকাছুপি' । ছবিটি বক্স অফিসে বেশ ভালো ব্যবসা করে । তাঁর পরবর্তী ফিল্ম লক্ষ্মণ উটেকর পরিচালিত 'মিমি' । ছবির শুটিংও শুরু হয়ে গেছিল । তবে কোরোনার থাবায় এখন সবই অনিশ্চিত ।

মুম্বই : লকডাউনের সময়টা অনেকের যেমন ভালো লাগছে, অনেকেরই আবার খারাপ লাগছে । কয়েকদিন আগে কিয়ারা আদবানী জানালেন যে, লকডাউনকে বেশ উপভোগ করছেন তিনি । কিন্তু, কৃতি স্যানন বোধহয় এবার খুব একটা স্বাভাবিক থাকতে পারছেন না বাড়িতে ।

কখনও তিনি কাচের জানলা আঁচড়াচ্ছেন তো কখনও নিজের মাথায় গুলি করার অভিনয় করছেন । লকডাউনে পাগল পাগল অবস্থা কৃতির ।

কী করে জানলাম ? কৃতি নিজেই ভিডিয়ো শেয়ার করে নিজের অবস্থার কথা জানিয়েছেন । লিখেছেন, "লকডাউনে আমার এমনই হাল..."

কৃতির শেষ মুক্তিপ্রাপ্ত ছবি 'লুকাছুপি' । ছবিটি বক্স অফিসে বেশ ভালো ব্যবসা করে । তাঁর পরবর্তী ফিল্ম লক্ষ্মণ উটেকর পরিচালিত 'মিমি' । ছবির শুটিংও শুরু হয়ে গেছিল । তবে কোরোনার থাবায় এখন সবই অনিশ্চিত ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.