ETV Bharat / sitara

কৃতির কলমে এক প্রেমিকার আকুতি - কৃতি স্যাননের খবর

উত্তপ্ত আর নেগেটিভ সোশাল মিডিয়ায় ঠান্ডা বাতাস যোগাল কৃতি স্যাননের কবিতা । মাঝেমধ্যেই নিজের অন্তরের কবিসত্তাকে প্রকাশ্যে আনেন অভিনেত্রী ।

kriti sanon poem
kriti sanon poem
author img

By

Published : Nov 22, 2020, 7:46 PM IST

মুম্বই : আমায় হাওয়ার মতো জড়িয়ে ধর, তোমার স্পর্শে আমার হৃদয় জুড়োবে, আমার আত্মা শান্তি পাবে...কৃতি স্যাননের কবিতায় যেন রূপ পেল এক অন্তহীন অপেক্ষা । এক প্রেমিকার আকুতি ।

মাঝেমধ্যেই নিজের অন্তরের কবিসত্তাকে প্রকাশ্যে আনেন কৃতি স্যানন । এর আগেও একাধিকবার নিজের কবিতায় নেটিজেনদের মুগ্ধ করেছেন তিনি । এবারও তার ব্যতিক্রম হল না । উত্তপ্ত নেগেটিভ সোশাল মিডিয়ায় এক ঝলক ঠান্ডা বাতাস ছুড়ে দিলেন অভিনেত্রী ।

kriti sanon poem
কৃতির কবিতা

কবিতাটির সঙ্গে নিজের একটি সুন্দর ছবিও শেয়ার করেছেন কৃতি । সাদা খোলামেলা পোশাকে এলোমেলো চুল নিয়ে বসে তিনি । এই শান্ত কোমল কবিতার লাইনগুলোর সঙ্গে একদম মানানসয়ী কৃতির এই ছবি । কৃতির চোখেও যেন একই আকুতি, তিনিই যেন কানে কানে বলে গেলেন কবিতাটা ।

দেখে নিন...

কাজের ক্ষেত্রে কৃতিকে অক্ষয় কুমারের বিপরীতে দেখা যাবে 'বচ্চন পান্ডে' ছবিতে । এছাড়াও 'মিমি' নামে এক নারীকেন্দ্রিক ছবিও করছেন তিনি । সেখানে সারোগেসির মাধ্যমে সন্তানের জন্ম দেন কৃতি থুড়ি মিমি ।

মুম্বই : আমায় হাওয়ার মতো জড়িয়ে ধর, তোমার স্পর্শে আমার হৃদয় জুড়োবে, আমার আত্মা শান্তি পাবে...কৃতি স্যাননের কবিতায় যেন রূপ পেল এক অন্তহীন অপেক্ষা । এক প্রেমিকার আকুতি ।

মাঝেমধ্যেই নিজের অন্তরের কবিসত্তাকে প্রকাশ্যে আনেন কৃতি স্যানন । এর আগেও একাধিকবার নিজের কবিতায় নেটিজেনদের মুগ্ধ করেছেন তিনি । এবারও তার ব্যতিক্রম হল না । উত্তপ্ত নেগেটিভ সোশাল মিডিয়ায় এক ঝলক ঠান্ডা বাতাস ছুড়ে দিলেন অভিনেত্রী ।

kriti sanon poem
কৃতির কবিতা

কবিতাটির সঙ্গে নিজের একটি সুন্দর ছবিও শেয়ার করেছেন কৃতি । সাদা খোলামেলা পোশাকে এলোমেলো চুল নিয়ে বসে তিনি । এই শান্ত কোমল কবিতার লাইনগুলোর সঙ্গে একদম মানানসয়ী কৃতির এই ছবি । কৃতির চোখেও যেন একই আকুতি, তিনিই যেন কানে কানে বলে গেলেন কবিতাটা ।

দেখে নিন...

কাজের ক্ষেত্রে কৃতিকে অক্ষয় কুমারের বিপরীতে দেখা যাবে 'বচ্চন পান্ডে' ছবিতে । এছাড়াও 'মিমি' নামে এক নারীকেন্দ্রিক ছবিও করছেন তিনি । সেখানে সারোগেসির মাধ্যমে সন্তানের জন্ম দেন কৃতি থুড়ি মিমি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.