ETV Bharat / sitara

কোরোনা আক্রান্ত কৃতি, রয়েছেন কোয়ারানটিনে - Kriti Sanon Covid positive

কোরোনায় আক্রান্ত কৃতি শ্যানন । বাড়িতেই কোয়ারানটিনে রয়েছেন তিনি । সোশাল মিডিয়ায় একথা নিশ্চিত করেন তিনি নিজেই ।

fdg
cv
author img

By

Published : Dec 9, 2020, 3:33 PM IST

মুম্বই : কয়েকদিন আগেই শোনা যাচ্ছিল যে কোরোনায় আক্রান্ত হয়েছেন কৃতি শ্যানন । যদিও সেই সময় এই বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি । অবশেষে নিজের কোরোনায় আক্রান্ত হওয়ার কথা সোশাল মিডিয়ায় নিশ্চিত করলেন তিনি নিজেই ।

লকডাউন শিথিল হওয়ার পরই রাজকুমার রাওয়ের সঙ্গে শুটিং করতে চণ্ডীগড় গিয়েছিলেন কৃতি । সেখান থেকে শুটিং সেরে ফেরার পরেই কোরোনায় আক্রান্ত হন তিনি । এই মুহূর্তে কোয়ারানটিনে রয়েছেন বলে জানিয়েছেন ।

সম্প্রতি ইনস্টাগ্রামে নিজের শারীরিক অবস্থার কথা উল্লেখ করে একটি পোস্ট করেন কৃতি । সেখানে তিনি লেখেন, "সবাইকে জানাচ্ছি যে আমার কোরোনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ এসেছে । তবে এটা নিয়ে চিন্তার কোনও বিষয় নেই । আমি একদম ঠিক আছি । আর BMC ও চিকিৎসকের নির্দেশ মেনে কোয়ারানটিনে রয়েছি । এই পরিস্থিতিটা আমি কাটিয়ে উঠে শীঘ্রই কাজ শুরু করব । অনুরাগীরা যে শুভেচ্ছা জানাচ্ছেন সেগুলি এখন সব থেকে কাজ দিচ্ছে । আপনারা সবাই নিরাপদে থাকুন । প্যানডেমিক পরিস্থিতি এখনও কেটে যায়নি । "

লকডাউন শিথিল হওয়ার পরই অভিষেক জৈন পরিচালিক 'সেকেন্ড ইনিংস'-এর শুটিং নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছিলেন কৃতি । সেখানে রাজকুমার, পরেশ রাওয়াল ও ডিম্পল কাপাডিয়ার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে তাঁকে । সব ঠিক থাকলে আগামী বছর মুক্তি পাবে ছবিটি ।

'সেকেন্ড ইনিংস' ছাড়াও দুটি ছবি রয়েছে কৃতির হাতে । সেই তালিকায় রয়েছে 'বচ্চন পান্ডে' ও 'মিমি'। অ্যাকশন ছবি 'বচ্চন পান্ডে'-তে অক্ষয় কুমারের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে তাঁকে । আর লক্ষ্মণ উতেকরের 'মিমি'-তে সারোগেট মায়ের চরিত্রে অভিনয় করবেন তিনি ।

মুম্বই : কয়েকদিন আগেই শোনা যাচ্ছিল যে কোরোনায় আক্রান্ত হয়েছেন কৃতি শ্যানন । যদিও সেই সময় এই বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি । অবশেষে নিজের কোরোনায় আক্রান্ত হওয়ার কথা সোশাল মিডিয়ায় নিশ্চিত করলেন তিনি নিজেই ।

লকডাউন শিথিল হওয়ার পরই রাজকুমার রাওয়ের সঙ্গে শুটিং করতে চণ্ডীগড় গিয়েছিলেন কৃতি । সেখান থেকে শুটিং সেরে ফেরার পরেই কোরোনায় আক্রান্ত হন তিনি । এই মুহূর্তে কোয়ারানটিনে রয়েছেন বলে জানিয়েছেন ।

সম্প্রতি ইনস্টাগ্রামে নিজের শারীরিক অবস্থার কথা উল্লেখ করে একটি পোস্ট করেন কৃতি । সেখানে তিনি লেখেন, "সবাইকে জানাচ্ছি যে আমার কোরোনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ এসেছে । তবে এটা নিয়ে চিন্তার কোনও বিষয় নেই । আমি একদম ঠিক আছি । আর BMC ও চিকিৎসকের নির্দেশ মেনে কোয়ারানটিনে রয়েছি । এই পরিস্থিতিটা আমি কাটিয়ে উঠে শীঘ্রই কাজ শুরু করব । অনুরাগীরা যে শুভেচ্ছা জানাচ্ছেন সেগুলি এখন সব থেকে কাজ দিচ্ছে । আপনারা সবাই নিরাপদে থাকুন । প্যানডেমিক পরিস্থিতি এখনও কেটে যায়নি । "

লকডাউন শিথিল হওয়ার পরই অভিষেক জৈন পরিচালিক 'সেকেন্ড ইনিংস'-এর শুটিং নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছিলেন কৃতি । সেখানে রাজকুমার, পরেশ রাওয়াল ও ডিম্পল কাপাডিয়ার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে তাঁকে । সব ঠিক থাকলে আগামী বছর মুক্তি পাবে ছবিটি ।

'সেকেন্ড ইনিংস' ছাড়াও দুটি ছবি রয়েছে কৃতির হাতে । সেই তালিকায় রয়েছে 'বচ্চন পান্ডে' ও 'মিমি'। অ্যাকশন ছবি 'বচ্চন পান্ডে'-তে অক্ষয় কুমারের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে তাঁকে । আর লক্ষ্মণ উতেকরের 'মিমি'-তে সারোগেট মায়ের চরিত্রে অভিনয় করবেন তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.