ETV Bharat / sitara

ব্যাগ প্যাক করে কোথায় চললেন কৃতি ? - কৃতি স্যাননের খবর

দিনেশ বিজান প্রযোজিত পরবর্তীর ছবির শুটিংয়ের জন্য চণ্ডীগড় উড়লেন কৃতি স্যানন ও রাজকুমার রাও । ফ্লাইটে বসে ভিডিয়ো শেয়ার করলেন অভিনেত্রী ।

kriti sanon and rajkumar rao resumes shoot
kriti sanon and rajkumar rao resumes shoot
author img

By

Published : Oct 23, 2020, 11:15 AM IST

চণ্ডীগড় : প্রায় 7 মাস লকডাউন থাকার পর আবার ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে ফিল্ম ইন্ডাস্ট্রি । সব নিয়মবিধি মেনে শুরু হয়েছে শুটিং । রাজকুমার রাও আর কৃতি স্যানন অভিনীত পরিবর্তী ছবির শুটিংও শুরু হল চণ্ডীগড়ে । মুম্বই ছেড়ে সেখানে পাড়ি দিল ছবির টিম ।

কৃতি একটি ভিডিয়ো শেয়ার করেছেন সোশাল মিডিয়ায় । সেখানে তাঁকে ফ্লাইটে বসে থাকতে দেখা যাচ্ছে । ফেস শিল্ড পরে, মাস্ক পরে, সোশাল ডিস্টেন্স মেনেই তাঁরা চলছেন চণ্ডীগড়ে ।

রাজকুমারকেও দেখা গেল ফ্লাইটে । যদিও তাঁর মুখ বোঝার উপায় নেই । তাই কৃতিই বলে দিলেন যে, উনি রাজকুমার । হাত নেড়ে ফ্যানেদের সঙ্গে কানেক্ট করলেন অভিনেতা ।

ভিডিয়ো সৌজন্যে ইনস্টাগ্রাম @kritisanon

ছবিটি পরিচালনা করছেন অভিষেক জৈন । কৃতি আর রাজকুমার ছাড়াও এখানে রয়েছেন অপারশক্তি খুরানা, পরেশ রাওয়াল ও রত্না পাঠক ।

চণ্ডীগড় : প্রায় 7 মাস লকডাউন থাকার পর আবার ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে ফিল্ম ইন্ডাস্ট্রি । সব নিয়মবিধি মেনে শুরু হয়েছে শুটিং । রাজকুমার রাও আর কৃতি স্যানন অভিনীত পরিবর্তী ছবির শুটিংও শুরু হল চণ্ডীগড়ে । মুম্বই ছেড়ে সেখানে পাড়ি দিল ছবির টিম ।

কৃতি একটি ভিডিয়ো শেয়ার করেছেন সোশাল মিডিয়ায় । সেখানে তাঁকে ফ্লাইটে বসে থাকতে দেখা যাচ্ছে । ফেস শিল্ড পরে, মাস্ক পরে, সোশাল ডিস্টেন্স মেনেই তাঁরা চলছেন চণ্ডীগড়ে ।

রাজকুমারকেও দেখা গেল ফ্লাইটে । যদিও তাঁর মুখ বোঝার উপায় নেই । তাই কৃতিই বলে দিলেন যে, উনি রাজকুমার । হাত নেড়ে ফ্যানেদের সঙ্গে কানেক্ট করলেন অভিনেতা ।

ভিডিয়ো সৌজন্যে ইনস্টাগ্রাম @kritisanon

ছবিটি পরিচালনা করছেন অভিষেক জৈন । কৃতি আর রাজকুমার ছাড়াও এখানে রয়েছেন অপারশক্তি খুরানা, পরেশ রাওয়াল ও রত্না পাঠক ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.