মুম্বই ,1 এপ্রিল : এক অন্যরকম বিচ্ছেদের পথে হাঁটতে চলেছে বলিউডের তারকা যুগল কীর্তি কুলহারি ও তাঁর স্বামী শাহিল সেহগল ৷ এই বিষয়ে এবার অভিনেত্রী নিজেই মুখ খুললেন ইনস্টাগ্রামে ৷ তিনি লিখছেন, কাগজে কলমে নয় ; শুধুমাত্র মানসিকভাবে বিচ্ছেদ হচ্ছেন তাঁরা ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
বলিউডে প্রায়শই কোনও না কোনও বিচ্ছেদের খবর সামনে আসতেই থাকে ৷ তবে এই বিচ্ছেদ হতে চলেছে একদম অন্যরকম ৷ প্রায় চার বছর এক সঙ্গে থাকার পর আলাদা হচ্ছেন কীর্তি ও শাহিল ৷ বলিউডে বিবাহ বিচ্ছেদ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে যেরকম তিক্ততার খবর সামনে আসে সেইরকম কোনও ঘটনার পুনরাবৃত্তি করলেন না এই তারকা যুগল ৷
অভিনেত্রী তাঁর ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করে বলেন,'একটি খুব সাধারন বার্তা সকলের জন্য , আমার স্বামী ও আমি দুজনের বোঝাপড়ায় আমরা সিদ্ধান্ত নিয়েছি বিচ্ছেদের ৷ তবে কাগজে কলমে নয়, কিন্তু জীবন থেকে'... ৷
অভিনেত্রীর এই আবেগঘন পোস্ট নেটমাধ্যমে প্রকাশ পাওয়া মাত্রই তাঁর অনুগামীরা তাঁকে এই সিদ্ধান্তের জন্য সমর্থণ করেছেন ও একই সঙ্গে অনেক ভালবাসাও জানিয়েছেন ৷