মুম্বই : কোরোনার প্রভাবে ফিল্ম ইন্ডাস্ট্রির অনেক সমীকরণ বদলে গেছে । OTT প্ল্যাটফর্মের গ্রহণযোগ্যতার সামনে সিনেমা হলের ভবিষ্যৎ দাঁড়িয়েছে প্রশ্নচিহ্নের মুখে । এই প্রসঙ্গে কিছু কথা বললেন কীর্তি কুলহারি, যিনি কোরোনা এফেক্টের অনেক আগেই OTT প্ল্যাটফর্মে নিজের জায়গা তৈরি করেছেন ।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে কীর্তি বলেন, "OTT এসে এন্টারটেইনমেন্ট দুনিয়ার মুখটাই বদলে দিয়েছে । কোরোনা উত্তর পরিস্থিতিতে OTT একটা বিশাল জনপ্রিয়তা পেয়েছে । বলিউডের অনেকেই আজ নিজেদের ক্যারিয়ার নিয়ে দ্বিতীয়বার ভাবছেন । তাঁদের ক্যারিয়ারে OTT একটা বিরাট জায়গা দখল করে নেবে কিছু সময়ের মধ্যে ।"
সম্প্রতি কীর্তি অভিনীত 'ফোর মোর শটস প্লিজ়' ওয়েব সিরিজ়টি এমি অ্যাওয়ার্ডসের মঞ্চে সেরা কমেডি সিরিজ় ক্যাটেগরিতে নির্বাচিত হয়েছে । এছাড়াও বুসান এশিয়ান কনটেন্ট অ্যাওয়ার্ডসে 'বেস্ট রাইজ়িং স্টার'-এর খেতাবও পেয়েছে ।
এই নিয়ে কীর্তি বললেন, "আমার ক্যারিয়ারে OTT যতটা করেছে তার জন্য আমি ধন্য । আন্তর্জাতিক ক্ষেত্রে OTT-ই আমাদের পথ দেখাবে । আমাদের দেশও এই পরিবর্তনের সঙ্গে তাল মেলাবে খুব তাড়াতাড়ি ।"
কীর্তি ভবিষ্যৎবাণী কতটা ফলে সেটাই দেখার ।