ETV Bharat / sitara

লকডাউনে রান্নায় পটু হয়ে উঠেছেন কিয়ারা - কিয়ারা আডবানীর খবর

লকডাউনে একটুও বিরক্ত লাগছে না কিয়ারা আদবানীর । বরং তিনি বাড়িতে থাকতেই বেশি পছন্দ করেন । আর বাড়ি থাকতে থাকতে রান্নায় পটু হয়ে উঠেছেন অভিনেত্রী ।

kiara advani in lcokdown
kiara advani in lcokdown
author img

By

Published : May 6, 2020, 11:23 PM IST

মুম্বই : লকডাউনে বাড়িতে থাকাটা বেশ উপভোগ করছেন কিয়ারা আদবানী । রান্নায়, বিশেষ করে ভারতীয় খাবার রান্নায় পটু হয়ে উঠেছেন তিনি । এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানালেন কিয়ারা ।

অভিনেত্রী বললেন, "আমি সবসময়েই বাড়িতে থাকতে ভালোবাসি । তাই আমার দমবন্ধ লাগছে না । আর আমি বেরোনোর জন্য ছটফটও করছি না । আমি তো সম্প্রতি আমার স্কুল টিচারদের সঙ্গেও যোগাযোগ করলাম, কত পুরোনো কথা মনে পড়ে গেল ।"

লকডাউনে রান্নায় বেশ পারদর্শী হয়ে উঠেছেন কিয়ারা । বললেন, "আমি নিজে বাড়ির খাবার খেতে ভালোবাসি । সেই জন্য বোধহয় রান্নাও করতে ভালোবাসি । কেক আর কুকিজ় বানিয়েছিলাম । গাজরের হালুয়াও বানিয়েছিলাম ।"

kiara advani in lcokdown
.

আজ যে কোনও ভারতীয় খাবার রান্না করতে পারবেন কিয়ারা, আত্মবিশ্বাসী তিনি । বললেন, "যে কোনও ভারতীয় খাবারের নাম নিন আর আমি সেটা রান্না করে দেব । এই জন্য খুব গর্বিত আমি ।"

কিয়ারার শেষ মুক্তিপ্রাপ্ত ছবি 'গুড নিউজ়', যেটি বক্স অফিসে দারুণ ফল করেছে ।

মুম্বই : লকডাউনে বাড়িতে থাকাটা বেশ উপভোগ করছেন কিয়ারা আদবানী । রান্নায়, বিশেষ করে ভারতীয় খাবার রান্নায় পটু হয়ে উঠেছেন তিনি । এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানালেন কিয়ারা ।

অভিনেত্রী বললেন, "আমি সবসময়েই বাড়িতে থাকতে ভালোবাসি । তাই আমার দমবন্ধ লাগছে না । আর আমি বেরোনোর জন্য ছটফটও করছি না । আমি তো সম্প্রতি আমার স্কুল টিচারদের সঙ্গেও যোগাযোগ করলাম, কত পুরোনো কথা মনে পড়ে গেল ।"

লকডাউনে রান্নায় বেশ পারদর্শী হয়ে উঠেছেন কিয়ারা । বললেন, "আমি নিজে বাড়ির খাবার খেতে ভালোবাসি । সেই জন্য বোধহয় রান্নাও করতে ভালোবাসি । কেক আর কুকিজ় বানিয়েছিলাম । গাজরের হালুয়াও বানিয়েছিলাম ।"

kiara advani in lcokdown
.

আজ যে কোনও ভারতীয় খাবার রান্না করতে পারবেন কিয়ারা, আত্মবিশ্বাসী তিনি । বললেন, "যে কোনও ভারতীয় খাবারের নাম নিন আর আমি সেটা রান্না করে দেব । এই জন্য খুব গর্বিত আমি ।"

কিয়ারার শেষ মুক্তিপ্রাপ্ত ছবি 'গুড নিউজ়', যেটি বক্স অফিসে দারুণ ফল করেছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.