ETV Bharat / sitara

মা আর বোনের মতো দেখতে নয়, অপমানিত হতে হয়েছে খুশিকে - খুশি কাপুরের খবর

মা শ্রীদেবী আর বোন জাহ্নবীর মতো দেখতে নয় বলে ছোটোবেলায় অপমানিত হয়েছেন খুশি কাপুর, হাসাহাসি করা হয়েছে তাঁকে নিয়ে । সম্প্রতি জাহ্নবীর মতো নিজেও কোয়ারেন্টাইন টেপ প্রকাশ করলেন খুশি কাপুর ।

khushi kapoor being pointed for not looking like sridevi and janhvi kapoor
khushi kapoor being pointed for not looking like sridevi and janhvi kapoor
author img

By

Published : May 17, 2020, 2:58 PM IST

মুম্বই : কয়েকদিন আগে 'কোয়ারেন্টাইন টেপ' নাম দিয়ে একটি ভিডিয়ো প্রকাশ করেছিলেন জাহ্নবী কাপুর । সেখানে তিনি তাঁর বেশ কিছু ছোটো ছোটো ভিডিয়ো জুড়ে একটা গল্পের মতো তৈরি করা করা হয়েছে, টেপের মাধ্যমে জাহ্নবী তুলে ধরেছেন নিজের মনের কথা । এবার সেই পথেই হাঁটলেন বোন খুশি কাপুর ।

"আমি 19 বছরের সাধারণ একটা মেয়ে..", এভাবেই ভিডিয়োটি শুরু করেছেন খুশি । বলেছেন, "আমার মনে হয় না, আমি সেই মানুষটা হয়ে উঠতে পেরেছি, যেটা হতে চাই । আমি এখনও বড় হচ্ছি । আর মানুষ আমায় এত ভালোবাসা দিয়েছেন যে, আমি আপ্লুত । যদিও এত ভালোবাসা দেওয়ার মতো কোনও কাজ করিনি আমি ।"

তবে ছোটোবেলাটা বেশ কঠিন কেটেছে খুশির । বললেন, "আমায় মা বা বোনের মতো দেখতে নয় । তাই কখনও কখনও আমায় নিয়ে হাসাহাসি করত লোকে । আমার জন্য সেটা ভালো ছিল না । আমার খাওয়ার ধরন বা পোশাক পরার ধরনকে প্রভাবিত করেছে সেই অপ্রীতিকর মন্তব্যগুলো ।"

এভাবেই নিজের মনের কথা ব্যক্ত করেছেন খুশি । জানিয়েছেন অনেক না জানা কথা । দেখে নিন ভিডিয়োয়...

মুম্বই : কয়েকদিন আগে 'কোয়ারেন্টাইন টেপ' নাম দিয়ে একটি ভিডিয়ো প্রকাশ করেছিলেন জাহ্নবী কাপুর । সেখানে তিনি তাঁর বেশ কিছু ছোটো ছোটো ভিডিয়ো জুড়ে একটা গল্পের মতো তৈরি করা করা হয়েছে, টেপের মাধ্যমে জাহ্নবী তুলে ধরেছেন নিজের মনের কথা । এবার সেই পথেই হাঁটলেন বোন খুশি কাপুর ।

"আমি 19 বছরের সাধারণ একটা মেয়ে..", এভাবেই ভিডিয়োটি শুরু করেছেন খুশি । বলেছেন, "আমার মনে হয় না, আমি সেই মানুষটা হয়ে উঠতে পেরেছি, যেটা হতে চাই । আমি এখনও বড় হচ্ছি । আর মানুষ আমায় এত ভালোবাসা দিয়েছেন যে, আমি আপ্লুত । যদিও এত ভালোবাসা দেওয়ার মতো কোনও কাজ করিনি আমি ।"

তবে ছোটোবেলাটা বেশ কঠিন কেটেছে খুশির । বললেন, "আমায় মা বা বোনের মতো দেখতে নয় । তাই কখনও কখনও আমায় নিয়ে হাসাহাসি করত লোকে । আমার জন্য সেটা ভালো ছিল না । আমার খাওয়ার ধরন বা পোশাক পরার ধরনকে প্রভাবিত করেছে সেই অপ্রীতিকর মন্তব্যগুলো ।"

এভাবেই নিজের মনের কথা ব্যক্ত করেছেন খুশি । জানিয়েছেন অনেক না জানা কথা । দেখে নিন ভিডিয়োয়...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.