ETV Bharat / sitara

'সত্তে পে সত্তা'-র ড্রিম গার্ল হবেন ক্যাটরিনা - remake

বলিউডের গ্ল্যামারাস অভিনেত্রী ক্যাটরিনা ক্যাফকে 'সত্তে পে সত্তা'-র রিমেকে ফিমেল লিডের জন্য বাছা হয়ে গেছে । চরিত্রটির জন্য বলিউডের বড় বড় অভিনেত্রীদের উপর নজর ছিল ছবি নির্মাতাদের ।

সত্তে পে সত্তা
author img

By

Published : Jul 21, 2019, 4:31 PM IST

মুম্বই : তৈরি হবে বিগ-বির হিট ছবি 'সত্তে পে সত্তা'-র রিমেক । ছবিতে ফিমেল লিডে দেখা যাবে বলিউডের 'চিকনি চমেলি' ক্যাটরিনা ক্যাফকে ।

'সত্তে পে সত্তা'-র রিমেক বানানোর ঘোষণা ঠিক মতো হওয়ার আগেই অভিনেতা হৃতিক রোশনকে অমিতাভের চরিত্রের জন্য বাছা হয়েছে । আর এবার কিছুদিনের মধ্যে ক্যাটরিনা ফিমেল লিড হেমা মালিনীর চরিত্রের জন্য এই প্রজেক্টের সঙ্গে যুক্ত হলেন ।

ছবিটির রিমেক প্রজেক্টে কিছু মাসের মধ্য়েই মুখ্য অভিনেতা অভিনেত্রীর পরিবর্তন থেকে শুরু করে অনেক কিছুতে পরিবর্তন এসেছে । শোনা যাচ্ছে, হেমা মালিনীর চরিত্রটির জন্য দীপিকা পাদুকোনও ছবি নির্মাতার কাছে নিজের জন্য সুপারিশ করেছিলেন ।

ছবিটির একটি সূত্র থেকে জানা যায়, ছবি নির্মাতারা এই চরিত্রের জন্য বলিউডের এ-লিস্ট অভিনেত্রীদের মধ্যে কাকে নেওয়া যায় দেখছিলেন । ছবিতে হৃতিক রোশনের থাকা আর হেমা মালিনীর চরিত্রের জন্য তাঁর পথেই চলবে এমন একজন অভিনেত্রীর খোঁজ খুব সহজ কাজ নয় । তারপর তাঁরা মনে করেন, ক্যাটরিনাই এই চরিত্রের জন্য ঠিক হবেন । চরিত্রটি পেয়ে ক্যাটরিনাও খুব খুশি এবং এই মজাদার চরিত্রটি করার জন্য তিনি উত্তেজিতও ।

বাকি কাস্ট সম্বন্ধে সূত্র থেকে জানা যায়, ছবির কাস্ট অনেক হওয়ায় ছবিটিকে একটি প্ল্যাটফর্মে আনতে একটু সময় লাগছে । সব কাস্ট প্রজেক্টের সঙ্গে যুক্ত হয়ে গেলে ঘোষণাও করে দেওয়া হবে ।

'সত্তে পে সত্তা' ছবিটি সেসময়ের বিখ্যাত অভিনেতাদের নিয়ে বানানো হয়েছিল । তাই ছবিটির রিমেক বানাতে গেলে নির্মাতাদের কাস্ট থেকে শুরু করে প্রোডাকশন সব জায়গাতেই অনেক মুশকিলে পড়তে হচ্ছে ।

মুম্বই : তৈরি হবে বিগ-বির হিট ছবি 'সত্তে পে সত্তা'-র রিমেক । ছবিতে ফিমেল লিডে দেখা যাবে বলিউডের 'চিকনি চমেলি' ক্যাটরিনা ক্যাফকে ।

'সত্তে পে সত্তা'-র রিমেক বানানোর ঘোষণা ঠিক মতো হওয়ার আগেই অভিনেতা হৃতিক রোশনকে অমিতাভের চরিত্রের জন্য বাছা হয়েছে । আর এবার কিছুদিনের মধ্যে ক্যাটরিনা ফিমেল লিড হেমা মালিনীর চরিত্রের জন্য এই প্রজেক্টের সঙ্গে যুক্ত হলেন ।

ছবিটির রিমেক প্রজেক্টে কিছু মাসের মধ্য়েই মুখ্য অভিনেতা অভিনেত্রীর পরিবর্তন থেকে শুরু করে অনেক কিছুতে পরিবর্তন এসেছে । শোনা যাচ্ছে, হেমা মালিনীর চরিত্রটির জন্য দীপিকা পাদুকোনও ছবি নির্মাতার কাছে নিজের জন্য সুপারিশ করেছিলেন ।

ছবিটির একটি সূত্র থেকে জানা যায়, ছবি নির্মাতারা এই চরিত্রের জন্য বলিউডের এ-লিস্ট অভিনেত্রীদের মধ্যে কাকে নেওয়া যায় দেখছিলেন । ছবিতে হৃতিক রোশনের থাকা আর হেমা মালিনীর চরিত্রের জন্য তাঁর পথেই চলবে এমন একজন অভিনেত্রীর খোঁজ খুব সহজ কাজ নয় । তারপর তাঁরা মনে করেন, ক্যাটরিনাই এই চরিত্রের জন্য ঠিক হবেন । চরিত্রটি পেয়ে ক্যাটরিনাও খুব খুশি এবং এই মজাদার চরিত্রটি করার জন্য তিনি উত্তেজিতও ।

বাকি কাস্ট সম্বন্ধে সূত্র থেকে জানা যায়, ছবির কাস্ট অনেক হওয়ায় ছবিটিকে একটি প্ল্যাটফর্মে আনতে একটু সময় লাগছে । সব কাস্ট প্রজেক্টের সঙ্গে যুক্ত হয়ে গেলে ঘোষণাও করে দেওয়া হবে ।

'সত্তে পে সত্তা' ছবিটি সেসময়ের বিখ্যাত অভিনেতাদের নিয়ে বানানো হয়েছিল । তাই ছবিটির রিমেক বানাতে গেলে নির্মাতাদের কাস্ট থেকে শুরু করে প্রোডাকশন সব জায়গাতেই অনেক মুশকিলে পড়তে হচ্ছে ।

Intro:Body:

 


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.