ETV Bharat / sitara

জিমে যাওয়া বন্ধ ? বাড়িতেই শরীরচর্চার টিপ দিলেন ক্যাটরিনা - ক্যাটরিনা কাইফের খবর

কোরোনার থাবায় বন্ধ হয়েছে জিমের দরজা । তবে বাড়িতে বসেও কীভাবে শরীরচর্চা করা যাবে, সেই নিয়ে টিপ দিলেন ফিটনেস ফ্রিক ক্যাটরিনা কাইফ ।

Katrina Kaif suggestion on corona virus lock out
Katrina Kaif suggestion on corona virus lock out
author img

By

Published : Mar 18, 2020, 8:30 AM IST

মুম্বই : ক্য়াটরিনার শরীর যেন স্প্রিংয়ের মতো ফ্লেক্সিবল । বাড়তি মেদ বা কোনও শারীরিক অসুস্থতা কখনও ছুঁতে পারে না ক্যাটরিনাকে । এমনি এমনি তো হয় না ! জিমে গিয়ে রীতিমতো ঘাম ঝড়ান অভিনেত্রী । তবে কোরোনার থাবায় এখন বন্ধ সমস্ত জিম । তাহলে উপায় ? জানালেন ক্যাটরিনা ।

Katrina Kaif suggestion on corona virus lock out
সৌজন্যে ইনস্টাগ্রাম

বাড়িতে বসে কীভাবে শরীরচর্চা করা যাবে, সেই টিপ দিলেন তিনি । বাড়ির ছাদে নিজের ট্রেনারের সঙ্গে একের পর এক এক্সারসাইজ় করে দেখালেন ক্যাটরিনা ।

শরীরচর্চার ছোটো ছোটো ভিডিয়ো শেয়ার করলেন অভিনেত্রী । কোনটা কতবার করে করতে হবে সেই তথ্যও জানালেন তিনি । বললেন, দিনে মাত্র কুড়ি মিনিট দিলেই জিমের উপকারিতা বাড়িতেই পাওয়া যাবে, বাড়বে রোগ প্রতিরোধ ক্ষমতাও ।

দেখে নিন সেই ভিডিয়ো...

দিল্লি বা মুম্বইয়ের বিভিন্ন জায়গায় বন্ধ হয়েছে জিমের দরজা । তারই মধ্যে জোর করে জিম খুলিয়ে বিতর্কের মধ্যে পড়েছেন শাহিদ কাপুর ও স্ত্রী মীরা কাপুর ।

মুম্বই : ক্য়াটরিনার শরীর যেন স্প্রিংয়ের মতো ফ্লেক্সিবল । বাড়তি মেদ বা কোনও শারীরিক অসুস্থতা কখনও ছুঁতে পারে না ক্যাটরিনাকে । এমনি এমনি তো হয় না ! জিমে গিয়ে রীতিমতো ঘাম ঝড়ান অভিনেত্রী । তবে কোরোনার থাবায় এখন বন্ধ সমস্ত জিম । তাহলে উপায় ? জানালেন ক্যাটরিনা ।

Katrina Kaif suggestion on corona virus lock out
সৌজন্যে ইনস্টাগ্রাম

বাড়িতে বসে কীভাবে শরীরচর্চা করা যাবে, সেই টিপ দিলেন তিনি । বাড়ির ছাদে নিজের ট্রেনারের সঙ্গে একের পর এক এক্সারসাইজ় করে দেখালেন ক্যাটরিনা ।

শরীরচর্চার ছোটো ছোটো ভিডিয়ো শেয়ার করলেন অভিনেত্রী । কোনটা কতবার করে করতে হবে সেই তথ্যও জানালেন তিনি । বললেন, দিনে মাত্র কুড়ি মিনিট দিলেই জিমের উপকারিতা বাড়িতেই পাওয়া যাবে, বাড়বে রোগ প্রতিরোধ ক্ষমতাও ।

দেখে নিন সেই ভিডিয়ো...

দিল্লি বা মুম্বইয়ের বিভিন্ন জায়গায় বন্ধ হয়েছে জিমের দরজা । তারই মধ্যে জোর করে জিম খুলিয়ে বিতর্কের মধ্যে পড়েছেন শাহিদ কাপুর ও স্ত্রী মীরা কাপুর ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.