ETV Bharat / sitara

ক্যাটরিনার মানবিক আর্জি..

রাস্তার পশুদের একটু খাবার বাড়িয়ে দেওয়ার আর্জি ক্যাটরিনা কাইফের ।

katrina kaif urges people to feed animal
katrina kaif urges people to feed animal
author img

By

Published : Jun 10, 2020, 7:04 AM IST

মুম্বই : কোরোনা আমাদের অনেক চ্যালেঞ্জের মুখোমুখি করেছে, প্রাণ সংশয়ের মধ্যে দিয়ে কাটছে মানবজীবন । তবে এই সময়টা রাস্তায় থাকা বেওয়ারিশ পশুদের জন্যও কম কঠিন ছিল না । প্রতিদিনের খাবারটুকু জোগাড় করাই তাদের জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছিল । প্রাণ হারিয়েছে অসংখ্য় পশুপাখি । সেদিকে নজর দিলেন ক্যাটরিনা কাইফ ।

সোশাল মিডিয়ার মাধ্যমে অভিনেত্রী আর্জি জানালেন ওই অবলা জীবগুলোকে একটু খাবার এগিয়ে দেওয়ার । মানুষ হিসেবে সেটাই "মহৎ কাজ", মত ক্যাটরিনার ।

একটি পোস্টার শেয়ার করেছেন ক্য়াটরিনা । রাহুল. এন. কানাল ফাউন্ডেশন প্রণীত এই প্রকল্পে রাস্তার পশুপাখিদের খাবার দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে । আর এই মহৎ কাজের পাশে রয়েছেন ক্য়াটরিনা কাইফ ।

katrina kaif urges people to feed animal
ক্যাটরিনার পোস্ট..

তবে শুধু ক্যাটরিনা নন, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির একাধিক তারকাও রাস্তার পশুপাখিদের খাবার দেওয়ার উদ্যোগে সামিল হয়েছেন । নিজেরা সাহায্য করার সঙ্গে সঙ্গে তাঁদের লক্ষ লক্ষ অনুরাগীদের উদ্বুদ্ধ করার দায়িত্বও নিয়েছেন তাঁরা ।

মুম্বই : কোরোনা আমাদের অনেক চ্যালেঞ্জের মুখোমুখি করেছে, প্রাণ সংশয়ের মধ্যে দিয়ে কাটছে মানবজীবন । তবে এই সময়টা রাস্তায় থাকা বেওয়ারিশ পশুদের জন্যও কম কঠিন ছিল না । প্রতিদিনের খাবারটুকু জোগাড় করাই তাদের জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছিল । প্রাণ হারিয়েছে অসংখ্য় পশুপাখি । সেদিকে নজর দিলেন ক্যাটরিনা কাইফ ।

সোশাল মিডিয়ার মাধ্যমে অভিনেত্রী আর্জি জানালেন ওই অবলা জীবগুলোকে একটু খাবার এগিয়ে দেওয়ার । মানুষ হিসেবে সেটাই "মহৎ কাজ", মত ক্যাটরিনার ।

একটি পোস্টার শেয়ার করেছেন ক্য়াটরিনা । রাহুল. এন. কানাল ফাউন্ডেশন প্রণীত এই প্রকল্পে রাস্তার পশুপাখিদের খাবার দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে । আর এই মহৎ কাজের পাশে রয়েছেন ক্য়াটরিনা কাইফ ।

katrina kaif urges people to feed animal
ক্যাটরিনার পোস্ট..

তবে শুধু ক্যাটরিনা নন, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির একাধিক তারকাও রাস্তার পশুপাখিদের খাবার দেওয়ার উদ্যোগে সামিল হয়েছেন । নিজেরা সাহায্য করার সঙ্গে সঙ্গে তাঁদের লক্ষ লক্ষ অনুরাগীদের উদ্বুদ্ধ করার দায়িত্বও নিয়েছেন তাঁরা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.