ETV Bharat / sitara

ফের হেঁশেলে ক্যাটরিনা - ক্যাটরিনা কাইফের খবর

লকডাউনে ফের একবার হেঁশেলে ঢুকলেন ক্যাটরিনা কাইফ ।

katrina turns chef
katrina turns chef
author img

By

Published : Apr 28, 2020, 6:39 PM IST

মুম্বই : রান্নায় খুব একটা অভ্যস্থ নন ক্যাটরিনা । কিন্তু লকডাউনে আর কী উপায় ? মাঝেমধ্যে হেঁশেলে ঢুকতেই হচ্ছে । আর মঙ্গলবার মানেই একেবারে পাকা শেফের মতো জমিয়ে রান্না করবেন অভিনেত্রী ।

আজও তার ব্যতিক্রম হল না । ইনস্টাগ্রামে শেয়ার করা ভিডিয়োয় দেখা গেল রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছেন ক্য়াটরিনা । কোনও একটা উপকরণকে নিখুঁত ভাবে কাটছেন, তবে অল্প সময়ের ভিডিয়োয় সেটা যে কোন উপকরণ তা বোঝা গেল না ।

ক্যামেরার দিকে তাকিয়ে মিষ্টি হেসে দিলেন ক্যাট । মঙ্গলবার মানেই রান্না করা আর সিনেমা দেখা, ইমোজি বুঝিয়ে দিলেন ক্যাপশনে ।

কয়েকদিন আগে বোন ইসাবেলার সঙ্গে প্য়ানকেক তৈরি করার চেষ্টা করেছিলেন ক্যাট । তবে সেটা যে আদতে কী দাঁড়িয়েছিল সেই নিয়ে সন্দেহ ছিল তাঁর ।

এছাড়া ঘর পরিষ্কার, বাসন মাজার মতো দৈনন্দিন কাজগুলোও একাই সারছেন অভিনেত্রী । সময় সময় ভিডিয়ো শেয়ার করে অনুরাগীদের চমক দিচ্ছেন ক্যাটরিনা ।

মুম্বই : রান্নায় খুব একটা অভ্যস্থ নন ক্যাটরিনা । কিন্তু লকডাউনে আর কী উপায় ? মাঝেমধ্যে হেঁশেলে ঢুকতেই হচ্ছে । আর মঙ্গলবার মানেই একেবারে পাকা শেফের মতো জমিয়ে রান্না করবেন অভিনেত্রী ।

আজও তার ব্যতিক্রম হল না । ইনস্টাগ্রামে শেয়ার করা ভিডিয়োয় দেখা গেল রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছেন ক্য়াটরিনা । কোনও একটা উপকরণকে নিখুঁত ভাবে কাটছেন, তবে অল্প সময়ের ভিডিয়োয় সেটা যে কোন উপকরণ তা বোঝা গেল না ।

ক্যামেরার দিকে তাকিয়ে মিষ্টি হেসে দিলেন ক্যাট । মঙ্গলবার মানেই রান্না করা আর সিনেমা দেখা, ইমোজি বুঝিয়ে দিলেন ক্যাপশনে ।

কয়েকদিন আগে বোন ইসাবেলার সঙ্গে প্য়ানকেক তৈরি করার চেষ্টা করেছিলেন ক্যাট । তবে সেটা যে আদতে কী দাঁড়িয়েছিল সেই নিয়ে সন্দেহ ছিল তাঁর ।

এছাড়া ঘর পরিষ্কার, বাসন মাজার মতো দৈনন্দিন কাজগুলোও একাই সারছেন অভিনেত্রী । সময় সময় ভিডিয়ো শেয়ার করে অনুরাগীদের চমক দিচ্ছেন ক্যাটরিনা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.