মুম্বই : নিয়মিত ক্যাটরিনার সোশাল মিডিয়া অ্যাকাউন্ট ফলো করলে বোঝা যায় যে, তিনি একজন ওয়াটার বেবি, কারণ ছুটি মানেই তিনি কোনও বিচের ধারে সময় কাটাবেন। বিচের ধারে বিভিন্ন পোজ়ে তিনি তাঁর ছবি শেয়ার করেন। আগামী ১৬ জুলাই ৩৬ বছর পূর্ণ করবেন ক্যাটরিনা। সেদিনও কি তাহলে বিচের ধারেই সময় কাটাবেন তিনি?
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী ক্যাটরিনা বলেছেন, "মালদ্বীপ বা মেক্সিকান বিচের মতো হট জায়গা পছন্দ করি আমি। জন্মদিনে তাই এর মধ্যে কোনও একটা বিচেই সময় কাটাব আমি। নিউ ইয়র্কেও যেতে পারি আমি।"
প্রতিবারই তিনি তাঁর জন্মদিনে ভারতের বাইরে সময় কাটান। আগের বছরও ইংলিশ কান্ট্রিসাইডে পরিবারের সঙ্গে ছুটি কাটিয়েছিলেন ক্যাটরিনা।
তবে আপতত ক্যাটরিনা ব্যস্ত 'ভারত'-এর পোস্ট প্রোডাকশনের কাজে। এছাড়াও রোহিত শেট্টির 'সূর্যবংশী' ছবিতে কাজ করতে চলেছেন তিনি, যেখানে তাঁর বিপরীতে থাকবেন অক্ষয় কুমার। শুরু হয়ে গেছে ছবির শুটিং।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">