ETV Bharat / sitara

৩৬ বছরের জন্মদিন কীভাবে কাটাবেন ক্যাটরিনা? - Katrina Kaif

৩৬ তম জন্মদিন পালন করতে চলেছেন ক্যাটরিনা কাইফ। কোথায় কাটাবেন তিনি তাঁর জন্মদিন?

ক্যাটরিনা কাইফ
author img

By

Published : May 6, 2019, 5:38 PM IST

মুম্বই : নিয়মিত ক্যাটরিনার সোশাল মিডিয়া অ্যাকাউন্ট ফলো করলে বোঝা যায় যে, তিনি একজন ওয়াটার বেবি, কারণ ছুটি মানেই তিনি কোনও বিচের ধারে সময় কাটাবেন। বিচের ধারে বিভিন্ন পোজ়ে তিনি তাঁর ছবি শেয়ার করেন। আগামী ১৬ জুলাই ৩৬ বছর পূর্ণ করবেন ক্যাটরিনা। সেদিনও কি তাহলে বিচের ধারেই সময় কাটাবেন তিনি?

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী ক্যাটরিনা বলেছেন, "মালদ্বীপ বা মেক্সিকান বিচের মতো হট জায়গা পছন্দ করি আমি। জন্মদিনে তাই এর মধ্যে কোনও একটা বিচেই সময় কাটাব আমি। নিউ ইয়র্কেও যেতে পারি আমি।"

প্রতিবারই তিনি তাঁর জন্মদিনে ভারতের বাইরে সময় কাটান। আগের বছরও ইংলিশ কান্ট্রিসাইডে পরিবারের সঙ্গে ছুটি কাটিয়েছিলেন ক্যাটরিনা।

তবে আপতত ক্যাটরিনা ব্যস্ত 'ভারত'-এর পোস্ট প্রোডাকশনের কাজে। এছাড়াও রোহিত শেট্টির 'সূর্যবংশী' ছবিতে কাজ করতে চলেছেন তিনি, যেখানে তাঁর বিপরীতে থাকবেন অক্ষয় কুমার। শুরু হয়ে গেছে ছবির শুটিং।

মুম্বই : নিয়মিত ক্যাটরিনার সোশাল মিডিয়া অ্যাকাউন্ট ফলো করলে বোঝা যায় যে, তিনি একজন ওয়াটার বেবি, কারণ ছুটি মানেই তিনি কোনও বিচের ধারে সময় কাটাবেন। বিচের ধারে বিভিন্ন পোজ়ে তিনি তাঁর ছবি শেয়ার করেন। আগামী ১৬ জুলাই ৩৬ বছর পূর্ণ করবেন ক্যাটরিনা। সেদিনও কি তাহলে বিচের ধারেই সময় কাটাবেন তিনি?

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী ক্যাটরিনা বলেছেন, "মালদ্বীপ বা মেক্সিকান বিচের মতো হট জায়গা পছন্দ করি আমি। জন্মদিনে তাই এর মধ্যে কোনও একটা বিচেই সময় কাটাব আমি। নিউ ইয়র্কেও যেতে পারি আমি।"

প্রতিবারই তিনি তাঁর জন্মদিনে ভারতের বাইরে সময় কাটান। আগের বছরও ইংলিশ কান্ট্রিসাইডে পরিবারের সঙ্গে ছুটি কাটিয়েছিলেন ক্যাটরিনা।

তবে আপতত ক্যাটরিনা ব্যস্ত 'ভারত'-এর পোস্ট প্রোডাকশনের কাজে। এছাড়াও রোহিত শেট্টির 'সূর্যবংশী' ছবিতে কাজ করতে চলেছেন তিনি, যেখানে তাঁর বিপরীতে থাকবেন অক্ষয় কুমার। শুরু হয়ে গেছে ছবির শুটিং।

Intro:ইরা ও চ্যাটার্জি পরিবারের জন্য নতুন কি বিপদ অপেক্ষা করে রয়েছে

অমিত চক্রবর্তী, কলকাতা: ইরাবতীর চুপকথা ধারাবাহিকে গত সপ্তাহে দর্শকরা দেখেছিলেন, বিয়ের পর ইরা ও আকাশের সুখে শান্তিতে ঘর করা কোনভাবেই সম্ভব হচ্ছে না।তার কারণ ইরার বোন ঝিলাম, প্রতিজ্ঞা করেছে যে সে ইরাকে সুখে শান্তিতে ঘর করতে কোন ভাবেই দেবে না। তাই সে আকাশকে ইরার বিরুদ্ধে ভুল বুঝিয়ে নিজের কাছে আকৃষ্ট করার চেষ্টা করে যেন সে ইরার জীবনকে তছনছ করে দিতে পারে। এবং তার মনের যে ক্রোধ রয়েছে ইরার প্রতি তার বদলাও যেন সে নিতে পারে।


Body:আর এই সপ্তাহে ইরাবতী চুপকথা ধারাবাহিকের গল্পে দেখা যাবে নতুন মোড় কারণ,ইরা ও আকাশ বোলপুরে উদ্দেশ্যে রওনা দিয়েছে। এবং তাদের সঙ্গে রয়েছে অভিক মেঘনা ও ঝিলাম। দীর্ঘদিন পরে ইরাকে কলকাতার বাইরে এইভাবে আনন্দ করতে দেখে আকাশ খুব খুশি হয়েছে। কারণ সে জানতো বোলপুর হচ্ছে ইরার সবথেকে প্রিয় জায়গা। অন্যদিকে অভিক ও মেঘনা প্ল্যান করে বোলপুরে গিয়ে তারা আশেপাশের জায়গা ঘুরে দেখবে। কিন্তু এরই মধ্যে ইরার জীবনে নতুন বিপদের ঘনঘটা। তার কারণ সবাই যখন খুশিতে ব্যস্ত তখন কেউ একজন অচেনা ব্যক্তি ইরার পেছনে ধাওয়া করতে থাকে। এখন দেখার এই সবকিছুর পেছনে কে রয়েছে এটাও কি ঝিলামের কোন নতুন চক্রান্ত। নাকি এমন কোন ব্যক্তি রয়েছেন যিনি চ্যাটার্জি পরিবারকে খুশিতে থাকতে দিতে চান না।এবং যার সঙ্গে চ্যাটার্জী পরিবারের বহু পুরনো শত্রুতা রয়েছে।


Conclusion:photo send in desk mail id

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.