ETV Bharat / sitara

মহারাষ্ট্রের দিনমজুরদের পাশে ক্য়াটরিনা

মহারাষ্ট্রের দিনমজুরদের পাশে ক্য়াটরিনা কাইফ । খাবার ও অন্য়ান্য প্রয়োজনীয় সামগ্রী তুলে দিলেন বান্দ্রা জেলার ডেইলি ওয়েজ ওয়ার্কারদের হাতে।

kartrina helps the daily wage workers
kartrina helps the daily wage workers
author img

By

Published : Apr 22, 2020, 10:25 PM IST

মুম্বই : এর আগে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অর্থ সাহায্য তুলে দিয়েছেন ক্য়াটরিনা । আর এবার পাশে দাঁড়ালেন দিনমজুরদের । মহারাষ্ট্রের বান্দ্রা জেলার অসহায় মানুষগুলোর দিকে বাড়িয়ে দিলেন সাহায্যের হাত ।

নিজের ইনস্টাস্টোরিতে এই খবর শেয়ার করেছেন অভিনেত্রী । লিখেছেন, এটা আমাদের জন্য একটা "কঠিন মাস", তবে সবাইকে সবার পাশে দাঁড়াতে দেখে খুশি ক্য়াটরিনা ।

লিখেছেন, "আমরা জানি, এমন কিছু মানুষ আছেন যাঁরা এই সময়ে নিদারুণ কষ্টের মধ্য়ে আছেন । তাই আমাদের Kay বিউটি #Kare Initiative-এর মাধ্যমে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে ।"

ডি'হাট ফাউন্ডেশনের সঙ্গে হাত মিলিয়ে বান্দ্রা জেলার শ্রমিকদের হাতে তিনি তুলে দিলেন খাবার আর স্যানিটারি সামগ্রী । দেখে নিন ক্যাটরিনার ইনস্টাস্টোরি...

kartrina helps the daily wage workers
ক্যাটরিনার ইনস্টাস্টোরি..

মুম্বই : এর আগে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অর্থ সাহায্য তুলে দিয়েছেন ক্য়াটরিনা । আর এবার পাশে দাঁড়ালেন দিনমজুরদের । মহারাষ্ট্রের বান্দ্রা জেলার অসহায় মানুষগুলোর দিকে বাড়িয়ে দিলেন সাহায্যের হাত ।

নিজের ইনস্টাস্টোরিতে এই খবর শেয়ার করেছেন অভিনেত্রী । লিখেছেন, এটা আমাদের জন্য একটা "কঠিন মাস", তবে সবাইকে সবার পাশে দাঁড়াতে দেখে খুশি ক্য়াটরিনা ।

লিখেছেন, "আমরা জানি, এমন কিছু মানুষ আছেন যাঁরা এই সময়ে নিদারুণ কষ্টের মধ্য়ে আছেন । তাই আমাদের Kay বিউটি #Kare Initiative-এর মাধ্যমে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে ।"

ডি'হাট ফাউন্ডেশনের সঙ্গে হাত মিলিয়ে বান্দ্রা জেলার শ্রমিকদের হাতে তিনি তুলে দিলেন খাবার আর স্যানিটারি সামগ্রী । দেখে নিন ক্যাটরিনার ইনস্টাস্টোরি...

kartrina helps the daily wage workers
ক্যাটরিনার ইনস্টাস্টোরি..
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.