মুম্বই : সারা আলি খানের সঙ্গে তেমন কোনও সম্পর্ক নেই কার্তিক আরিয়ানের । কিন্তু, ভবিষ্যতের কথা কেই বা বলতে পারে । সারাকে যদি তাঁর কখনও ভালো লাগে তাহলে সইফ গিয়ে বলবেন তিনি । আর সইফকে এই বিয়ের জন্য রাজি কীভাবে করবেন তা এখন থেকেই ঠিক করে রেখেছেন কার্তিক ।
আপকামিং ছবি 'লাভ আজ কাল'-এর প্রচার নিয়ে এখন খুবই ব্যস্ত সারা আলি খান ও কার্তিক আরিয়ান । দেশের বিভিন্ন শহরে গিয়ে প্রচার করছেন তাঁরা । বিভিন্ন রিয়েলিটি শো-তেও একসঙ্গে দেখা যাচ্ছে তাঁদের ।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে কার্তিককে জিজ্ঞাসা করা হয় সারাকে বিয়ের জন্য তিনি সইফকে কীভাবে রাজি করাবেন । এর উত্তরে কার্তিক বলেন, "মাত্র 30 সেকেন্ডের মধ্যে সইফ আমাকে নিজের জামাই হিসেবে মেনে নেবেন । আমি শুধু গিয়ে বলব যে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখন অনেক টাকা রয়েছে । ব্যস তাতেই কাজ হয়ে যাবে ।" আসলে একবার সইফ ও সারা দু'জনে 'কফি ইউথ করণ'-এ গিয়েছিলেন । সেখানে সারাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি কার সঙ্গে ডেট করতে পছন্দ করবেন । এর উত্তরে সারা তখন কার্তিকের নাম নেন । তখন সইফ বলেছিলেন, "তার কাছে কি যথেষ্ট টাকা রয়েছে ? যদি থাকে তাহলে যাও তার সঙ্গে ।" সইফের সেই কথাকে টেনে এনেই এই উত্তর দেন কার্তিক ।
'লাভ আজ কাল'-এর শুটিংয়ের সময় কানাঘুষো শোনা গিয়েছিল যে সারার সঙ্গে ডেট করছেন কার্তিক । একসঙ্গে সময় কাটাতে ও ডিনার করতে দেখা গিয়েছিল তাঁদের । যদিও সে বিষয় নিশ্চিতভাবে কিছুই বলেননি তাঁরা । এরপর হঠাৎই শোনা যায় যে তাঁদের ব্রেকআপ হয়ে গেছে । কারণ ক্যারিয়ার নিয়ে কার্তিক এতটাই ব্যস্ত যে সারাকে ঠিক মতো সময় দিতে পারছেন না তিনি । তার মধ্যেই মুক্তি পায় 'পতি পত্নি অউর উয়ো' ছবিটি । সেখানে অনন্যা পান্ডে ও ভূমি পেদনেকরের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন কার্তিক । তখন শোনা যায় যে অনন্যার সঙ্গে ডেট করছেন তিনি । তবে তা নিয়েও প্রকাশ্যে একটি বাক্যও খরচ করেননি কেউ । সে যাই হোক না কেন আপাতত ছবির প্রচার নিয়ে ব্যস্ত সারা ও কার্তিক দু'জনেই ।
14 ফেব্রুয়ারি মুক্তি পাবে ছবিটি । অনস্ক্রিনে তাঁরা দর্শকদের মন কতটা জয় করতে পারেন এখন সেটাই দেখার ।