ETV Bharat / sitara

ফ্যানদের নতুন চ্যালেঞ্জ দিলেন কার্তিক - কার্তিক আয়িরান

অত্যন্ত জনপ্রিয় উঠেছিল কার্তিক আরিয়ানের 'ধীমে ধীমে' চ্যালেঞ্জ । আর এবার ফ্যানদের 'পুঙ্গি' চ্যালেঞ্জ দিলেন তিনি ।

ে্ি
্ি
author img

By

Published : Feb 4, 2020, 8:34 PM IST

মুম্বই : প্রথমে 'ধীমে ধীমে', তারপর 'ডু ইট উইথ আ টুইস্ট' চ্যালেঞ্জ ফ্যানদের দিয়েছিলেন কার্তিক আয়িরান । আর এবার 'পুঙ্গি' চ্যালেঞ্জ দিলেন তিনি । সম্প্রতি এই চ্যালেঞ্জে মজেছেন ফ্যানরা । যে সব ফ্যানরা তাঁর এই চ্যালেঞ্জ গ্রহণ করেছেন তাঁদের ভিডিয়ো সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি ।

14 ফেব্রুয়ারি মুক্তি পাবে 'লাভ আজ কাল'। সেখানে সারা আলি খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন কার্তিক । ছবির গান 'হাঁ ম্যায় গালাত' মুক্তি পেয়েছে কিছুদিন আগেই । সেই গানেই ফ্যানদের দুটি চ্যালেঞ্জ ছুড়ে দেন কার্তিক । প্রথমটি 'ডু ইট উইথ আ টুইস্ট'। সেখানে সারার সঙ্গে নাচতে দেখা গেছে তাঁকে । আর সেই চ্যালেঞ্জ গ্রহণ করা ফ্যানদের ভিডিয়ো সোশাল মিডিয়ায় শেয়ার করেন কার্তিক । এরপর গতকাল ওই একই গানে ফ্যানদের দিকে 'পুঙ্গি' চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি । ভিডিয়োর ক্যাপশনে লেখেন, "ধীমে ধীমে তো আপনারা সুন্দরভাবে শিখে নিয়েছেন । এবার এসেছে নতুন চ্যালেঞ্জ । #পুঙ্গি ডান্স ।"

এই নয়া চ্যালেঞ্জকে গ্রহণ করেছেন একাধিক ফ্যান । কার্তিকের মতো করেই নাচার চেষ্টা করেছেন অনেকে । বেশ কয়েকজনের ভিডিয়ো নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেন কার্তিক ।

কার্তিক আরিয়ানের এই ছবি দীপিকা পাডুকোন ও সইফ আলি খান অভিনীত 'লাভ আজ কালের' সিকুয়েল । কাজের দিক থেকে শেষবার 'পতি পত্নি অউর উয়ো' ছবিতে দেখা গিয়েছিল কার্তিককে । এছাড়া 'দোস্তানা 2' ও 'ভুল ভুলাইয়া 2' ছবিতেও দেখা যাবে তাঁকে ।

দেখুন ভিডিয়ো

মুম্বই : প্রথমে 'ধীমে ধীমে', তারপর 'ডু ইট উইথ আ টুইস্ট' চ্যালেঞ্জ ফ্যানদের দিয়েছিলেন কার্তিক আয়িরান । আর এবার 'পুঙ্গি' চ্যালেঞ্জ দিলেন তিনি । সম্প্রতি এই চ্যালেঞ্জে মজেছেন ফ্যানরা । যে সব ফ্যানরা তাঁর এই চ্যালেঞ্জ গ্রহণ করেছেন তাঁদের ভিডিয়ো সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি ।

14 ফেব্রুয়ারি মুক্তি পাবে 'লাভ আজ কাল'। সেখানে সারা আলি খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন কার্তিক । ছবির গান 'হাঁ ম্যায় গালাত' মুক্তি পেয়েছে কিছুদিন আগেই । সেই গানেই ফ্যানদের দুটি চ্যালেঞ্জ ছুড়ে দেন কার্তিক । প্রথমটি 'ডু ইট উইথ আ টুইস্ট'। সেখানে সারার সঙ্গে নাচতে দেখা গেছে তাঁকে । আর সেই চ্যালেঞ্জ গ্রহণ করা ফ্যানদের ভিডিয়ো সোশাল মিডিয়ায় শেয়ার করেন কার্তিক । এরপর গতকাল ওই একই গানে ফ্যানদের দিকে 'পুঙ্গি' চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি । ভিডিয়োর ক্যাপশনে লেখেন, "ধীমে ধীমে তো আপনারা সুন্দরভাবে শিখে নিয়েছেন । এবার এসেছে নতুন চ্যালেঞ্জ । #পুঙ্গি ডান্স ।"

এই নয়া চ্যালেঞ্জকে গ্রহণ করেছেন একাধিক ফ্যান । কার্তিকের মতো করেই নাচার চেষ্টা করেছেন অনেকে । বেশ কয়েকজনের ভিডিয়ো নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেন কার্তিক ।

কার্তিক আরিয়ানের এই ছবি দীপিকা পাডুকোন ও সইফ আলি খান অভিনীত 'লাভ আজ কালের' সিকুয়েল । কাজের দিক থেকে শেষবার 'পতি পত্নি অউর উয়ো' ছবিতে দেখা গিয়েছিল কার্তিককে । এছাড়া 'দোস্তানা 2' ও 'ভুল ভুলাইয়া 2' ছবিতেও দেখা যাবে তাঁকে ।

দেখুন ভিডিয়ো
Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.