ETV Bharat / sitara

"প্রেমের সময় নেই, বিয়ে নিয়ে মাকে জিজ্ঞাসা করতে হবে" - kartik aaryan career

"বিয়ে নিয়ে মাকে জিজ্ঞাসা করতে হবে । এখন ক্যারিয়ার নিয়ে খুব ব্যস্ত ।" জানালেন কার্তিক আরিয়ান ।

ছবি
author img

By

Published : Oct 17, 2019, 6:53 PM IST

Updated : Oct 17, 2019, 7:06 PM IST

মুম্বই : প্রচন্ড ব্যস্ত তিনি । প্রেম করার জন্য কোনও সময় নেই । আর এখন অভিনয়ের উপরই বেশি গুরুত্ব দিতে চান বলে সাফ জানিয়ে দিয়েছেন কার্তিক আরিয়ান ।

বলি পাড়ায় এখন তাঁকে নিয়ে জোর চর্চা চলছে । শোনা গিয়েছিল সারা আলির খানের সঙ্গে তাঁর একটি সম্পর্ক তৈরি হয়েছে । তবে সে বিষয়ে খোলসা করে কিছুই বললেনি তাঁরা । তবে এই জল্পনাকে আরও উসকে দিয়েছিলেন তাঁরা দু'জনেই । শুটিং ছাড়াও একাধিক বার একসঙ্গে দেখা গিয়েছিল তাঁদের । এমনকী, 'পতি পত্নি অর উয়ো'-র শুটিং চলাকালীন কার্তিককে সারপ্রাইজ় দিতে মাঝে মধ্যেই লখনউ উড়ে যেতেন সারা । অন্যদিকে সারাকে সারপ্রাইজ় দিতে তাঁর শুটিং ফ্লোরে পৌঁছে যেতেন কার্তিকও । তবে শোনা যাচ্ছে, ক্যারিয়ার নিয়ে এখন যথেষ্ট ব্যস্ত তাঁরা । নিজেদের জন্য সময় বের করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে তাঁদের । আর তাই সম্পর্কের মতো গুরু দায়িত্বকে এখন একটু দূরেই রাখতে চাইছেন তাঁরা ।

তবে সারার সঙ্গে বিষয়টা এখানে মিটে গেলেও আবার অনন্যা পান্ডেকে নিয়ে কার্তিকের সঙ্গে জড়িয়ে শুরু হয়েছে নতুন জল্পনা । 'পতি পত্নি অর উয়ো' ছবিতে প্রথমবার একসঙ্গে অভিনয় করেছেন অনন্যা ও কার্তিক । আর সেখানেই তাঁদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়েছে । যদিও এই জল্পনায় একেবারে জল ঢেলে দিয়েছেন কার্তিক । জিজ্ঞাসা করা হয়েছিল বিয়ে নিয়ে তিনি কোনও চিন্তাভাবনা করছেন কি ? তিনি বলেন, "এ বিষয়ে মাকে জিজ্ঞাসা করতে হবে । আমি এখন ক্যারিয়ার নিয়ে ভীষণ ব্যস্ত ।"

মুম্বই : প্রচন্ড ব্যস্ত তিনি । প্রেম করার জন্য কোনও সময় নেই । আর এখন অভিনয়ের উপরই বেশি গুরুত্ব দিতে চান বলে সাফ জানিয়ে দিয়েছেন কার্তিক আরিয়ান ।

বলি পাড়ায় এখন তাঁকে নিয়ে জোর চর্চা চলছে । শোনা গিয়েছিল সারা আলির খানের সঙ্গে তাঁর একটি সম্পর্ক তৈরি হয়েছে । তবে সে বিষয়ে খোলসা করে কিছুই বললেনি তাঁরা । তবে এই জল্পনাকে আরও উসকে দিয়েছিলেন তাঁরা দু'জনেই । শুটিং ছাড়াও একাধিক বার একসঙ্গে দেখা গিয়েছিল তাঁদের । এমনকী, 'পতি পত্নি অর উয়ো'-র শুটিং চলাকালীন কার্তিককে সারপ্রাইজ় দিতে মাঝে মধ্যেই লখনউ উড়ে যেতেন সারা । অন্যদিকে সারাকে সারপ্রাইজ় দিতে তাঁর শুটিং ফ্লোরে পৌঁছে যেতেন কার্তিকও । তবে শোনা যাচ্ছে, ক্যারিয়ার নিয়ে এখন যথেষ্ট ব্যস্ত তাঁরা । নিজেদের জন্য সময় বের করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে তাঁদের । আর তাই সম্পর্কের মতো গুরু দায়িত্বকে এখন একটু দূরেই রাখতে চাইছেন তাঁরা ।

তবে সারার সঙ্গে বিষয়টা এখানে মিটে গেলেও আবার অনন্যা পান্ডেকে নিয়ে কার্তিকের সঙ্গে জড়িয়ে শুরু হয়েছে নতুন জল্পনা । 'পতি পত্নি অর উয়ো' ছবিতে প্রথমবার একসঙ্গে অভিনয় করেছেন অনন্যা ও কার্তিক । আর সেখানেই তাঁদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়েছে । যদিও এই জল্পনায় একেবারে জল ঢেলে দিয়েছেন কার্তিক । জিজ্ঞাসা করা হয়েছিল বিয়ে নিয়ে তিনি কোনও চিন্তাভাবনা করছেন কি ? তিনি বলেন, "এ বিষয়ে মাকে জিজ্ঞাসা করতে হবে । আমি এখন ক্যারিয়ার নিয়ে ভীষণ ব্যস্ত ।"

Intro:Body:Conclusion:
Last Updated : Oct 17, 2019, 7:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.