মুম্বই : পরিবারের সবাই মিলে গণেশ উৎসবে মাতলেন কাপুর পরিবারের সদস্যরা । ছবি শেয়ার করেলন অভিনেত্রী ।
বাবা রণধীর কাপুর, মা ববিতা কাপুর, বোন করিনা কাপুর, ছেলে-মেয়েকে সঙ্গে করে গণেশ পুজো উপভোগ করলেন অভিনেত্রী । তাঁর শেয়ার করা ছবিতে রয়েছে ছোট্ট তইমুরও । হলুদ পাঞ্জাবীতে সে প্রতিবারের মতোই নজর কাড়ল ।
যদিও সময়টা ভালো নয়, তারই মধ্যে একটু আনন্দ ভাগ করে নিল কাপুর পরিবার । বেশি অতিথি সমাগম না করে শুধুমাত্র কাছের মানুষগুলোর সান্নিধ্যে পালিত হল তাঁদের গণেশ পুজো ।
ছবিটি শেয়ার করে করিশ্মা লিখেছেন, "গণপতি দর্শন #ফ্যামিলিটাইম" । দেখে নিন তাঁর পোস্ট...
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">