ETV Bharat / sitara

কাপুর পরিবারের গণপতি দর্শন - গণেশ পুজোয় কাপুর পরিবার

যে কোনও উৎসব-অনুষ্ঠানে মিলিত হন কাপুর পরিবারের সদস্যরা । শত কাজ ফেলে তাঁরা এই সময়টা ঠিক খুঁজে বের করেন । গণেশ পুজোতেও তার ব্যতিক্রম হল না । কোরোনা পরিস্থিতিতে যতটা সম্ভব সেটুকুকেই সম্বল করে গণপতি বাপ্পার আরাধনা করলেন কাপুররা ।

karishma kapoor ganpati bisarjan
karishma kapoor ganpati bisarjan
author img

By

Published : Aug 29, 2020, 7:41 PM IST

মুম্বই : পরিবারের সবাই মিলে গণেশ উৎসবে মাতলেন কাপুর পরিবারের সদস্যরা । ছবি শেয়ার করেলন অভিনেত্রী ।

বাবা রণধীর কাপুর, মা ববিতা কাপুর, বোন করিনা কাপুর, ছেলে-মেয়েকে সঙ্গে করে গণেশ পুজো উপভোগ করলেন অভিনেত্রী । তাঁর শেয়ার করা ছবিতে রয়েছে ছোট্ট তইমুরও । হলুদ পাঞ্জাবীতে সে প্রতিবারের মতোই নজর কাড়ল ।

karishma kapoor ganpati bisarjan
এথনিক লুকে করিশ্মা

যদিও সময়টা ভালো নয়, তারই মধ্যে একটু আনন্দ ভাগ করে নিল কাপুর পরিবার । বেশি অতিথি সমাগম না করে শুধুমাত্র কাছের মানুষগুলোর সান্নিধ্যে পালিত হল তাঁদের গণেশ পুজো ।

ছবিটি শেয়ার করে করিশ্মা লিখেছেন, "গণপতি দর্শন #ফ্যামিলিটাইম" । দেখে নিন তাঁর পোস্ট...

মুম্বই : পরিবারের সবাই মিলে গণেশ উৎসবে মাতলেন কাপুর পরিবারের সদস্যরা । ছবি শেয়ার করেলন অভিনেত্রী ।

বাবা রণধীর কাপুর, মা ববিতা কাপুর, বোন করিনা কাপুর, ছেলে-মেয়েকে সঙ্গে করে গণেশ পুজো উপভোগ করলেন অভিনেত্রী । তাঁর শেয়ার করা ছবিতে রয়েছে ছোট্ট তইমুরও । হলুদ পাঞ্জাবীতে সে প্রতিবারের মতোই নজর কাড়ল ।

karishma kapoor ganpati bisarjan
এথনিক লুকে করিশ্মা

যদিও সময়টা ভালো নয়, তারই মধ্যে একটু আনন্দ ভাগ করে নিল কাপুর পরিবার । বেশি অতিথি সমাগম না করে শুধুমাত্র কাছের মানুষগুলোর সান্নিধ্যে পালিত হল তাঁদের গণেশ পুজো ।

ছবিটি শেয়ার করে করিশ্মা লিখেছেন, "গণপতি দর্শন #ফ্যামিলিটাইম" । দেখে নিন তাঁর পোস্ট...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.