ETV Bharat / sitara

মন খারাপ করিশ্মার !

এক সাক্ষাৎকারে করিশ্মা বলেন, "আমরা ইচ্ছে হলে রোজই একে অপরের সঙ্গে দেখা করতে পারতাম । তাদের না দেখে থাকা খুবই কঠিন । কিন্তু, এই সময় এটাকে মেনে নিয়ে আমাদের থাকতেই হচ্ছে ।"

fdg
fg
author img

By

Published : Apr 15, 2020, 2:10 PM IST

মুম্বই : পরিবারের সঙ্গেই বেশিরভাগ সময় কাটান করিশ্মা কাপুর । এমনকী, বোন করিনা কাপুরের সঙ্গেই ঘুরতে যান তিনি । প্রায় রোজই কোথাও না কোথাও একসঙ্গে দেখা করেন তাঁরা । কিন্তু, তাঁদের এই আনন্দে জল ঢেলে দিয়েছে লকডাউন । এখন বাড়ি থেকে বের হতে পারছেন না কেউই । সেই তালিকায় রয়েছেন করিশ্মাও । ফলে ইচ্ছে করলেও দেখা করতে পারছেন না বয়স্ক বাবা-মা, বোন করিশ্মা ও বোনপো তইমুরের সঙ্গে । প্রিয়জনদের সঙ্গে দেখা করতে না পারায় এখন খুবই মন খারাপ করিশ্মার ।

দেশে যখন কোরোনা থাবা বসায়নি তখন ইচ্ছে করলেই বাবা-মা ও বোনের সঙ্গে দেখা করতেন করিশ্মা । ইচ্ছে হলেই তাঁদের বাড়িতে যেতেন তিনি । কিন্তু, এখন সেটা কোনওভাবেই সম্ভব নয় । সৌজন্যে লকডাউন । এ প্রসঙ্গে সম্প্রতি একটি সর্বভারতীয় সংবাদমাধ্য়মকে দেওয়া সাক্ষাৎকারে করিশ্মা বলেন, "আমরা ইচ্ছে হলে রোজই একে অপরের সঙ্গে দেখা করতে পারতাম । তাদের না দেখে থাকা খুবই কঠিন । কিন্তু, এই সময় এটাকে মেনে নিয়ে আমাদের থাকতেই হচ্ছে ।"

যদিও লকডাউনের এই সময়টা নিজের মতো করেই কাটাচ্ছেন বলে জানিয়েছেন করিশ্মা । এই সময়ের পজ়িটিভ দিকগুলি নিয়েই বেশি করে চিন্তা করছেন তিনি । বলেন, "গোটা বিশ্বের জন্যই এই সময়টা খুবই কঠিন । অনেকেই দিনের পর দিন বাড়িতে থাকার ফলে রেগে যাচ্ছেন । সেটা আমি বুঝতে পারছি । তবে আমি এই সময়কার পজ়িটিভ দিকগুলি নিয়েই বেশি চিন্তাভাবনা করছি । পরিস্থিতি যখন স্বাভাবিক ছিল তখন ওয়েব সিরিজ়ের প্রচার নিয়ে ব্যস্ত ছিলাম আমি । কিন্তু, এখন পরিবারের সঙ্গে বাড়িতে সময় কাটাতে পারছি । দিনের পর দিন বাড়িতে থাকাটা খুবই কঠিন । তাও আমাদের এই নির্দেশ মেনে চলতেই হবে । অনেকেই বিরক্ত হয়ে যাচ্ছেন । কিন্তু, ভাবতে হবে যে এই সময় ঘরে থেকে ভালো কাজই করছেন সবাই ।"

গতকাল জাতির উদ্দেশে ভাষণ দিতে গিয়ে লকডাউনের মেয়াদ বাড়ানোর কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । জানান, 3 মে পর্যন্ত লকডাউন চলবে । তবে এখন শুধু স্বাভাবিক দিনের দিকে তাকিয়ে রয়েছেন তারকা সহ আম জনতা ।

মুম্বই : পরিবারের সঙ্গেই বেশিরভাগ সময় কাটান করিশ্মা কাপুর । এমনকী, বোন করিনা কাপুরের সঙ্গেই ঘুরতে যান তিনি । প্রায় রোজই কোথাও না কোথাও একসঙ্গে দেখা করেন তাঁরা । কিন্তু, তাঁদের এই আনন্দে জল ঢেলে দিয়েছে লকডাউন । এখন বাড়ি থেকে বের হতে পারছেন না কেউই । সেই তালিকায় রয়েছেন করিশ্মাও । ফলে ইচ্ছে করলেও দেখা করতে পারছেন না বয়স্ক বাবা-মা, বোন করিশ্মা ও বোনপো তইমুরের সঙ্গে । প্রিয়জনদের সঙ্গে দেখা করতে না পারায় এখন খুবই মন খারাপ করিশ্মার ।

দেশে যখন কোরোনা থাবা বসায়নি তখন ইচ্ছে করলেই বাবা-মা ও বোনের সঙ্গে দেখা করতেন করিশ্মা । ইচ্ছে হলেই তাঁদের বাড়িতে যেতেন তিনি । কিন্তু, এখন সেটা কোনওভাবেই সম্ভব নয় । সৌজন্যে লকডাউন । এ প্রসঙ্গে সম্প্রতি একটি সর্বভারতীয় সংবাদমাধ্য়মকে দেওয়া সাক্ষাৎকারে করিশ্মা বলেন, "আমরা ইচ্ছে হলে রোজই একে অপরের সঙ্গে দেখা করতে পারতাম । তাদের না দেখে থাকা খুবই কঠিন । কিন্তু, এই সময় এটাকে মেনে নিয়ে আমাদের থাকতেই হচ্ছে ।"

যদিও লকডাউনের এই সময়টা নিজের মতো করেই কাটাচ্ছেন বলে জানিয়েছেন করিশ্মা । এই সময়ের পজ়িটিভ দিকগুলি নিয়েই বেশি করে চিন্তা করছেন তিনি । বলেন, "গোটা বিশ্বের জন্যই এই সময়টা খুবই কঠিন । অনেকেই দিনের পর দিন বাড়িতে থাকার ফলে রেগে যাচ্ছেন । সেটা আমি বুঝতে পারছি । তবে আমি এই সময়কার পজ়িটিভ দিকগুলি নিয়েই বেশি চিন্তাভাবনা করছি । পরিস্থিতি যখন স্বাভাবিক ছিল তখন ওয়েব সিরিজ়ের প্রচার নিয়ে ব্যস্ত ছিলাম আমি । কিন্তু, এখন পরিবারের সঙ্গে বাড়িতে সময় কাটাতে পারছি । দিনের পর দিন বাড়িতে থাকাটা খুবই কঠিন । তাও আমাদের এই নির্দেশ মেনে চলতেই হবে । অনেকেই বিরক্ত হয়ে যাচ্ছেন । কিন্তু, ভাবতে হবে যে এই সময় ঘরে থেকে ভালো কাজই করছেন সবাই ।"

গতকাল জাতির উদ্দেশে ভাষণ দিতে গিয়ে লকডাউনের মেয়াদ বাড়ানোর কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । জানান, 3 মে পর্যন্ত লকডাউন চলবে । তবে এখন শুধু স্বাভাবিক দিনের দিকে তাকিয়ে রয়েছেন তারকা সহ আম জনতা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.