ETV Bharat / sitara

ফ্যানের ব্যবহারে মেজাজ হারালেন করিনা ! - Kareena leaves netizens divided

হোলির দিন ফ্যানদের ব্যবহারে মেজাজ হারালেন করিনা কাপুর খান । এক ফ্যানের সঙ্গে খারাপভাবে কথাও বলতে দেখা যায় তাঁকে । তাঁর এই ব্যবহারে ক্ষুদ্ধ নেটিজ়েনরা ।

ংম
ংম
author img

By

Published : Mar 11, 2020, 5:19 PM IST

মুম্বই : হোলির দিনে ফ্যানদের ব্যবহারে মেজাজ হারালেন করিনা কাপুর খান । এক ফ্যানের সঙ্গে রেগে কথাও বলতে দেখা যায় তাঁকে । তাঁর এই ব্যবহারে ক্ষুদ্ধ নেটিজ়েনরা । কয়েকজন আবার তাঁকে সমর্থনও করেছেন ।

হোলি উপলক্ষ্যে সকাল থেকেই ব্যস্ত ছিলেন করিনা । সইফ আলি খান ও ছেলে তইমুরের সঙ্গেই হোলি খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি । সেই মতো তিনজনই সকাল সকাল সাদা পোশাক করে হোলির জন্য তৈরিও হয়ে যান । ততক্ষণে তাঁদের বাড়ির বাইরে ভিড় জমিয়েছিলেন ফ্যানদের পাশাপাশি পাপারাৎজ়িরাও । এই পর্যন্ত সবই ঠিক ছিল ।

কিন্তু, হঠাৎই তাল কাটে । করিনার পিছু পিছু তাঁর বাড়িতে ঢুকে পড়েছিলেন দুই ফ্যান । বাড়িতে ঢুকেই ছবি তোলার জন্য করিনাকে অনুরোধ করতে শুরু করেন তাঁরা । ফ্যানদের এই ব্যবহারে রেগে যান করিনা । এরপর ফ্যানদের অনুরোধ মতো বাড়ির বাইরে এসে ছবি তুলতে রাজিও হন তিন । ঠিক সেই সময় পাশে থাকা এক ফ্যান অজান্তেই করিনাকে ধাক্কা মারেন । আর সেটাই যেন তাঁর রাগকে আরও কয়েকগুন বাড়িয়ে দেয় । মেজাজ হারিয়ে ওই ফ্যানের উপর নিজের ক্ষোভ উগড়ে দেন তিনি । রাগি মুখে ফ্যানের সঙ্গে পাপারাৎজ়িদের ক্যামেরায় পোজ় দেন । একটি ছবি উঠতে না উঠতেই সেখান থেকে চলে যান । করিনার মেজাজ হারিয়ে ফেলার এই ভিডিয়ো এখন ভাইরাল সোশাল মিডিয়ায় ।

বেবোর এই ব্যবহারে ক্ষুব্ধ হন নেটিজ়েনদের একাংশ । তাঁদের বক্তব্য, ফ্যানদের প্রতি করিনার এই মনোভাব একেবারেই ভালো নয় । ফ্যানদের সঙ্গে করিনার ভালো ব্যবহার করা উচিত ছিল । কয়েকজন আবার করিনাকে সমর্থন করেন । তাঁদের মতে, করিনার বাড়ির মধ্যে ফ্যানদের ঢোকা ঠিক হয়নি ।

তবে এটাই প্রথমবার নয় । এর আগেও ফ্যানদের সঙ্গে খারাপ ব্যবহার করতে দেখা গেছে তারকাদের । সেই তালিকায় রয়েছেন সলমান খান । গোয়া বিমানবন্দরে তাঁর অনুমতি ছাড়াই ছবি তুলেছিলেন এক ফ্যান । সঙ্গে সঙ্গে সেই ফ্যানের মোবাইল ছুড়ে ফেলে দেন সলমান ।

কাজের দিক থেকে আপাতত 'আংরেজ়ি মিডিয়াম'-এর মুক্তি নিয়ে ব্যস্ত রয়েছেন করিনা । সেখানে ইরফান খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তিনি । এছাড়া 'লাল সিং চাড্ডা'-র মতো ছবিও রয়েছে তাঁর ঝুলিতে ।

মুম্বই : হোলির দিনে ফ্যানদের ব্যবহারে মেজাজ হারালেন করিনা কাপুর খান । এক ফ্যানের সঙ্গে রেগে কথাও বলতে দেখা যায় তাঁকে । তাঁর এই ব্যবহারে ক্ষুদ্ধ নেটিজ়েনরা । কয়েকজন আবার তাঁকে সমর্থনও করেছেন ।

হোলি উপলক্ষ্যে সকাল থেকেই ব্যস্ত ছিলেন করিনা । সইফ আলি খান ও ছেলে তইমুরের সঙ্গেই হোলি খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি । সেই মতো তিনজনই সকাল সকাল সাদা পোশাক করে হোলির জন্য তৈরিও হয়ে যান । ততক্ষণে তাঁদের বাড়ির বাইরে ভিড় জমিয়েছিলেন ফ্যানদের পাশাপাশি পাপারাৎজ়িরাও । এই পর্যন্ত সবই ঠিক ছিল ।

কিন্তু, হঠাৎই তাল কাটে । করিনার পিছু পিছু তাঁর বাড়িতে ঢুকে পড়েছিলেন দুই ফ্যান । বাড়িতে ঢুকেই ছবি তোলার জন্য করিনাকে অনুরোধ করতে শুরু করেন তাঁরা । ফ্যানদের এই ব্যবহারে রেগে যান করিনা । এরপর ফ্যানদের অনুরোধ মতো বাড়ির বাইরে এসে ছবি তুলতে রাজিও হন তিন । ঠিক সেই সময় পাশে থাকা এক ফ্যান অজান্তেই করিনাকে ধাক্কা মারেন । আর সেটাই যেন তাঁর রাগকে আরও কয়েকগুন বাড়িয়ে দেয় । মেজাজ হারিয়ে ওই ফ্যানের উপর নিজের ক্ষোভ উগড়ে দেন তিনি । রাগি মুখে ফ্যানের সঙ্গে পাপারাৎজ়িদের ক্যামেরায় পোজ় দেন । একটি ছবি উঠতে না উঠতেই সেখান থেকে চলে যান । করিনার মেজাজ হারিয়ে ফেলার এই ভিডিয়ো এখন ভাইরাল সোশাল মিডিয়ায় ।

বেবোর এই ব্যবহারে ক্ষুব্ধ হন নেটিজ়েনদের একাংশ । তাঁদের বক্তব্য, ফ্যানদের প্রতি করিনার এই মনোভাব একেবারেই ভালো নয় । ফ্যানদের সঙ্গে করিনার ভালো ব্যবহার করা উচিত ছিল । কয়েকজন আবার করিনাকে সমর্থন করেন । তাঁদের মতে, করিনার বাড়ির মধ্যে ফ্যানদের ঢোকা ঠিক হয়নি ।

তবে এটাই প্রথমবার নয় । এর আগেও ফ্যানদের সঙ্গে খারাপ ব্যবহার করতে দেখা গেছে তারকাদের । সেই তালিকায় রয়েছেন সলমান খান । গোয়া বিমানবন্দরে তাঁর অনুমতি ছাড়াই ছবি তুলেছিলেন এক ফ্যান । সঙ্গে সঙ্গে সেই ফ্যানের মোবাইল ছুড়ে ফেলে দেন সলমান ।

কাজের দিক থেকে আপাতত 'আংরেজ়ি মিডিয়াম'-এর মুক্তি নিয়ে ব্যস্ত রয়েছেন করিনা । সেখানে ইরফান খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তিনি । এছাড়া 'লাল সিং চাড্ডা'-র মতো ছবিও রয়েছে তাঁর ঝুলিতে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.