ETV Bharat / sitara

সইফকে নিয়ে কী কারণে হিমশিম খেতে হয়েছে করিনাকে ? - করিনা কাপুর খান

রেডিয়োতে করিনা কাপুর খানের 'হোয়াট উইমেন ওয়ান্ট' শো-টি খুবই জনপ্রিয় । শুরু হচ্ছে সিজ়ন ২ । এতে দেখা যাবে সইফ আলি খানকে । কিন্তু, শো-তে কিছুতেই আসতে চাননি সইফ । অনেক বুঝিয়ে তাঁকে রাজি করান করিনা ।

gf
fg
author img

By

Published : Dec 12, 2019, 8:39 PM IST

মুম্বই : রেডিয়োতে ইতিমধ্যেই ডেবিউ করে ফেলেছেন করিনা কাপুর খান । তাঁর শো 'হোয়াট উইমেন ওয়ান্ট' বেশ জনপ্রিয় । শোয়ের সিজ়ন ১-এ এসেছিলেন বলিউডের একাধিক তারকা । আর সিজ়ন ২-তে দেখা যাবে সইফ আলি খানকে । তবে সইফকে শোতে আসার জন্য রাজি করাতে গিয়ে রীতিমতো হিমশিম খেয়েছেন বেবো । সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে একথা জানান তিনি নিজেই ।

শোতে আসার জন্য সইফকে কীভাবে রাজি করিয়েছিলেন ? করিনাকে এই প্রশ্ন করেছিলেন সাংবাদিকরা । তার উত্তরে তিনি বলেন, "তাকে রাজি করানো খুব কঠিন ছিল । বাড়িতে ও এত নাটক করছিল যে কি বলব ! বলে, 'কেন যাব ? আমরা ওখানে কী কথা বলব ?' তখন আমি বলি ওটা আমার শো । জিজ্ঞেস করে, 'তোমার শোতে আমাকে কেন ডাকছ ?' আসলে সইফ এমন একজন মানুষ, যিনি সব সময় স্ত্রীকে নিঃশব্দে সমর্থন করেন ৷ কখনও কোনও বিষয়ে না বলেন না । আমি জীবনে যা কিছু অর্জন করতে চাই কিছুতে বাধা দেয় না । শুধু হাসে আর নিঃশব্দে দেখতে থাকে ।"

রেডিয়ো শো ছাড়াও এখন আপকামিং ছবি 'গুড নিউজ়' নিয়ে খুবই ব্যস্ত করিনা । সেখানে অক্ষয় কুমারের বিপরীতে অভিনয় করবেন তিনি । এদিকে ফিল্ম ইন্ডাস্ট্রিতে ইতিমধ্যেই 20 বছর পূরণ করেছেন । একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন দর্শকদের । এ প্রসঙ্গে তিনি বলেন, "আসলে কোনও প্ল্যান করে কিছু করি না । এর কোনও নির্দিষ্ট নিয়মও নেই । কাজকে খুব ভালোবাসি । অনেকেই বলেন যে বিয়ের পর কিছু হবে না । বাচ্চা হয়ে গেলে আরওই কিছু হবে না । কিন্তু, আমরা মহিলারা ফাইটার । সব নিয়মের বাইরে গিয়ে কাজ করতে আমাদের ভালো লাগে । আর যখন কেউ বলে যে এটা করতে পারব না । তখন সেই ব্যক্তি ও নিজেকে চ্যালেঞ্জ করতে খুব ভালো লাগে ।"

মায়ের সঙ্গে প্রায় সব জায়গাতেই দেখা যায় তৈমুরকে । পোশাক থেকে শুরু করে কথা সব কিছুর জন্যই খবরের শিরোনামে থাকে সে । মাকে ছোটো থেকেই কাজ করতে দেখছে সে । এমনকী মায়ের সঙ্গে শুটিং ফ্লোরেও যায় মাঝে মধ্যেই । তাহলে কী 'ওয়ার্কিং উইমেন' সম্পর্কে একটু একটু করে ধারণা তৈরি হচ্ছে তৈমুরের ? এ প্রসঙ্গে করিনা বলেন, "তৈমুর ধীরে ধীরে বড় হচ্ছে । আসলে ও এখন থেকেই বুঝতে পারে যে মহিলারা কী চান । কারণ আমি একজন ওয়ার্কিং উইমেন । ও আমার সঙ্গে বিভিন্ন জায়গায় যায় । ও বুঝতে পারে যে আমি শুটিংয়ে যাই বাড়িতে এসে ওর সঙ্গে ডিনার করি । আমার মনে হয় এভাবে ও এখন থেকেই মহিলাদের একটু একটু করে সম্মান দিতে শিকছে ।"

দেখুন ভিডিয়ো

মুম্বই : রেডিয়োতে ইতিমধ্যেই ডেবিউ করে ফেলেছেন করিনা কাপুর খান । তাঁর শো 'হোয়াট উইমেন ওয়ান্ট' বেশ জনপ্রিয় । শোয়ের সিজ়ন ১-এ এসেছিলেন বলিউডের একাধিক তারকা । আর সিজ়ন ২-তে দেখা যাবে সইফ আলি খানকে । তবে সইফকে শোতে আসার জন্য রাজি করাতে গিয়ে রীতিমতো হিমশিম খেয়েছেন বেবো । সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে একথা জানান তিনি নিজেই ।

শোতে আসার জন্য সইফকে কীভাবে রাজি করিয়েছিলেন ? করিনাকে এই প্রশ্ন করেছিলেন সাংবাদিকরা । তার উত্তরে তিনি বলেন, "তাকে রাজি করানো খুব কঠিন ছিল । বাড়িতে ও এত নাটক করছিল যে কি বলব ! বলে, 'কেন যাব ? আমরা ওখানে কী কথা বলব ?' তখন আমি বলি ওটা আমার শো । জিজ্ঞেস করে, 'তোমার শোতে আমাকে কেন ডাকছ ?' আসলে সইফ এমন একজন মানুষ, যিনি সব সময় স্ত্রীকে নিঃশব্দে সমর্থন করেন ৷ কখনও কোনও বিষয়ে না বলেন না । আমি জীবনে যা কিছু অর্জন করতে চাই কিছুতে বাধা দেয় না । শুধু হাসে আর নিঃশব্দে দেখতে থাকে ।"

রেডিয়ো শো ছাড়াও এখন আপকামিং ছবি 'গুড নিউজ়' নিয়ে খুবই ব্যস্ত করিনা । সেখানে অক্ষয় কুমারের বিপরীতে অভিনয় করবেন তিনি । এদিকে ফিল্ম ইন্ডাস্ট্রিতে ইতিমধ্যেই 20 বছর পূরণ করেছেন । একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন দর্শকদের । এ প্রসঙ্গে তিনি বলেন, "আসলে কোনও প্ল্যান করে কিছু করি না । এর কোনও নির্দিষ্ট নিয়মও নেই । কাজকে খুব ভালোবাসি । অনেকেই বলেন যে বিয়ের পর কিছু হবে না । বাচ্চা হয়ে গেলে আরওই কিছু হবে না । কিন্তু, আমরা মহিলারা ফাইটার । সব নিয়মের বাইরে গিয়ে কাজ করতে আমাদের ভালো লাগে । আর যখন কেউ বলে যে এটা করতে পারব না । তখন সেই ব্যক্তি ও নিজেকে চ্যালেঞ্জ করতে খুব ভালো লাগে ।"

মায়ের সঙ্গে প্রায় সব জায়গাতেই দেখা যায় তৈমুরকে । পোশাক থেকে শুরু করে কথা সব কিছুর জন্যই খবরের শিরোনামে থাকে সে । মাকে ছোটো থেকেই কাজ করতে দেখছে সে । এমনকী মায়ের সঙ্গে শুটিং ফ্লোরেও যায় মাঝে মধ্যেই । তাহলে কী 'ওয়ার্কিং উইমেন' সম্পর্কে একটু একটু করে ধারণা তৈরি হচ্ছে তৈমুরের ? এ প্রসঙ্গে করিনা বলেন, "তৈমুর ধীরে ধীরে বড় হচ্ছে । আসলে ও এখন থেকেই বুঝতে পারে যে মহিলারা কী চান । কারণ আমি একজন ওয়ার্কিং উইমেন । ও আমার সঙ্গে বিভিন্ন জায়গায় যায় । ও বুঝতে পারে যে আমি শুটিংয়ে যাই বাড়িতে এসে ওর সঙ্গে ডিনার করি । আমার মনে হয় এভাবে ও এখন থেকেই মহিলাদের একটু একটু করে সম্মান দিতে শিকছে ।"

দেখুন ভিডিয়ো
Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.