ETV Bharat / sitara

কাঁচা আম মাখা চেটেপুটে খেলেন করিনা ! - raw mangoes amid lockdown

সম্প্রতি একটি ডিশের উপর কেটে রাখা কাঁচা আমের ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেন করিনা । আমের উপর ছড়ানো ছিল নুন ও শুকনো লঙ্কা গুঁড়ো । ছবির ক্যাপশনে লেখেন, "এমনভাবে চেটেপুটে খাব যে প্লেটই পরিষ্কার হয়ে যাবে"।

fgh
fg
author img

By

Published : Apr 29, 2020, 11:39 AM IST

মুম্বই : লকডাউনের মধ্যে গৃহবন্দী সবাই । হোম কোয়ারেন্টাইনে রয়েছেন তারকারা । তবে এই পরিস্থিতিতে এখন সোশাল মিডিয়ায় সক্রিয় হয়ে উঠেছেন সবাই । লকডাউনের দিনগুলি কেমন কাটছে তা ফ্যানদের সঙ্গে মাঝে মধ্যেই শেয়ার করে নিচ্ছেন তাঁরা । বাদ যাননি করিনা কাপুর খানও ।

এই সময় মাঝে মধ্য়েই সোশাল মিডিয়ায় নিত্য নতুন ছবি শেয়ার করছেন তিনি । সম্প্রতি একটি ডিশের উপর কেটে রাখা কাঁচা আমের ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেন । আমের উপর ছড়ানো ছিল নুন ও শুকনো লঙ্কা গুঁড়ো । ছবির ক্যাপশনে লেখেন, "এমনভাবে চেটেপুটে খাব যে প্লেটই পরিষ্কার হয়ে যাবে"।

sdf
করিনার শেয়ার করা ছবি

লকডাউনের মধ্যে বন্ধ শুটিং । হাতে কোনও কাজ নেই তারকদের । এখন ঘরেই দিন কাটছে তাঁদের । সব কাটাতে ঘরের কাজ করতে দেখা গিয়েছে একাধিক তারকাকে । কেউ ঘর পরিষ্কার করছেন, কেউ বাসন মাজছেন, তো কেউ জমিয়ে রান্না করছেন । ঘরের কাজের পাশাপাশি আবার কেউ নিজের হবিগুলোকে একবার করে ঝালিয়ে নিচ্ছেন । তার মধ্যে কাউকে ছবি আঁকতে দেখা যাচ্ছে আবার কেউ সুর তুলছেন গিটারে । তেমনই এই সময়টা পরিবারের সঙ্গেই কাটাচ্ছেন করিনা ।

মাঝে মধ্যেই সোশাল মিডিয়া সইফ আলি খান ও তইমুরের ছবি পোস্ট করছেন তিনি । কখনও খোলা আকাশের নিচে, মাঠের মধ্যে সইফের সঙ্গে শুয়ে থাকতে দেখা গিয়েছে তাঁকে । আবার কখনও তইমুরের সঙ্গে খেলায় মেতে উঠেছেন তিনি ।

কখনও কখনও আবার দেখছেন ছেলেবেলার অ্যালবামগুলি । সেগুলির পাতা ওলটাতে ওলটাতে ফিরে যাচ্ছেন ছেলেবেলার দিনগুলিতে । আর সেই ছবি শেয়ার করছেন সোশাল মিডিয়ায় ।

কাজের দিক থেকে শেষবার 'আংরেজ়ি মিডিয়াম' ছবিতে দেখা গিয়েছিল করিনাকে । সেখানে ইরফান খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন তিনি । সম্প্রতি 'লাল সিং চাড্ডা'-র শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন করিনা । সেখানে আমির খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন তিনি । কিন্তু, লকডাউনের জেরে আপাতত বন্ধ শুটিং । এছাড়া করণ জোহরের 'তখত' ছবিতেও দেখা যাবে তাঁকে ।

মুম্বই : লকডাউনের মধ্যে গৃহবন্দী সবাই । হোম কোয়ারেন্টাইনে রয়েছেন তারকারা । তবে এই পরিস্থিতিতে এখন সোশাল মিডিয়ায় সক্রিয় হয়ে উঠেছেন সবাই । লকডাউনের দিনগুলি কেমন কাটছে তা ফ্যানদের সঙ্গে মাঝে মধ্যেই শেয়ার করে নিচ্ছেন তাঁরা । বাদ যাননি করিনা কাপুর খানও ।

এই সময় মাঝে মধ্য়েই সোশাল মিডিয়ায় নিত্য নতুন ছবি শেয়ার করছেন তিনি । সম্প্রতি একটি ডিশের উপর কেটে রাখা কাঁচা আমের ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেন । আমের উপর ছড়ানো ছিল নুন ও শুকনো লঙ্কা গুঁড়ো । ছবির ক্যাপশনে লেখেন, "এমনভাবে চেটেপুটে খাব যে প্লেটই পরিষ্কার হয়ে যাবে"।

sdf
করিনার শেয়ার করা ছবি

লকডাউনের মধ্যে বন্ধ শুটিং । হাতে কোনও কাজ নেই তারকদের । এখন ঘরেই দিন কাটছে তাঁদের । সব কাটাতে ঘরের কাজ করতে দেখা গিয়েছে একাধিক তারকাকে । কেউ ঘর পরিষ্কার করছেন, কেউ বাসন মাজছেন, তো কেউ জমিয়ে রান্না করছেন । ঘরের কাজের পাশাপাশি আবার কেউ নিজের হবিগুলোকে একবার করে ঝালিয়ে নিচ্ছেন । তার মধ্যে কাউকে ছবি আঁকতে দেখা যাচ্ছে আবার কেউ সুর তুলছেন গিটারে । তেমনই এই সময়টা পরিবারের সঙ্গেই কাটাচ্ছেন করিনা ।

মাঝে মধ্যেই সোশাল মিডিয়া সইফ আলি খান ও তইমুরের ছবি পোস্ট করছেন তিনি । কখনও খোলা আকাশের নিচে, মাঠের মধ্যে সইফের সঙ্গে শুয়ে থাকতে দেখা গিয়েছে তাঁকে । আবার কখনও তইমুরের সঙ্গে খেলায় মেতে উঠেছেন তিনি ।

কখনও কখনও আবার দেখছেন ছেলেবেলার অ্যালবামগুলি । সেগুলির পাতা ওলটাতে ওলটাতে ফিরে যাচ্ছেন ছেলেবেলার দিনগুলিতে । আর সেই ছবি শেয়ার করছেন সোশাল মিডিয়ায় ।

কাজের দিক থেকে শেষবার 'আংরেজ়ি মিডিয়াম' ছবিতে দেখা গিয়েছিল করিনাকে । সেখানে ইরফান খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন তিনি । সম্প্রতি 'লাল সিং চাড্ডা'-র শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন করিনা । সেখানে আমির খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন তিনি । কিন্তু, লকডাউনের জেরে আপাতত বন্ধ শুটিং । এছাড়া করণ জোহরের 'তখত' ছবিতেও দেখা যাবে তাঁকে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.