ETV Bharat / sitara

"সারাক্ষণ মুঠোফোনে ব্যস্ত না থেকে বই পড়ো", বোনঝিকে পরামর্শ করিনার

তৈমুরের পাশাপাশি বোনঝিকে নিয়েও চিন্তিত করিনা কাপুর । দিলেন, সোশাল মিডিয়া থেকে বিরত থেকে জীবনের অনেক সুন্দর মুহূর্তের সাক্ষী থাকার উপদেশ ।

author img

By

Published : Sep 23, 2019, 5:34 PM IST

ছবি

মুম্বই : এখন মুঠোফোনের সঙ্গেই বেশি সময় কাটান অনেকে । প্রায় সারাদিনই সোশাল মিডিয়ায় একটার পর একটা আপডেট দেওয়া চলতে থাকে । বিশেষজ্ঞদের মতে, সোশাল মিডিয়াই এখন মানুষের হতাশার প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে । আর সেই কারণেই বর্তমান প্রজন্মের মধ্যে হতাশায় ভোগার প্রবণতাও অনেকে বেড়েছে । এই সব দিক খেয়াল রেখে নিজের বোনঝিকে সোশাল মিডিয়া থেকে বিরত থাকতে উপদেশ দিয়েছেন করিনা কাপুর খান ।

সোশাল মিডিয়া থেকে একটু দূরেই থাকেন করিনা ও সইফ আলি খান । সারাক্ষণ নিজেদের সম্পর্কে আপডেট দেওয়া একেবারেই তাঁর পছন্দ নয় । আর তাই পাপারাৎজ়িদের থেকে ছেলে তৈমুরকেও দূরেই রাখতে চান তিনি । তবে শুধু নিজের ছেলেই নয়, বোনঝিকে নিয়েও তিনি যথেষ্ট চিন্তিত ।

করিশ্মা কাপুরের মেয়ে সামাইরা প্রায় সারাক্ষণই মুঠোফোনে ব্যস্ত থাকে । সোশাল মিডিয়ায় নিজের ছবি পোস্ট থেকে শুরু করে চ্যাট সবই চলে । তাই বোনঝিকে সোশাল মিডিয়া থেকে একটু বিরত থেকে অবসর সময়ে বই পড়া বা অন্য কোনও কাজ করার উপদেশ দিয়েছেন করিনা । সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি বলেন, "আমার বোনের মেয়ে প্রায় সারাদিনই সোশাল মিডিয়ায় থাকে । চ্যাট করা বা আপডেট দেওয়া সবই চলতে থাকে । তাই লোলোকে (করিশ্মা) বলেছি মেয়েকে কিছুটা হলেও সোশাল মিডিয়া থেকে বিরত রাখতে । কারণ ফোন ঘাঁটতে ঘাঁটতে গোটা দিনই কেটে যাচ্ছে । সে বই পড়ছে না, জানলার বাইরেও দেখছে না, কারও সঙ্গে কথা বলছে না এমন কী পরিবার বা বন্ধুদের সঙ্গে সময়ও কাটাচ্ছ না । এভাবে দিনের পর দিন কত সুন্দর মুহূর্তর সাক্ষী হতে পারছে না সে । তাই সোশাল মিডিয়া থেকে একটু বিরত থাকা প্রয়োজন । "

মুম্বই : এখন মুঠোফোনের সঙ্গেই বেশি সময় কাটান অনেকে । প্রায় সারাদিনই সোশাল মিডিয়ায় একটার পর একটা আপডেট দেওয়া চলতে থাকে । বিশেষজ্ঞদের মতে, সোশাল মিডিয়াই এখন মানুষের হতাশার প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে । আর সেই কারণেই বর্তমান প্রজন্মের মধ্যে হতাশায় ভোগার প্রবণতাও অনেকে বেড়েছে । এই সব দিক খেয়াল রেখে নিজের বোনঝিকে সোশাল মিডিয়া থেকে বিরত থাকতে উপদেশ দিয়েছেন করিনা কাপুর খান ।

সোশাল মিডিয়া থেকে একটু দূরেই থাকেন করিনা ও সইফ আলি খান । সারাক্ষণ নিজেদের সম্পর্কে আপডেট দেওয়া একেবারেই তাঁর পছন্দ নয় । আর তাই পাপারাৎজ়িদের থেকে ছেলে তৈমুরকেও দূরেই রাখতে চান তিনি । তবে শুধু নিজের ছেলেই নয়, বোনঝিকে নিয়েও তিনি যথেষ্ট চিন্তিত ।

করিশ্মা কাপুরের মেয়ে সামাইরা প্রায় সারাক্ষণই মুঠোফোনে ব্যস্ত থাকে । সোশাল মিডিয়ায় নিজের ছবি পোস্ট থেকে শুরু করে চ্যাট সবই চলে । তাই বোনঝিকে সোশাল মিডিয়া থেকে একটু বিরত থেকে অবসর সময়ে বই পড়া বা অন্য কোনও কাজ করার উপদেশ দিয়েছেন করিনা । সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি বলেন, "আমার বোনের মেয়ে প্রায় সারাদিনই সোশাল মিডিয়ায় থাকে । চ্যাট করা বা আপডেট দেওয়া সবই চলতে থাকে । তাই লোলোকে (করিশ্মা) বলেছি মেয়েকে কিছুটা হলেও সোশাল মিডিয়া থেকে বিরত রাখতে । কারণ ফোন ঘাঁটতে ঘাঁটতে গোটা দিনই কেটে যাচ্ছে । সে বই পড়ছে না, জানলার বাইরেও দেখছে না, কারও সঙ্গে কথা বলছে না এমন কী পরিবার বা বন্ধুদের সঙ্গে সময়ও কাটাচ্ছ না । এভাবে দিনের পর দিন কত সুন্দর মুহূর্তর সাক্ষী হতে পারছে না সে । তাই সোশাল মিডিয়া থেকে একটু বিরত থাকা প্রয়োজন । "

Intro:Body:

Kareena


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.