ETV Bharat / sitara

করিনার নো মেকআপ সেলফি, 'আন্টি' বলে ট্রোল করল সোশাল মিডিয়া - Kareena Kapoor Age

ইটালিতে ছুটি কাটাতে গেছেন করিনা কাপুর খান। সঙ্গে অবশ্যই তইমুর ও সইফ আলি খান রয়েছেন।

করিনা কাপুর খান
author img

By

Published : Jun 9, 2019, 1:25 PM IST

মুম্বই : সোশাল মিডিয়ায় এখন কোনও কিছু পোস্ট করতে গেলে দশবার ভাবেন সেলেব্রিটিরা। কারণ একটু এদিক থেকে ওদিক হলে ট্রোলাররা ছেড়ে কথা বলেন না। সম্প্রতি প্রিয়াঙ্কা চোপড়ার পোশাক নিয়ে ট্রোলের বন্য়া বয়ে গেল। আর এবার শিকার করিনা কাপুর খান।

ইটালির রোদ গায়ে মেখে একটি সেলফি তুলেছেন করিনা। সেখানে তাঁকে একেবারেই নো মেকআপ লুকে দেখা যাচ্ছে। তবে অভিনেত্রীর এই লুক একেবারেই পছন্দ করেননি সোশাল মিডিয়া ইউজ়াররা। বয়স্ক লাগছে বলে রীতিমতো ট্রোল করা হল করিনাকে।

এক সোশাল মিডিয়া ইউজ়ার বললেন, "ওঁকে কেউ গ্লুকোজ় দাও।"

কোনও ব্যবহারকারীর মতে, "উনি এখন বুড়ি হয়ে যাচ্ছেন।"

আবার কেউ লিখেছেন, "আন্টি আপনাকে দারুণ লাগছে।"

আবার কারোর মতে, "কঙ্কাল মনে হচ্ছে।"

করিনা কাপুর খান
করিনার সেই ছবি...

তবে এই সমস্ত ট্রোলিংয়ে অভ্যস্থ হয়ে পড়েছেন করিনা বা ওঁর মতো সেলিব্রিটিরা। এর আগেও তাঁকে ট্রোল করা হয়েছে বিভিন্ন কারণে। তবে করিনার সাফ উত্তর, "আই ডোন্ট কেয়ার (I Don't Care)"।

মুম্বই : সোশাল মিডিয়ায় এখন কোনও কিছু পোস্ট করতে গেলে দশবার ভাবেন সেলেব্রিটিরা। কারণ একটু এদিক থেকে ওদিক হলে ট্রোলাররা ছেড়ে কথা বলেন না। সম্প্রতি প্রিয়াঙ্কা চোপড়ার পোশাক নিয়ে ট্রোলের বন্য়া বয়ে গেল। আর এবার শিকার করিনা কাপুর খান।

ইটালির রোদ গায়ে মেখে একটি সেলফি তুলেছেন করিনা। সেখানে তাঁকে একেবারেই নো মেকআপ লুকে দেখা যাচ্ছে। তবে অভিনেত্রীর এই লুক একেবারেই পছন্দ করেননি সোশাল মিডিয়া ইউজ়াররা। বয়স্ক লাগছে বলে রীতিমতো ট্রোল করা হল করিনাকে।

এক সোশাল মিডিয়া ইউজ়ার বললেন, "ওঁকে কেউ গ্লুকোজ় দাও।"

কোনও ব্যবহারকারীর মতে, "উনি এখন বুড়ি হয়ে যাচ্ছেন।"

আবার কেউ লিখেছেন, "আন্টি আপনাকে দারুণ লাগছে।"

আবার কারোর মতে, "কঙ্কাল মনে হচ্ছে।"

করিনা কাপুর খান
করিনার সেই ছবি...

তবে এই সমস্ত ট্রোলিংয়ে অভ্যস্থ হয়ে পড়েছেন করিনা বা ওঁর মতো সেলিব্রিটিরা। এর আগেও তাঁকে ট্রোল করা হয়েছে বিভিন্ন কারণে। তবে করিনার সাফ উত্তর, "আই ডোন্ট কেয়ার (I Don't Care)"।

Intro:Body:

করিনার নো মেকআপ সেলফি, 'আন্টি' বলল ট্রোলাররা



ইটালিতে ছুটি কাটাতে গেছেন করিনা কাপুর খান। সঙ্গে অবশ্যই তইমুর ও সইফ আলি খান রয়েছেন।



মুম্বই : সোশাল মিডিয়ায় এখন কোনও কিছু পোস্ট করতে গেলে দশবার ভাবেন সেলেব্রিটিরা। কারণ একটু এদিক থেকে ওদিক হলে ট্রোলাররা ছেড়ে কথা বলেন না। সম্প্রতি প্রিয়াঙ্কা চোপড়ার পোশাক নিয়ে ট্রোলের বন্য়া বয়ে গেল। আর এবার শিকার করিনা কাপুর খান।



ইটালির রোদ গায়ে মেখে একটি সেলফি তুলেছেন করিনা। সেখানে তাঁকে একেবারেই নো মেকআপ লুকে দেখা যাচ্ছে। তবে অভিনেত্রীর এই লুক একেবারেই পছন্দ করেননি সোশাল মিডিয়া ইউজ়াররা। বয়স্ক লাগছে বলে রীতিমতো ট্রোল করা হল করিনাকে।



এক সোশাল মিডিয়া ইউজ়ার বললেন, "ওঁকে কেউ গ্লুকোজ় দাও।"



কোনও ব্যবহারকারীর মতে, "উনি এখন বুড়ি হয়ে যাচ্ছেন।"



আবার কেউ লিখেছেন, "আন্টি আপনাকে দারুণ লাগছে।"



আবার কারোর মতে, "কঙ্কাল মনে হচ্ছে।"



তবে এই সমস্ত ট্রোলিংয়ে অভ্যস্থ হয়ে পড়েছেন করিনা বা ওঁর মতো সেলিব্রিটিরা। এর আগেও তাঁকে ট্রোল করা হয়েছে বিভিন্ন কারণে। তবে করিনার সাফ উত্তর, "আই ডোন্ট কেয়ার (I Don't Care)"।




Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.