ETV Bharat / sitara

সইফের দেওয়া বিয়ের প্রস্তাব দু'বার ফেরান করিনা ! - সইফ আলি খান

'তশন' সিনেমার শুটিং করছিলেন সইফ ও করিনা দু'জনেই । সেখানেই প্রথমবার করিনাকে বিয়ের প্রস্তাব দেন সইফ । এরপর আরও একবার প্রস্তাব দিয়েছিলেন তিনি । কিন্তু, তা নাকচ করে দেন করিনা । আসলে সইফকে সঠিকভাবে চিনতেন না তিনি । তাই বিয়ের মতো একটা বড় সিদ্ধান্ত নেওয়ার জন্য কিছুটা সময় নিয়েছিলেন ।

Kareena
dgf
author img

By

Published : Nov 27, 2019, 5:06 PM IST

মুম্বই : বলিউডের গুড লুকিং অভিনেতাদের মধ্যে সইফ আলি খান অন্যতম । এছাড়াও তিনি একজন নবাব । এতকিছু হওয়া সত্ত্বেও তাঁর প্রস্তাব দু'বার ফিরিয়ে দিয়েছিলেন করিনা কাপুর । অবাক লাগলেও এটাই সত্যি । আর সেকথা নিজের মুখের শেয়ার করেছেন তিনি ।

'তশন' সিনেমার শুটিং করছিলেন সইফ ও করিনা দু'জনেই । সেখানেই প্রথমবার করিনাকে বিয়ের প্রস্তাব দেন সইফ । এরপর আরও একবার প্রস্তাব দিয়েছিলেন তিনি । কিন্তু, তা নাকচ করে দেন করিনা । আসলে সইফকে সঠিকভাবে চিনতেন না তিনি । তাই বিয়ের মতো একটা বড় সিদ্ধান্ত নেওয়ার জন্য কিছুটা সময় নিয়েছিলেন ।

সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দেওয়ার সময় করিনা বলেন, "সইফ আমাকে বলেছিল যে আমাদের বিয়ে করা উচিত । গ্রিস ও লাদাখ দু'জায়গাতেই আমাকে বিয়ের কথা বলেছিল । আর আমি দু'বারই বলেছিলাম, আমি যেহেতু তোমাকে চিনি না তাই এ বিষয়ে কিছু বলতে পারব না । আসলে আমি সরাসরি না বলিনি । তাকে ভালোভাবে চিনতে চেয়েছিলাম ।"

এরপর 2012 সালে সাত পাকে বাঁধা পড়েন সইফ-করিনা । এখন অবশ্য বেবো মনে করেন যে সইফকে বিয়ের সিদ্ধান্তটা তাঁর জীবনের সবথেকে ভালো সিদ্ধান্ত ছিল । বিয়ে ও মা হওয়ার পরও অভিনয় করে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন করিনা । সেখানে তাঁকে সব রকম সাহায্য করেন সইফ ।

তবে সইফ ও করিনার বিয়ে নিয়ে যথেষ্ট ট্রোল করা হয়েছিল । কারণ তাঁদের বয়সের তফাৎ অনেকটাই বেশি । তা নিয়ে রীতিমতো ট্রোল করেছিলেন নেটিজ়েনরা । তবে কোনও বিষয়কে গুরুত্ব না দিয়ে নিজেদের মতো করে জীবনকে উপভোগ করছেন সইফ-করিনা ।

কাজের দিক থেকে এখন 'গুড নিউজ়' নিয়ে ব্যস্ত করিনা । অন্যদিকে 'লাল কাপ্তান', 'তানহাজি'-র মতো প্রোজেক্ট রয়েছে সইফের হাতে ।

মুম্বই : বলিউডের গুড লুকিং অভিনেতাদের মধ্যে সইফ আলি খান অন্যতম । এছাড়াও তিনি একজন নবাব । এতকিছু হওয়া সত্ত্বেও তাঁর প্রস্তাব দু'বার ফিরিয়ে দিয়েছিলেন করিনা কাপুর । অবাক লাগলেও এটাই সত্যি । আর সেকথা নিজের মুখের শেয়ার করেছেন তিনি ।

'তশন' সিনেমার শুটিং করছিলেন সইফ ও করিনা দু'জনেই । সেখানেই প্রথমবার করিনাকে বিয়ের প্রস্তাব দেন সইফ । এরপর আরও একবার প্রস্তাব দিয়েছিলেন তিনি । কিন্তু, তা নাকচ করে দেন করিনা । আসলে সইফকে সঠিকভাবে চিনতেন না তিনি । তাই বিয়ের মতো একটা বড় সিদ্ধান্ত নেওয়ার জন্য কিছুটা সময় নিয়েছিলেন ।

সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দেওয়ার সময় করিনা বলেন, "সইফ আমাকে বলেছিল যে আমাদের বিয়ে করা উচিত । গ্রিস ও লাদাখ দু'জায়গাতেই আমাকে বিয়ের কথা বলেছিল । আর আমি দু'বারই বলেছিলাম, আমি যেহেতু তোমাকে চিনি না তাই এ বিষয়ে কিছু বলতে পারব না । আসলে আমি সরাসরি না বলিনি । তাকে ভালোভাবে চিনতে চেয়েছিলাম ।"

এরপর 2012 সালে সাত পাকে বাঁধা পড়েন সইফ-করিনা । এখন অবশ্য বেবো মনে করেন যে সইফকে বিয়ের সিদ্ধান্তটা তাঁর জীবনের সবথেকে ভালো সিদ্ধান্ত ছিল । বিয়ে ও মা হওয়ার পরও অভিনয় করে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন করিনা । সেখানে তাঁকে সব রকম সাহায্য করেন সইফ ।

তবে সইফ ও করিনার বিয়ে নিয়ে যথেষ্ট ট্রোল করা হয়েছিল । কারণ তাঁদের বয়সের তফাৎ অনেকটাই বেশি । তা নিয়ে রীতিমতো ট্রোল করেছিলেন নেটিজ়েনরা । তবে কোনও বিষয়কে গুরুত্ব না দিয়ে নিজেদের মতো করে জীবনকে উপভোগ করছেন সইফ-করিনা ।

কাজের দিক থেকে এখন 'গুড নিউজ়' নিয়ে ব্যস্ত করিনা । অন্যদিকে 'লাল কাপ্তান', 'তানহাজি'-র মতো প্রোজেক্ট রয়েছে সইফের হাতে ।

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.