মুম্বই : নিজেদের মুম্বইয়ের বাড়িতেই শুট শুরু করলেন করিনা কাপুর খান এবং সইফ আলি খান । শুটের আগে মেকআপের এক ঝলক শেয়ার করলেন করিনা ।
করিনার ইনস্টাস্টোরিতে শেয়ার করা সেই ভিডিয়োয় দেখা গেল যে, খান দম্পতি একই ঘরে যাবতীয় সতর্কতা মেনে মেকআপ করছেন । সইফের হেয়ার ড্রেস করা হচ্ছে যখন, করিনা তখন মুখে লাগাচ্ছেন মেকআপের পোচ ।
দেখে নিন ভিডিয়ো..
এতদিন পর শুটে ফিরে বেশ খুশি করিনা । তার প্রমাণ পাওয়া গেল তাঁরই শেয়ার করা একটি ছবিতে । মেকআপের পরবর্তী মুহূর্তের ছবি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, "ওয়েক আপ অ্যান্ড মেক আপ । আমি এমনই একটা সোমবারের অপেক্ষায় ছিলাম ।"
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
তবে ঠিক কোন প্রোজেক্টের জন্য চলছিল এই শুট সেটা বোঝা গেল না । সেটা পরিষ্কার করলেন না অভিনেত্রী ।