ETV Bharat / sitara

মাস্ক পরার উপদেশ দিলেন করিনা - করিনা কাপুর খানের খবর

সকলকে মাস্ক পরে বাইরে তাকানোর উপদেশ দিলেন করিনা কাপুর খান ।

kareena kapoor khan wears mask
kareena kapoor khan wears mask
author img

By

Published : Oct 22, 2020, 8:41 AM IST

মুম্বই : এই কঠিন সময়ে মাস্কই আমাদের সবচেয়ে বড় সঙ্গী । সবসময় মাস্ক পরার প্রয়োজনীয়তা বোঝানো হচ্ছে আম জনতাকে । তবুও তারা উদাসীন । নাকের বদলে সেই মাস্ক কখনও ঝুলছে কানে তো কখনও থুতনিতে । কেউ আবার পকেটে নিয়ে ঘুরছেন । সচেতন করলেন করিনা কাপুর খান ।

নিজে মাস্ক পরে একটি ছবি শেয়ার করেছেন করিনা । ফ্লাইটে জানলার ধারে বসে তিনি । সাদা পোশাক আর রুপোর গয়নার সঙ্গে সাদা মাস্ক । মাস্ক তো এখন আমাদের একটা গয়নাই হয়ে উঠেছে । অন্তঃসত্ত্বা করিনাকে লাগছে বেশ ।

ছবিটি শেয়ার করে করিনা লিখেছেন, "মাস্ক পরুন আর বাইরে তাকান..." অভিনেত্রী নিজেও ফ্লাইট থেকে জানলার বাইরে তাকিয়ে আছেন, নীল আকাশের দিকে ।

এতদিন পতৌদি প্যালেসে ছিলেন করিনা আর তাঁর পরিবার । সেখান থেকে গতকাল তাঁরা মুম্বই ফিরেছেন । মুম্বইয়ের প্রাইভেট এয়ারপোর্টে দেখা গেছে তাঁদের । ছোট্ট তইমুরকেও দেখা গেছে হলুদ মাস্কে । দেখে নিন ভিডিয়ো...

দেখে নিন ভিডিয়ো..

মুম্বই : এই কঠিন সময়ে মাস্কই আমাদের সবচেয়ে বড় সঙ্গী । সবসময় মাস্ক পরার প্রয়োজনীয়তা বোঝানো হচ্ছে আম জনতাকে । তবুও তারা উদাসীন । নাকের বদলে সেই মাস্ক কখনও ঝুলছে কানে তো কখনও থুতনিতে । কেউ আবার পকেটে নিয়ে ঘুরছেন । সচেতন করলেন করিনা কাপুর খান ।

নিজে মাস্ক পরে একটি ছবি শেয়ার করেছেন করিনা । ফ্লাইটে জানলার ধারে বসে তিনি । সাদা পোশাক আর রুপোর গয়নার সঙ্গে সাদা মাস্ক । মাস্ক তো এখন আমাদের একটা গয়নাই হয়ে উঠেছে । অন্তঃসত্ত্বা করিনাকে লাগছে বেশ ।

ছবিটি শেয়ার করে করিনা লিখেছেন, "মাস্ক পরুন আর বাইরে তাকান..." অভিনেত্রী নিজেও ফ্লাইট থেকে জানলার বাইরে তাকিয়ে আছেন, নীল আকাশের দিকে ।

এতদিন পতৌদি প্যালেসে ছিলেন করিনা আর তাঁর পরিবার । সেখান থেকে গতকাল তাঁরা মুম্বই ফিরেছেন । মুম্বইয়ের প্রাইভেট এয়ারপোর্টে দেখা গেছে তাঁদের । ছোট্ট তইমুরকেও দেখা গেছে হলুদ মাস্কে । দেখে নিন ভিডিয়ো...

দেখে নিন ভিডিয়ো..
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.