ETV Bharat / sitara

ইনস্টাগ্রামে ডেবিউ করিনার - Instagram debut

ইনস্টাগ্রামে ডেবিউ করলেন করিনা কাপুর খান । গতকাল ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খোলেন তিনি । আজ ছবি পোস্টের সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ভিউয়ার্স সংখ্যা ।

ংম
ংম
author img

By

Published : Mar 6, 2020, 5:43 PM IST

মুম্বই : 'ঝোলা থেকে বেরিয়ে পড়ল বিড়াল...' ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খোলার পর নিজের একটি ছবি পোস্ট করেন করিনা কাপুর খান । আর তার ক্যাপশনে এই কথাই লেখেন তিনি ।

সোশাল মিডিয়ায় একেবারেই অ্যাক্টিভ নন করিনা । তবে ট্রেন্ডের সঙ্গে হাত মিলিয়ে এবার ইনস্টাগ্রামে অফিসিয়াল অ্যাকাউন্ট খুললেন তিনি । এদিকে অ্যাকাউন্ট খোলার সঙ্গে সঙ্গেই বাড়তে শুরু করেছে তাঁর ফলোয়ার্স সংখ্যা । ইতিমধ্যে তাঁর ফলোয়ার্স সংখ্যা 5 লাখ ছাড়িয়ে গিয়েছে । তাঁকে ইনস্টাগ্রামে স্বাগত জানিয়েছেন করিশ্মা কাপুর সহ একাধিক ফ্যান ।

গতকাল কানাঘুষো শোনা যাচ্ছিল যে ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খুলতে চলেছেন করিনা । 'করিনাকাপুরখান' নামে একটি অ্যাকাউন্ট খোলাও হয় । তবে গতকাল সেটি ভেরিফায়েড ছিল না । তাই প্রোফাইলটি নিয়ে ধোঁয়াশায় ছিলেন অনেকেই । প্রোফাইলে একটি কালো বিড়ালের ভিডিয়ো ছিল । তার ক্যাপশনে লেখা ছিল, 'কামিং সুন'।

এরপর আজ নিজের প্রথম ছবি পোস্ট করেন করিনা । সেখানে কালো অ্যাথলেটিক আউটফিটে দেখা গেছে তাঁকে । প্রথম ছবি পোস্টের সঙ্গে সঙ্গে বাড়তে শুরু করেন করিনার ফলোয়ার্স সংখ্যা । কমেন্টের বন্যা বয়ে যায় ছবিতে । তাঁকে স্বাগত জানান নেটিজ়েনরা । কেউ আবার তইমুর আলি খানের সঙ্গে তাঁর তোলা ছবি পোস্ট করতে অনুরোধও করেছেন ।

কাজের দিক থেকে শেষবার 'গুড নিউজ়' ছবিতে দেখা গিয়েছিল করিনাকে । এখন আপাতত 'লাল সিং চাড্ডা'-র শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি । সেখানে আমির খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে তাঁকে । এটি আসলে 1994 সালে মুক্তি পাওয়া হলিউড ছবি ফরেস্ট গাম্পের রিমেক । সেখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন টম হ্যাঙ্কস । গোটা দেশেই বেশ ভালো চলেছিল ছবিটি । আর সেই আইকনিক চরিত্রে অভিনয় করছেন আমির । এছাড়াও ছবিতে রয়েছেন বিজয় সেতুপতি ।

মুম্বই : 'ঝোলা থেকে বেরিয়ে পড়ল বিড়াল...' ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খোলার পর নিজের একটি ছবি পোস্ট করেন করিনা কাপুর খান । আর তার ক্যাপশনে এই কথাই লেখেন তিনি ।

সোশাল মিডিয়ায় একেবারেই অ্যাক্টিভ নন করিনা । তবে ট্রেন্ডের সঙ্গে হাত মিলিয়ে এবার ইনস্টাগ্রামে অফিসিয়াল অ্যাকাউন্ট খুললেন তিনি । এদিকে অ্যাকাউন্ট খোলার সঙ্গে সঙ্গেই বাড়তে শুরু করেছে তাঁর ফলোয়ার্স সংখ্যা । ইতিমধ্যে তাঁর ফলোয়ার্স সংখ্যা 5 লাখ ছাড়িয়ে গিয়েছে । তাঁকে ইনস্টাগ্রামে স্বাগত জানিয়েছেন করিশ্মা কাপুর সহ একাধিক ফ্যান ।

গতকাল কানাঘুষো শোনা যাচ্ছিল যে ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খুলতে চলেছেন করিনা । 'করিনাকাপুরখান' নামে একটি অ্যাকাউন্ট খোলাও হয় । তবে গতকাল সেটি ভেরিফায়েড ছিল না । তাই প্রোফাইলটি নিয়ে ধোঁয়াশায় ছিলেন অনেকেই । প্রোফাইলে একটি কালো বিড়ালের ভিডিয়ো ছিল । তার ক্যাপশনে লেখা ছিল, 'কামিং সুন'।

এরপর আজ নিজের প্রথম ছবি পোস্ট করেন করিনা । সেখানে কালো অ্যাথলেটিক আউটফিটে দেখা গেছে তাঁকে । প্রথম ছবি পোস্টের সঙ্গে সঙ্গে বাড়তে শুরু করেন করিনার ফলোয়ার্স সংখ্যা । কমেন্টের বন্যা বয়ে যায় ছবিতে । তাঁকে স্বাগত জানান নেটিজ়েনরা । কেউ আবার তইমুর আলি খানের সঙ্গে তাঁর তোলা ছবি পোস্ট করতে অনুরোধও করেছেন ।

কাজের দিক থেকে শেষবার 'গুড নিউজ়' ছবিতে দেখা গিয়েছিল করিনাকে । এখন আপাতত 'লাল সিং চাড্ডা'-র শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি । সেখানে আমির খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে তাঁকে । এটি আসলে 1994 সালে মুক্তি পাওয়া হলিউড ছবি ফরেস্ট গাম্পের রিমেক । সেখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন টম হ্যাঙ্কস । গোটা দেশেই বেশ ভালো চলেছিল ছবিটি । আর সেই আইকনিক চরিত্রে অভিনয় করছেন আমির । এছাড়াও ছবিতে রয়েছেন বিজয় সেতুপতি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.