ETV Bharat / sitara

বিমানবন্দরেই মেকআপ সারলেন করিনা - বেঙ্গালুরু বিমানবন্দরে মেকআপ সারলেন করিনা

বেঙ্গালুরু বিমানবন্দরেই মেকআপ সারলেন করিনা কাপুর খান । ইনস্টাগ্রামে শেয়ার করেছেন সেই ভিডিয়ো ।

fg
fd
author img

By

Published : Dec 15, 2019, 5:54 PM IST

বেঙ্গালুরু : শুটিং, প্রোমোশন সব নিয়ে খুব ব্যস্ত করিনা কাপুর খান । অনুষ্ঠান বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুত হওয়ার সময়ও পাননি । তাই বেঙ্গালুরু বিমানবন্দরেই মেকআপ সেরে নিলেন তিনি । ভিডিয়োটি সোশাল মিডিয়ায় শেয়ারও করেছেন ।

একটা ফ্যাশন স্টোরের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে বেঙ্গালুরু গিয়েছিলেন করিনা । এদিকে গতকাল সন্ধেয় তাঁর তুতো ভাই আরমান জৈনের রোকার অনুষ্ঠান ছিল মুম্বইতে । উদ্বোধনী অনুষ্ঠান সেরে মুম্বই পৌঁছতে অনেকটা দেরি হয়ে যেত । তারপর অনুষ্ঠানের জন্য নিজেকে প্রস্তুত করা আর সম্ভব হত না । তাই কোনও সময় নষ্ট না করেই বেঙ্গালুরু বিমানবন্দরে মেকআপ শুরু করে দেন করিনা । যাতে বিমান থেকে নেমেই সোজা চলে যেতে পারেন অনুষ্ঠান বাড়িতে ।

লাল এথনিক সুট পরেছিলেন করিনা । হাতে আয়না নিয়ে বসেছিলেন তিনি । আর তাঁর মেকআপ করছিলেন টিমের দু'জন । ভিডিয়োতে করিনা বলেন, "বেঙ্গালুরু বিমানবন্দর আমার নতুন মেকআপ রুম ।"

আরমান প্রয়াত রাজ কাপুর ও রিমা জৈনের ছেলে । গার্লফ্রেন্ড অনিশা মলহোত্রার সঙ্গে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন তিনি । তাঁদের বিয়ের আগে রোকা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল । কাপুর পরিবারের সব সদস্যই যোগ দিয়েছিলেন রোকা অনুষ্ঠানে । ঋষি কাপুর থেকে শুরু করে নিতু কাপুর, রণবীর কাপুর, করিশ্মা কাপুর সবাই । এছাড়ও ছিলেন কিয়ারা আদবানি, তারা সুতারিয়া । পাশাপাশি সাদা কুর্তা পাজামায় দেখা গিয়েছিল সইফ আলি খানকে ।

কাজের দিক থেকে এখন 'গুড নিউজ়' ছবির প্রচার নিয়ে খুবই ব্যস্ত করিনা । সেখানে অক্ষয় কুমারের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন তিনি ।

বেঙ্গালুরু : শুটিং, প্রোমোশন সব নিয়ে খুব ব্যস্ত করিনা কাপুর খান । অনুষ্ঠান বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুত হওয়ার সময়ও পাননি । তাই বেঙ্গালুরু বিমানবন্দরেই মেকআপ সেরে নিলেন তিনি । ভিডিয়োটি সোশাল মিডিয়ায় শেয়ারও করেছেন ।

একটা ফ্যাশন স্টোরের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে বেঙ্গালুরু গিয়েছিলেন করিনা । এদিকে গতকাল সন্ধেয় তাঁর তুতো ভাই আরমান জৈনের রোকার অনুষ্ঠান ছিল মুম্বইতে । উদ্বোধনী অনুষ্ঠান সেরে মুম্বই পৌঁছতে অনেকটা দেরি হয়ে যেত । তারপর অনুষ্ঠানের জন্য নিজেকে প্রস্তুত করা আর সম্ভব হত না । তাই কোনও সময় নষ্ট না করেই বেঙ্গালুরু বিমানবন্দরে মেকআপ শুরু করে দেন করিনা । যাতে বিমান থেকে নেমেই সোজা চলে যেতে পারেন অনুষ্ঠান বাড়িতে ।

লাল এথনিক সুট পরেছিলেন করিনা । হাতে আয়না নিয়ে বসেছিলেন তিনি । আর তাঁর মেকআপ করছিলেন টিমের দু'জন । ভিডিয়োতে করিনা বলেন, "বেঙ্গালুরু বিমানবন্দর আমার নতুন মেকআপ রুম ।"

আরমান প্রয়াত রাজ কাপুর ও রিমা জৈনের ছেলে । গার্লফ্রেন্ড অনিশা মলহোত্রার সঙ্গে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন তিনি । তাঁদের বিয়ের আগে রোকা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল । কাপুর পরিবারের সব সদস্যই যোগ দিয়েছিলেন রোকা অনুষ্ঠানে । ঋষি কাপুর থেকে শুরু করে নিতু কাপুর, রণবীর কাপুর, করিশ্মা কাপুর সবাই । এছাড়ও ছিলেন কিয়ারা আদবানি, তারা সুতারিয়া । পাশাপাশি সাদা কুর্তা পাজামায় দেখা গিয়েছিল সইফ আলি খানকে ।

কাজের দিক থেকে এখন 'গুড নিউজ়' ছবির প্রচার নিয়ে খুবই ব্যস্ত করিনা । সেখানে অক্ষয় কুমারের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন তিনি ।

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.