মুম্বই : আর মাত্র কয়েকটা দিন । তারপরই পতৌদি পরিবারে আসবে নতুন সদস্য । দ্বিতীয় সন্তানের মা হবেন করিনা কাপুর খান । কিন্তু, তা বলে কাজ বন্ধ করেননি তিনি । অন্তঃসত্ত্বা অবস্থায়ও সমান তালে কাজ করতে দেখা যাচ্ছে তাঁকে ।
সম্প্রতি ইনস্টাগ্রামে একটি বুমেরাং ভিডিয়ো পোস্ট করেন করিনা । সেখানে আয়নার সামনে চেয়ারে বসে মেকআপ করতে দেখা গিয়েছে তাঁকে । আর ঠিক তাঁর পিছনে দাঁড়িয়ে ছবি তুলতে দেখা গিয়েছে করিশ্মা কাপুরকে । ভিডিয়োতে করিনার বেবি বাম্প স্পষ্ট হয়ে ফুটে উঠেছে ।
এই নতুন প্রোজেক্টে দুই বোনকে একসঙ্গে কাজ করতে দেখা যাবে । ভিডিয়োর ক্যাপশনে করিনা লেখেন, "দিদির সঙ্গে কাজ করা সব সময় খুব সেরা #সিসটারস্কয়্যাড #বিহাইন্ডদাসিনস"।
দেখুন পোস্ট...
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
কয়েকদিন আগেই আপকামিং ছবি 'লাল সিং চাড্ডা'-র শুটিং শেষ করেছেন করিনা । সেখানে আমির খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে তাঁকে । আসলে অন্তঃসত্ত্বা অবস্থায় কাজ করবেন না এটা ভাবতেই পারেন না বেবো । সেই কারণে কোনও বিষয়কে তোয়াক্কা না করেই কজের মধ্যেই নিজেকে ব্যস্ত রাখেন তিনি ।