মুম্বই : সামনে ভেসে উঠছে ববি অর্থাৎ ডিম্পল কাপাডিয়ার মুখ । আর জমজমাট এক পার্টিতে রাজা অর্থাৎ ঋষি কাপুর গাইছেন, 'ম্যায় শায়র তো নেহি...'। এবার ইনস্টাগ্রামে 'ববি' সিনেমার সেই জনপ্রিয় গানটির ভিডিয়ো পোস্ট করলেন করণ জোহর । সব ঠিক থাকলেও বদলে গিয়েছে ঋষি কাপুরের মুখ । তাঁর বদলে দেখা গিয়েছে করণকে ।
ফেস ম্যাপিং প্রযুক্তির মাধ্যমে ঋষির মুখের জায়গায় নিজের মুখ বসিয়েছেন করণ । তবে এই ভিডিয়ো নিজে এডিট করেননি তিনি । একজন ফ্যান তাঁকে এই ভিডিয়ো এডিট করে দেন । এরপর সেটি ইনস্টাগ্রামে শেয়ার করেন করণ ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
ভিডিয়োর ক্যাপশনে লেখেন, "ফেস ম্যাপিংয়ের ম্যাজিক"। এছাড়াও লেখেন, "রাজ কাপুর আমার পছন্দের একজন পরিচালক!!! আর ঋষি কাপুর আমার পছন্দের অভিনেতা!! সন্দীপ আমাকে এই ভিডিয়ো এডিট করে উপহার দিয়েছেন । ভিডিয়োটি পোস্ট করে আমি তাঁকে ধন্যবাদ জানালাম ।"
ভিডিয়ো পোস্ট করার সঙ্গে সঙ্গেই সেখানে কমেন্ট করেন একাধিক তারকা । হাসির ইমোজি দেন কাজল, প্রীতি জ়িন্টা সহ আরও অনেকেই । বিশাল দাদলানি লেখেন, "ঋষিজি কমেন্ট করেছেন ? সেটাই শুধুমাত্র দেখার বিষয় ।"
তবে ঋষি কাপুর কমেন্ট না করলেও এই ভিডিয়োত কমেন্ট করেন তাঁর মেয়ে ঋদ্ধিমা কাপুর । হাততালি ও হাসির ইমোজি দিয়েছেন তিনি ভিডিয়োর কমেন্টে ।
'ববি' সিনেমার মাধ্যমে অভিনয়ে হাতেখড়ি হয় ঋষি ও ডিম্পল দু'জনেরই । ছবিটি পরিচালনা করেছিলেন রাজ কাপুর । 1973 সালে মুক্তি পায় ছবিটি ।