ETV Bharat / sitara

তফাৎ নয়, বরং ছেলে-মেয়েদের মানবিক হতে শেখান ; বার্তা করণের - meaningful note

ছেলে-মেয়ের মধ্যে লিঙ্গবৈষম্য নিয়ে ফাদার্স ডে'তে বিশেষ পোস্ট পরিচালক করণ জোহারের । সমস্ত অভিভাবকদের জন্য দিলেন বার্তা ।

তফাৎ নয় বরং ছেলে-মেয়েদের মানবিক হতে শেখান, বার্তা করণের
তফাৎ নয় বরং ছেলে-মেয়েদের মানবিক হতে শেখান, বার্তা করণের
author img

By

Published : Jun 20, 2021, 3:39 PM IST

মুম্বই, ২০ জুন: ফাদার্স ডে উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় বিশেষ বার্তা দিয়ে পোস্ট বলিউডের অন্যতম সেরা পরিচালক করণ জোহারের । প্রযুক্তিগত ভাবে বর্তমান সমাজ অনেক এগিয়ে, কিন্তু চিন্তা-ভাবনায় আজও আমাদের সমাজ অনেকাংশে পিছিয়ে । সমাজের এই দিকটিই তুলে ধরেছেন পরিচালক । আজও আমাদের সমাজে ছেলে এবং মেয়েকে আলাদা ভাবে বড় করে তোলা হয় । বাড়ির মেয়ে মানেই তাঁকে ফুলের মতো করে বড় করতে হবে । আবার ছেলে মানেই তাঁকে বড় হয়ে সংসারের হাল ধরতে হবে । সেই চিন্তাধারা বদলানোর প্রচেষ্টাতেই আজ বিশেষ পোস্ট করণ জোহরের ।

নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে যশ এবং রুহির সঙ্গে কিছু আদুরে ছবি আপলোড করে লেখেন, "ছেলে-মেয়ের মধ্যে লিঙ্গবৈষম্য করা অনুচিত । ছেলে-মেয়ে আলাদা, এই ভাবনা তাদের মাথার মধ্যে ঢোকানো বন্ধ করতে হবে । তাদের মানবিক হতে শেখান । আমরা এমন একটা সময়ে আছি যেখানে অভিভাবকদের অনেক সচেতন হতে হবে । কারণ আমরা যা ভাবি যা বলি, সেখান থেকেই শিশুরা শিক্ষালাভ করতে শুরু করে । হ্যাপি ফাদার্স ডে সমস্ত বাবাকে । "

২০১৭ সালে সরোগেসি দুই সন্তানের বাবা হন পরিচালক করণ জোহর । এখন এই দুই সন্তানকে ঘিরেই তাঁর সমস্ত আশা, আকাঙ্খা, এবং ভালবাসা । ২০২০ সালে স্বজনপোষণ নীতিকে কেন্দ্র করে নেট মহলে বার বার উঠে আসে করণের নাম । এমনকি ওঠে তাঁকে বয়কটের ডাকও । তাঁর বাচ্চাদের এবং তাঁকে ব্যক্তি আক্রমণ করার জবাবে গত বছর ‘লকডাউন উইথ দ্যা জোহারস’ এই ভিডিয়ো সিরিজে একাধিক ভিডিয়ো আপলোড করেন তিনি ।

মুম্বই, ২০ জুন: ফাদার্স ডে উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় বিশেষ বার্তা দিয়ে পোস্ট বলিউডের অন্যতম সেরা পরিচালক করণ জোহারের । প্রযুক্তিগত ভাবে বর্তমান সমাজ অনেক এগিয়ে, কিন্তু চিন্তা-ভাবনায় আজও আমাদের সমাজ অনেকাংশে পিছিয়ে । সমাজের এই দিকটিই তুলে ধরেছেন পরিচালক । আজও আমাদের সমাজে ছেলে এবং মেয়েকে আলাদা ভাবে বড় করে তোলা হয় । বাড়ির মেয়ে মানেই তাঁকে ফুলের মতো করে বড় করতে হবে । আবার ছেলে মানেই তাঁকে বড় হয়ে সংসারের হাল ধরতে হবে । সেই চিন্তাধারা বদলানোর প্রচেষ্টাতেই আজ বিশেষ পোস্ট করণ জোহরের ।

নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে যশ এবং রুহির সঙ্গে কিছু আদুরে ছবি আপলোড করে লেখেন, "ছেলে-মেয়ের মধ্যে লিঙ্গবৈষম্য করা অনুচিত । ছেলে-মেয়ে আলাদা, এই ভাবনা তাদের মাথার মধ্যে ঢোকানো বন্ধ করতে হবে । তাদের মানবিক হতে শেখান । আমরা এমন একটা সময়ে আছি যেখানে অভিভাবকদের অনেক সচেতন হতে হবে । কারণ আমরা যা ভাবি যা বলি, সেখান থেকেই শিশুরা শিক্ষালাভ করতে শুরু করে । হ্যাপি ফাদার্স ডে সমস্ত বাবাকে । "

২০১৭ সালে সরোগেসি দুই সন্তানের বাবা হন পরিচালক করণ জোহর । এখন এই দুই সন্তানকে ঘিরেই তাঁর সমস্ত আশা, আকাঙ্খা, এবং ভালবাসা । ২০২০ সালে স্বজনপোষণ নীতিকে কেন্দ্র করে নেট মহলে বার বার উঠে আসে করণের নাম । এমনকি ওঠে তাঁকে বয়কটের ডাকও । তাঁর বাচ্চাদের এবং তাঁকে ব্যক্তি আক্রমণ করার জবাবে গত বছর ‘লকডাউন উইথ দ্যা জোহারস’ এই ভিডিয়ো সিরিজে একাধিক ভিডিয়ো আপলোড করেন তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.