মুম্বই : নিজের বাড়িতে আয়োজিত একটি পার্টির ভিডিয়ো সোশাল মিডিয়ায় শেয়ার করেছিলেন করণ জোহার । ভিডিয়োটি ভাইরাল তো হয়ই সঙ্গে অভিযোগ আসে ড্রাগ পার্টির । অকালী দলের বিধায়ক মনজিন্দর সিং সিরসা ভিডিয়োটি শেয়ার করে অভিযোগ করেন, পার্টিতে উপস্থিত তারকারা ড্রাগস নিয়ে রয়েছে । ঘটনার এক মাস পর এই বিষয় নিয়ে মন্তব্য করলেন পরিচালক নিজে । তিনি জানান, এটি তাঁর প্রাইভেট পার্টি ছিল, যেটাকে ড্রাগ পার্টির তকমা দেওয়া হয়েছে ।
করণ তাঁর হাউস পার্টির যে ভিডিয়োটি ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন, সেখানে দীপিকা পাদুকোন, রণবীর কাপুর, ভিকি কৌশল, মলাইকা অরোরা, শাহিদ কাপুর, মীরা কাপুর ও অয়ন মুখার্জিকে দেখা গিয়েছিল । "স্যাটার্ডে নাইট ভাইভস" ক্য়াপশনের সঙ্গে ভিডিয়োটি শেয়ার করেছিলেন করণ ।
পার্টির পরিস্থিতি ও ভিডিয়োতে উপস্থিত তারকাদের অবস্থা দেখে নেটিজেনরা প্রশ্ন করে, ড্রাগ থেকে দূরে থাকার বার্তা তাঁরা কি শুধু স্ক্রিনেই দেয়, আসলে কি তা নয় ?
এক মাস চুপ থাকার পর করণ জোহার এই বিষয়ে মুখ খুললেন । সম্প্রতি একটি সাক্ষাৎকারে এই পার্টি নিয়ে তিনি বলেন, "আপনাকে আপনার নাক চুলকানোর অনুমতি নেই, আপনি আপনার পিছনের পকেটে ফোন রাখতে পারেন না । একটা লাইটের ছায়াকে কোনও পাউডার ভেবে নিলেই হল ।"
তিনি আরও বলেন, "এক সপ্তাহ কঠোর পরিশ্রমের পর" তাঁরা একসঙ্গে ভালো সময় কাটিয়েছিলেন । তিনি জানান, তিনি এতটাও বোকা নন যে. গেট টুগেদারে এমন কিছু হলে তার ভিডিয়ো আপলোড করবেন ।
তাহলে এতদিন করণ কিছু বলেননি কেন ? উত্তরে তিনি বলেন, "আমি এসব ভিত্তিহীন অভিযোগে রিঅ্যাক্ট করি না । কারণ ওগুলো সব ভিত্তিহীন ।"