ETV Bharat / sitara

তারকা নয়, হাসপাতালে রোগীসুলভ আচরণ করা উচিত কণিকার - কণিকা কাপুর

কোরোনা আক্রান্ত কণিকা কাপুর । কিন্তু, হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে একজন তারকার মতোই আচরণ করছেন তিনি । তাঁর এই আচরণে বিরক্ত চিকিৎসকরা । সম্প্রতি হাসপাতালের তরফে একটি বিবৃতি দিয়ে একথা জানানো হয়েছে ।

sdf
df
author img

By

Published : Mar 22, 2020, 3:50 PM IST

লখনউ : কোরোনা আক্রান্ত হয়ে লখনউ-এর একটি হাসপাতালে ভরতি বলিউড গায়িকা কণিকা কাপুর । কিন্তু, তাঁর আচরণে বিরক্ত সেখানকার চিকিৎসকরা । একজন রোগীর পরিবর্তে চিকিৎসকদের সঙ্গে তিনি তারকাসুলভ আচরণ বলে অভিযোগ ।

SGPGIMS-এর ডিরেক্টর অধ্যাপক আর কে ধিমান একটি বিবৃতিতে বলেন, "হাসপাতালের তরফে কণিকার জন্য যতটুকু করা সম্ভব সবকিছুই করা হচ্ছে । তাঁর উচিত চিকিৎসকদের সঙ্গে একজন রোগীসুলভ আচরণ করা । তার পরিবর্তে তারকাসুলভ আচরণ করা ঠিক নয় । ভালোর জন্যই হাসপাতাল কর্তৃপক্ষর সঙ্গে তাঁর সহযোগিতা করা উচিত ।"

কিছুদিন আগেই কোরোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভরতি হন কণিকা । তাঁর অভিযোগ, হাসপাতালে যে ঘরে তাঁকে রাখা হয় সেই ঘর খুবই অপরিষ্কার আর মশায় ভরতি । কণিকার এই অভিযোগের পরই সামনে আসে ডিরেক্টরের বিবৃতি ।

আর কে ধিমান আরও বলেন, "কণিকাকে যে ঘরে রাখা হয়েছে তার মধ্যেই রয়েছে বাথরুম, রোগীর বেড ও টেলিভিশন । এমনকী, তাঁর ঘরে আলাদা এয়ার কন্ডিশনারের ব্যবস্থাও করা হয়েছে । যতটা সম্ভব সব কিছুই করা হচ্ছে তাঁর জন্য । কিন্তু, তাঁকে প্রথমে রোগীসুলভ আচরণ করতে হবে । তারকাসুলভ নয় ।"

9 মার্চ লন্ডন থেকে দেশে পেরেন কণিকা । তাঁর দাবি, বিমানবন্দরে পরীক্ষা হওয়ার পর কোনও কিছু ধরা পড়েনি । আর সেই কারণে আইসোলেশনে ন গিয়ে বন্ধুদের সঙ্গে পার্টি করেন তিনি । বন্ধুরা ছাড়াও সেই পার্টিতে ছিলেন একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব ও পদস্থ আমলা । যদিও অনেকের অভিযোগ, বিমানবন্দরে পরীক্ষা করাননি কণিকা । এর কিছুদিন পর হঠাৎই জ্বরের উপসর্গ দেখা যায় তাঁর । সঙ্গে সঙ্গে হাসপাতালে যান । সেখানে পরীক্ষার পর জানা যায় যে তিনি কোরোনা ভাইরাসে আক্রান্ত । তারপরই হাসপাতালে ভরতি হন । যদিও সেখানে তাঁর ব্যবহারে বিরক্ত চিকিৎসকরা ।

লখনউ : কোরোনা আক্রান্ত হয়ে লখনউ-এর একটি হাসপাতালে ভরতি বলিউড গায়িকা কণিকা কাপুর । কিন্তু, তাঁর আচরণে বিরক্ত সেখানকার চিকিৎসকরা । একজন রোগীর পরিবর্তে চিকিৎসকদের সঙ্গে তিনি তারকাসুলভ আচরণ বলে অভিযোগ ।

SGPGIMS-এর ডিরেক্টর অধ্যাপক আর কে ধিমান একটি বিবৃতিতে বলেন, "হাসপাতালের তরফে কণিকার জন্য যতটুকু করা সম্ভব সবকিছুই করা হচ্ছে । তাঁর উচিত চিকিৎসকদের সঙ্গে একজন রোগীসুলভ আচরণ করা । তার পরিবর্তে তারকাসুলভ আচরণ করা ঠিক নয় । ভালোর জন্যই হাসপাতাল কর্তৃপক্ষর সঙ্গে তাঁর সহযোগিতা করা উচিত ।"

কিছুদিন আগেই কোরোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভরতি হন কণিকা । তাঁর অভিযোগ, হাসপাতালে যে ঘরে তাঁকে রাখা হয় সেই ঘর খুবই অপরিষ্কার আর মশায় ভরতি । কণিকার এই অভিযোগের পরই সামনে আসে ডিরেক্টরের বিবৃতি ।

আর কে ধিমান আরও বলেন, "কণিকাকে যে ঘরে রাখা হয়েছে তার মধ্যেই রয়েছে বাথরুম, রোগীর বেড ও টেলিভিশন । এমনকী, তাঁর ঘরে আলাদা এয়ার কন্ডিশনারের ব্যবস্থাও করা হয়েছে । যতটা সম্ভব সব কিছুই করা হচ্ছে তাঁর জন্য । কিন্তু, তাঁকে প্রথমে রোগীসুলভ আচরণ করতে হবে । তারকাসুলভ নয় ।"

9 মার্চ লন্ডন থেকে দেশে পেরেন কণিকা । তাঁর দাবি, বিমানবন্দরে পরীক্ষা হওয়ার পর কোনও কিছু ধরা পড়েনি । আর সেই কারণে আইসোলেশনে ন গিয়ে বন্ধুদের সঙ্গে পার্টি করেন তিনি । বন্ধুরা ছাড়াও সেই পার্টিতে ছিলেন একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব ও পদস্থ আমলা । যদিও অনেকের অভিযোগ, বিমানবন্দরে পরীক্ষা করাননি কণিকা । এর কিছুদিন পর হঠাৎই জ্বরের উপসর্গ দেখা যায় তাঁর । সঙ্গে সঙ্গে হাসপাতালে যান । সেখানে পরীক্ষার পর জানা যায় যে তিনি কোরোনা ভাইরাসে আক্রান্ত । তারপরই হাসপাতালে ভরতি হন । যদিও সেখানে তাঁর ব্যবহারে বিরক্ত চিকিৎসকরা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.