ETV Bharat / sitara

কলকাতায় কেনা 600 টাকার শাড়ি পরলেন কঙ্গনা

author img

By

Published : Aug 20, 2019, 11:06 PM IST

কঙ্গনা রানাওয়াত সবদিক থেকেই আলাদা। অভিনয়ে যেমন একটা নিজস্ব ঘরানা তৈরি করেছেন তিনি, তেমনই আকর্ষণীয় তাঁর আচার-ব্যবহার, দৃষ্টিভঙ্গি ও সমাজের প্রতি তাঁর ভালোবাসা। যেখানে সেলেব্রিটিদের একটা ব্যাগ বা জুতোর দাম হয় লক্ষাধিক, সেখানে কঙ্গনা রানাওয়াত একটা শাড়ি পরলেন, যার দাম 600 টাকা।

কঙ্গনা রানাওয়াত শাড়ি

মুম্বই : হালকা পিচ রঙের শাড়ি আর কালো ওভারসাইজ়়ড জ্যাকেট পরে কঙ্গনা পাড়ি দিলেন জয়পুর। শাড়ির দাম মোটে 600 টাকা। কলকাতাতেই কেনা সেই শাড়ি। কঙ্গনার দিদি রঙ্গোলি চান্দেল টুইটারে একটি পোস্টের মাধ্য়মে সামনে আনলেন এই খবর।

রঙ্গোলি লিখেছেন, "জয়পুর যাওয়ার পথে কঙ্গনা একটা 600 টাকার শাড়ি পরেছিল, যেটা ও কলকাতা থেকে কিনেছে। অরগ্যানিক সুতির শাড়ি যে এত কমদামে পাওয়া যেতে পারে, এটা জেনেই অবাক হয়ে গেছিল কঙ্গনা। এটা ভেবেও খারাপ লাগে যে, মানুষ কত পরিশ্রম করে এত সামান্য টাকা পায়।"

  • On her way to Jaipur today Kangana is wearing Rs 600 sari she picked from Kolkata, she was shocked to know one can get such good organic cotton in this amount and it is heart breaking to see how hard our people work and how little they earn.....(contd) pic.twitter.com/EMPJJ4hzzU

    — Rangoli Chandel (@Rangoli_A) August 18, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রঙ্গোলির আরও আবেদন, "যাঁরা আমাদের নিজেদের, তাঁদের কাজকে সাপোর্ট করুন, নইলে আন্তর্জাতিক ব্র্যান্ড এসে এঁদের কিনে নিয়ে যাবে।"

  • (Contd)....please support our own before international brands take away this also from them 🙏 #Indianweavers

    — Rangoli Chandel (@Rangoli_A) August 18, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মুম্বই : হালকা পিচ রঙের শাড়ি আর কালো ওভারসাইজ়়ড জ্যাকেট পরে কঙ্গনা পাড়ি দিলেন জয়পুর। শাড়ির দাম মোটে 600 টাকা। কলকাতাতেই কেনা সেই শাড়ি। কঙ্গনার দিদি রঙ্গোলি চান্দেল টুইটারে একটি পোস্টের মাধ্য়মে সামনে আনলেন এই খবর।

রঙ্গোলি লিখেছেন, "জয়পুর যাওয়ার পথে কঙ্গনা একটা 600 টাকার শাড়ি পরেছিল, যেটা ও কলকাতা থেকে কিনেছে। অরগ্যানিক সুতির শাড়ি যে এত কমদামে পাওয়া যেতে পারে, এটা জেনেই অবাক হয়ে গেছিল কঙ্গনা। এটা ভেবেও খারাপ লাগে যে, মানুষ কত পরিশ্রম করে এত সামান্য টাকা পায়।"

  • On her way to Jaipur today Kangana is wearing Rs 600 sari she picked from Kolkata, she was shocked to know one can get such good organic cotton in this amount and it is heart breaking to see how hard our people work and how little they earn.....(contd) pic.twitter.com/EMPJJ4hzzU

    — Rangoli Chandel (@Rangoli_A) August 18, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রঙ্গোলির আরও আবেদন, "যাঁরা আমাদের নিজেদের, তাঁদের কাজকে সাপোর্ট করুন, নইলে আন্তর্জাতিক ব্র্যান্ড এসে এঁদের কিনে নিয়ে যাবে।"

  • (Contd)....please support our own before international brands take away this also from them 🙏 #Indianweavers

    — Rangoli Chandel (@Rangoli_A) August 18, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
Intro:Body:

কলকাতায় কেনা 600 টাকার শাড়ি পরলেন কঙ্গনা



কঙ্গনা রানাওয়াত সবদিক থেকেই আলাদা। অভিনয়ে যেমন একটা নিজস্ব ঘরানা তৈরি করেছেন তিনি, তেমনই আকর্ষণীয় তাঁর আচার-ব্যবহার, দৃষ্টিভঙ্গি ও সমাজের প্রতি তাঁর ভালোবাসা। যেখানে সেলেব্রিটিদের একটা ব্যাগ বা জুতোর দাম হয় লক্ষাধিক, সেখানে কঙ্গনা রানাওয়াত একটা শাড়ি পরলেন 600 টাকার।



মুম্বই : হালকা পিচ রঙের শাড়ি আর কালো ওভারসাইজ়়ড জ্যাকেট পরে কঙ্গনা পাড়ি দিলেন জয়পুর। শাড়ির দাম মোটে 600 টাকা। কঙ্গনার দিদি রঙ্গোলি চান্দেল টুইটারে একটি পোস্টের মাধ্য়মে সামনে আনলেন এই খবর।



রঙ্গোলি লিখেছেন, "জয়পুর যাওয়ার পথে কঙ্গনা একটা 600 টাকার শাড়ি পরেছিল, যেটা ও কলকাতা থেকে কেনে। অরগ্যানিক সুতির শাড়ি যে এত কমদামে পাওয়া যেতে পারে, এটা জেনেই অবাক হয়ে গেছিল কঙ্গনা। এটা ভেবেও খারাপ লাগে যে, মানুষ কত পরিশ্রম করে এত সামান্য টাকা পায়।"



রঙ্গোলির আরও আবেদন, "যাঁরা আমাদের নিজেদের, তাঁদের কাজকে সাপোর্ট করুন, নইলে আন্তর্জাতিক ব্র্যান্ড এসে এঁদের কিনে নিয়ে যাবে।"


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.