মুম্বই : 'থালাইভি'-র জন্য 20 কেজি ওজন বাড়িয়েছিলেন কঙ্গনা রানাওয়াত । কঠিন ছিল, তবে করে দেখিয়েছেন অভিনেত্রী । আর কাজ হয়ে যাওয়ার পর সেই ওজন কমাতেও দেরি নেই তাঁর ।
কঙ্গনা নিজে ইনস্টাগ্রামে না থাকলেও তাঁর টিম রীতিমতো অ্যাক্টিভ সেখানে । তারাই একটি ভিডিয়ো শেয়ার করেছেন, যেখানে দেখা যাচ্ছে কঙ্গনাকে ওয়ার্কআউট করতে দেখা গেছে । নিজের মানালির বাড়িতে ট্রেনারের সঙ্গে চলছে লম্ফঝম্প । একা নন, কঙ্গনার বোনপোকেও সঙ্গ দিতে দেখা গেল রীতিমতো ।
ক্যাপশনে লেখা, "গাইজ়, কঙ্গনার থেকে ওয়ার্কআউটের টিপ নিয়ে, মোটিভেটেড থাকুন । অলসতাকে নিজের উপর প্রভাব ফেলতে দেবেন না । কঙ্গনা 5 কেজি ওজন কমিয়েছেন । আরও অনেকটা পথ বাকি ।"
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
পোস্টের নিচে আর এক অভিনেত্রী নীনা গুপ্ত ঠাট্টা করে লিখেছেন, "দ্য়াটস দ্য ওয়ে, মাহি ওয়ে.."
'থালাইভি' ছবিতে জয়ললিতার ভূমিকায় অভিনয় করছেন কঙ্গনা । মুক্তি পেয়েছে ছবির টিজ়ার । পুরো ছবি দেখার জন্য মুখিয়ে দর্শক । তবে কোরোনার কারণে এখন অনিশ্চিত সবকিছুই ।