মুম্বই : গতকাল কঙ্গনা 'জাজমেন্টাল হ্য়ায় কেয়া'-র গান 'Wakhra Swag' লঞ্চ অনুষ্ঠানে মিডিয়ার সঙ্গে কথা বলেন । অনুষ্ঠানে কঙ্গনা ছাড়াও উপস্থিত ছিলেন রাজকুমার রাও, প্রযোজক একতা কাপুর, লেখক কণিকা ধিলন, কোরিওগ্রাফার বসকো মার্টিস ও পরিচালক প্রকাশ কোভেলামুদি ।
জ়ায়রা গত মাসে সোশাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছিলেন, ধর্মের প্রতি বিশ্বাস বিপন্ন হওয়ায় তিনি অভিনয় ছাড়লেন । এই বিষয়ে কঙ্গনাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "আমার মনে হয় যেকোনও ধর্ম আপনাকে ক্ষমতা প্রদান করে, এটি আপনাকে স্বাধীন ও আত্মবিশ্বাসী করে তোলে । এটি আপনার জীবনকে পরিপূর্ণ করে তুলবে । যদি আপনার মনে হয় আপনার জীবন পরিপূর্ণ হয়ে গেছে তাহলে চারপাশে আপনার জন্য় প্রচুর কাজ রয়েছে ।"
"মানুষের উচিত পরিবার ও বন্ধুদের সাহায্য় করা । অনেক কিছু করার আছে, তাই আমাদের উচিত চেষ্ঠা করা । মূলত, কোনও ধর্মের মৌলিক শর্ত হওয়া উচিত আপনাকে ক্ষমতা প্রদান করা, আপনাকে অসহায় করা নয় ।"
'জাজমেন্টাল হ্য়ায় কেয়া' নিয়ে তিনি বলেন, "কোনওরকম আপোস না করেই আমরা এই ছবিটি বানিয়েছি । তাই আমি মনে করি একজন শিল্পী হওয়ার কারণে বা অসংবেদনশীল হওয়ার কারণে যারা কান্নাকাটি করেন তারা নিজেদের শিল্পকে কাজে লাগাতে জানেন না ।" ছবিটি 26 জুলাই মুক্তি পাবে ।