ETV Bharat / sitara

কঙ্গনার দিকে চটি ছুড়েছিলেন মহেশ ভাট ! - Mahesh Bhatt threw chappals

কঙ্গনার সমালোচনায় আজ সকালে একটি টুইট করেন পূজা ভাট । সেই টুইটের প্রেক্ষিতে পালটা টুইট করা হয় কঙ্গনার টিমের তরফেও । কীভাবে মহেশ ভাট কঙ্গনাকে অপমান করতেন, তাঁকে 'পাগল' বলতেন সেই কথা তুলে ধরা হয় ওই টুইটে ।

োে্
োে্
author img

By

Published : Jul 8, 2020, 8:18 PM IST

মুম্বই : আজ সকালেই কঙ্গনা রানাওয়াতকে নিয়ে একটি টুইট করেছিলেন পূজা ভাট । কীভাবে তাঁকে লঞ্চ করেছিল সেকথা কঙ্গনাকে মনে করিয়ে দেন তিনি । আর সেই টুইটের প্রেক্ষিতে পালটা টুইট করে কঙ্গনার টিম । কীভাবে মহেশ ভাট কঙ্গনাকে অপমান করতেন, তাঁকে 'পাগল' বলতেন সেই কথা তুলে ধরা হয় ওই টুইটে ।

আলিয়া ভাটের আপকামিং ছবি 'সড়ক 2'। তার এডিটিং শেষ হয়ে গিয়েছে বলে কয়েকদিন আগে সোশাল মিডিয়ায় খবরটি জানান পূজা । তারপরই নেটিজ়েনদের সমালোচনার মুখে পড়তে হয় তাঁকে । কেউ বলেন, "এদের সিনেমা কে দেখবে ?তাই কি হল কি না হল নিয়ে আমাদের মাথা ব্যথা নেই ।" অপরদিকে আরও একজন সুশান্তের মৃত্যুর সঠিক বিচার না হওয়া পর্যন্ত বলিউড বয়কটের ডাক দিয়েছেন । আজ সোশাল মিডিয়ায় নেটিজ়েনদের সমালোচনার কড়া জবাব দেন পূজা । পাশাপাশি কটাক্ষ করেন কঙ্গনাকেও ।

টুইট করে পূজা লেখেন, "কঙ্গনা রানাওতের কথা যদি বলি তিনি যদি প্রতিভাবান না হতেন তাহলে বিশেষ ফিল্মসের মাধ্যমে 'গ্যাংস্টার' সিনেমায় কাজ করার সুযোগ পেতেন না । হ্যাঁ, অনুরাগ বসু তাকে খুঁজে বের করেছেন, কিন্তু তার সিনেমায় লগ্নি করেছে বিশেষ ফিল্মস । ছোটো করার কোনও বিষয় নয় । তার প্রতি শুভকামনা ।"

  • Dear @PoojaB1972, #AnuragBasu had keen eyes to spot Kangana’s talent, everyone knows Mukesh Bhatt does not like to pay artists, to get talented people for free is a favour many studios do on themselves but that doesn’t give your father a license to throw chappals at her...(1/2) https://t.co/5afdsJJx4F

    — Team Kangana Ranaut (@KanganaTeam) July 8, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এর পালটা টুইটে কঙ্গনার টিমের তরফে লেখা হয়, "প্রিয় পূজা, যে কোনও প্রতিভাকে খুঁজে বের করার সময় অনুরাগ বাসুর দৃষ্টি থাকে তীক্ষ্ণ । আর এটা সবাই জানেন যে মুকেশ ভাট শিল্পীদের পারিশ্রমিক দিতে পছন্দ করেন না । বিনামূল্যে মেধাবী মানুষদের পেয়ে যাওয়া স্টুডিয়োর ক্ষেত্রে একটা ভালো বিষয় । তবে সেটা কখনওই আপনার বাবাকে কারও দিকে চটি ছোড়া, তাকে পাগল বলা ও অপমান করার অনুমতি দেয় না । কেন তিনি সুশান্ত ও রিয়ার সম্পর্কে এতটা বিনিয়োগ করেছিলেন ? কেন তিনি সুশান্তের অন্তিম ঘোষণা করেছিলেন ? এমন কয়েকটা প্রশ্ন রয়েছে যা আপনার তাঁকে জিজ্ঞাসা করা উচিত ।"

  • ...call her mad and humiliate her. He also announced her "tragic end", Also why was he so invested in Sushant Singh Rajpoot's and Rhea’s relationship? Why did he announce his end too, some of the questions you must ask him 🙏 (2/2)@PoojaB1972

    — Team Kangana Ranaut (@KanganaTeam) July 8, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কঙ্গনার টিম আরও জানিয়েছে যে 'গ্যাংস্টার'-এর জন্য অডিশন দেওয়ার সময় তেলুগু সুপারস্টার মহেশ বাবুর সঙ্গে পুরী জগন্নাথের সিনেমা 'পকিরি'-তে অভিনয়ের জন্য বেছে নেওয়া হয়েছিল অভিনেত্রীকে । টুইটে লেখা হয়, "গ্যাংস্টারের পাশাপাশি 'পকিরি' ছবির জন্যও অডিশন দিয়েছিলেন কঙ্গনা । ব্লকবাস্টার হয়েছিল 'পকিরি'। তাই এটা ভাববেন না যে 'গ্যাংস্টার'-এর জন্যই আজ কঙ্গনা সাফল্য পেয়েছেন । এটা সঠিক নয় ।"

  • For your info @PoojaB1972 Kangana had also auditioned for Pokiri, alongside Gangster & got selected for that as well. Pokiri went on to become an all time blockbuster, so your thinking that because of Gangster she is who she is, is totally not working. Water finds it’s level🙏

    — Team Kangana Ranaut (@KanganaTeam) July 8, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মুম্বই : আজ সকালেই কঙ্গনা রানাওয়াতকে নিয়ে একটি টুইট করেছিলেন পূজা ভাট । কীভাবে তাঁকে লঞ্চ করেছিল সেকথা কঙ্গনাকে মনে করিয়ে দেন তিনি । আর সেই টুইটের প্রেক্ষিতে পালটা টুইট করে কঙ্গনার টিম । কীভাবে মহেশ ভাট কঙ্গনাকে অপমান করতেন, তাঁকে 'পাগল' বলতেন সেই কথা তুলে ধরা হয় ওই টুইটে ।

আলিয়া ভাটের আপকামিং ছবি 'সড়ক 2'। তার এডিটিং শেষ হয়ে গিয়েছে বলে কয়েকদিন আগে সোশাল মিডিয়ায় খবরটি জানান পূজা । তারপরই নেটিজ়েনদের সমালোচনার মুখে পড়তে হয় তাঁকে । কেউ বলেন, "এদের সিনেমা কে দেখবে ?তাই কি হল কি না হল নিয়ে আমাদের মাথা ব্যথা নেই ।" অপরদিকে আরও একজন সুশান্তের মৃত্যুর সঠিক বিচার না হওয়া পর্যন্ত বলিউড বয়কটের ডাক দিয়েছেন । আজ সোশাল মিডিয়ায় নেটিজ়েনদের সমালোচনার কড়া জবাব দেন পূজা । পাশাপাশি কটাক্ষ করেন কঙ্গনাকেও ।

টুইট করে পূজা লেখেন, "কঙ্গনা রানাওতের কথা যদি বলি তিনি যদি প্রতিভাবান না হতেন তাহলে বিশেষ ফিল্মসের মাধ্যমে 'গ্যাংস্টার' সিনেমায় কাজ করার সুযোগ পেতেন না । হ্যাঁ, অনুরাগ বসু তাকে খুঁজে বের করেছেন, কিন্তু তার সিনেমায় লগ্নি করেছে বিশেষ ফিল্মস । ছোটো করার কোনও বিষয় নয় । তার প্রতি শুভকামনা ।"

  • Dear @PoojaB1972, #AnuragBasu had keen eyes to spot Kangana’s talent, everyone knows Mukesh Bhatt does not like to pay artists, to get talented people for free is a favour many studios do on themselves but that doesn’t give your father a license to throw chappals at her...(1/2) https://t.co/5afdsJJx4F

    — Team Kangana Ranaut (@KanganaTeam) July 8, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এর পালটা টুইটে কঙ্গনার টিমের তরফে লেখা হয়, "প্রিয় পূজা, যে কোনও প্রতিভাকে খুঁজে বের করার সময় অনুরাগ বাসুর দৃষ্টি থাকে তীক্ষ্ণ । আর এটা সবাই জানেন যে মুকেশ ভাট শিল্পীদের পারিশ্রমিক দিতে পছন্দ করেন না । বিনামূল্যে মেধাবী মানুষদের পেয়ে যাওয়া স্টুডিয়োর ক্ষেত্রে একটা ভালো বিষয় । তবে সেটা কখনওই আপনার বাবাকে কারও দিকে চটি ছোড়া, তাকে পাগল বলা ও অপমান করার অনুমতি দেয় না । কেন তিনি সুশান্ত ও রিয়ার সম্পর্কে এতটা বিনিয়োগ করেছিলেন ? কেন তিনি সুশান্তের অন্তিম ঘোষণা করেছিলেন ? এমন কয়েকটা প্রশ্ন রয়েছে যা আপনার তাঁকে জিজ্ঞাসা করা উচিত ।"

  • ...call her mad and humiliate her. He also announced her "tragic end", Also why was he so invested in Sushant Singh Rajpoot's and Rhea’s relationship? Why did he announce his end too, some of the questions you must ask him 🙏 (2/2)@PoojaB1972

    — Team Kangana Ranaut (@KanganaTeam) July 8, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কঙ্গনার টিম আরও জানিয়েছে যে 'গ্যাংস্টার'-এর জন্য অডিশন দেওয়ার সময় তেলুগু সুপারস্টার মহেশ বাবুর সঙ্গে পুরী জগন্নাথের সিনেমা 'পকিরি'-তে অভিনয়ের জন্য বেছে নেওয়া হয়েছিল অভিনেত্রীকে । টুইটে লেখা হয়, "গ্যাংস্টারের পাশাপাশি 'পকিরি' ছবির জন্যও অডিশন দিয়েছিলেন কঙ্গনা । ব্লকবাস্টার হয়েছিল 'পকিরি'। তাই এটা ভাববেন না যে 'গ্যাংস্টার'-এর জন্যই আজ কঙ্গনা সাফল্য পেয়েছেন । এটা সঠিক নয় ।"

  • For your info @PoojaB1972 Kangana had also auditioned for Pokiri, alongside Gangster & got selected for that as well. Pokiri went on to become an all time blockbuster, so your thinking that because of Gangster she is who she is, is totally not working. Water finds it’s level🙏

    — Team Kangana Ranaut (@KanganaTeam) July 8, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.