ETV Bharat / sitara

কংগ্রেসের সমর্থক হয়েও মেয়েকে সাহায্য BJP-র, ধন্যবাদ জানালেন কঙ্গনার মা - কঙ্গনা রানাওয়াতের মা

আশা রানাওয়াত, কঙ্গনা রানাওয়াতের মা ধন্যবাদ জানালেন ভারতীয় জনতা পার্টিকে (BJP), বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে । কারণ ? তাঁর মেয়েকে Y প্লাস ক্যাটেগরির সুরক্ষা দিয়েছে এই দল ।

kangana ranaut latest news
kangana ranaut latest news
author img

By

Published : Sep 11, 2020, 9:13 AM IST

মুম্বই : কঙ্গনা যখন মুম্বইয়ের পথে, তাঁর অফিস যখন ভেঙে তছনছ করে দিচ্ছে BMC-র লোকেরা, এয়ারপোর্টের বাইরে যখন শিবসৈনিকরা তাঁর বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য মুখিয়ে, তখন কিন্তু কঙ্গনার মা একটুও ভয় না পেয়ে মেয়ের পাশে দাঁড়ালেন । তাঁর মেয়ে যে সত্যের পথে রয়েছে, দেখে গর্বিত আশা দেবী ।

মায়ের বলা সেই কথা নিজের টাইমলাইনে শেয়ার করেছেন কঙ্গনা । হিন্দিতে মা বলছেন, "পুরো দেশ কঙ্গনার পাশে আছে । আমিও গর্বিত যে, আমার মেয়ে সত্যের পথে রয়েছে ।"

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ধন্যবাদ জানিয়েছেন আশা দেবী । তিনি বলেন, "আমরা শুরু থেকেই কংগ্রেস দলের সমর্খক ছিলাম । সেটা জানা সত্ত্বেও BJP দলের তরফ থেকে কঙ্গনার সুরক্ষার ব্যবস্থা করা হয়েছে । আমি অমিত শাহজী এবং মোদিজীকে ধন্যবাদ জানাতে চাই ।"

মায়ের মনের জোর দেখে খুশি কঙ্গনা । মুম্বই যাওয়ার পর থেকে মায়ের সঙ্গে কোনও যোগাযোগ নেই তাঁর । তিনি ভেবেছিলেন যে ফোন করলেই মা রাগ দেখাবেন হয়তো । সেই ভয়ে ফোন করেননি কঙ্গনা । কিন্তু, মায়ের এই কথা তাঁকে উদ্বুদ্ধ করেছে ।

দেখে নিন ভিডিয়ো..

  • When they broke my office, mom’s warning face flashed before my eyes “ KAHA THA MAINE” haven’t taken her calls ever since, this just flashed on my timeline, pleasantly surprised by her refreshing take on this whole matter #KanganaVsUddhav https://t.co/jHnr46FKfd

    — Kangana Ranaut (@KanganaTeam) September 10, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মুম্বই : কঙ্গনা যখন মুম্বইয়ের পথে, তাঁর অফিস যখন ভেঙে তছনছ করে দিচ্ছে BMC-র লোকেরা, এয়ারপোর্টের বাইরে যখন শিবসৈনিকরা তাঁর বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য মুখিয়ে, তখন কিন্তু কঙ্গনার মা একটুও ভয় না পেয়ে মেয়ের পাশে দাঁড়ালেন । তাঁর মেয়ে যে সত্যের পথে রয়েছে, দেখে গর্বিত আশা দেবী ।

মায়ের বলা সেই কথা নিজের টাইমলাইনে শেয়ার করেছেন কঙ্গনা । হিন্দিতে মা বলছেন, "পুরো দেশ কঙ্গনার পাশে আছে । আমিও গর্বিত যে, আমার মেয়ে সত্যের পথে রয়েছে ।"

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ধন্যবাদ জানিয়েছেন আশা দেবী । তিনি বলেন, "আমরা শুরু থেকেই কংগ্রেস দলের সমর্খক ছিলাম । সেটা জানা সত্ত্বেও BJP দলের তরফ থেকে কঙ্গনার সুরক্ষার ব্যবস্থা করা হয়েছে । আমি অমিত শাহজী এবং মোদিজীকে ধন্যবাদ জানাতে চাই ।"

মায়ের মনের জোর দেখে খুশি কঙ্গনা । মুম্বই যাওয়ার পর থেকে মায়ের সঙ্গে কোনও যোগাযোগ নেই তাঁর । তিনি ভেবেছিলেন যে ফোন করলেই মা রাগ দেখাবেন হয়তো । সেই ভয়ে ফোন করেননি কঙ্গনা । কিন্তু, মায়ের এই কথা তাঁকে উদ্বুদ্ধ করেছে ।

দেখে নিন ভিডিয়ো..

  • When they broke my office, mom’s warning face flashed before my eyes “ KAHA THA MAINE” haven’t taken her calls ever since, this just flashed on my timeline, pleasantly surprised by her refreshing take on this whole matter #KanganaVsUddhav https://t.co/jHnr46FKfd

    — Kangana Ranaut (@KanganaTeam) September 10, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.