মুম্বই : তিনবার জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত জানালেন, তাঁর মনে হয় বলিউডে এখন প্রতিভা থাকার কোনও মানে হয় না ।
IANS-কে দেওয়া এক সাক্ষাৎকারে কঙ্গনা বলেন, "আমি কঠোর হয়ে গেছি । যখন আমি এসেছিলাম, তখন মনে হয়েছিল প্রতিভাই সব কিছু । আপনাকে শুধু নিজেকে প্রমাণ করতে হবে । আমি নিজেকে আরও উন্নত করার জন্য অনেক পরিশ্রম করেছি । আমি ছবি তৈরি করা ও চিত্রনাট্য লেখাও শিখেছি । ভেবেছিলাম প্রতিভাই সব কিছু । কিন্তু যখন আমি কিছু বড় কাজ করে ফেলি, আমি বুঝতে পারি ইন্ডাস্ট্রিতে প্রতিভার কোনও মানে হয় না ।"
তিনি আরও বলেন, "যারা ক্ষমতার রাজনীতি করেন, তাঁরা কন্ট্র্যাক্ট ও মাফিয়ার ছোটো একটা জাল বুনে রেখেছেন । এরা সবাই একসঙ্গে মিলে কাজ করেন ।"
কঙ্গনা থ্রিলার ছবি 'গ্যাঙ্গস্টার'-এ অভিনয় করে বলিউডে যাত্রা শুরু করেন । শেষ 10 বছরে 'কুইন', 'কৃষ ৩', 'তনু ওয়েডস মনু' ও 'মণিকর্ণিকা : দা কুইন অফ ঝাঁসি'-র মতো ব্লকবাস্টার ছবিতে অভিনয় করে কঙ্গনা নিজেকে ইন্ডাস্ট্রির টপ অভিনেত্রীদের মধ্যে নিয়ে আসেন ।
কঙ্গনা সবসময় সমালোচনার মধ্যেই ঘিরে থাকেন । 2017-তে 'কফি উইথ করণ' শো'তে করণ 'নেপোটিজ়ম ছড়ায়' বলে শিরোনামে এসেছিলেন অভিনেত্রী ।
কঙ্গনা বলেন, "এটা আমাকে চিন্তার মধ্যে ফেলে দেয় । আমি এটার জন্য তৈরি ছিলাম না । আর আমার মনে হয় কোনও জায়গাতেই মাফিয়া থাকা ভালো নয় ।"