ETV Bharat / sitara

"আমি মাথা কাটাতে পারি, ঝোঁকাতে পারব না", এলোপাথারি মন্তব্য কঙ্গনার

author img

By

Published : Sep 17, 2020, 12:08 PM IST

সোশাল মিডিয়ায় লিখলেন কঙ্গনা রানাওয়াত । তিনি ক্ষত্রিয়, তাই মাথা কাটালেও মাথা নিচু করতে পারেবন না ।

kangana social media
kangana social media

মুম্বই : কঙ্গনার লড়াইটা যে কোথা থেকে কোথায় যাচ্ছে বোঝার উপায় নেই । শুরু হয়েছিল সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে । তারপর ধীরে ধীরে বলিউডে নেপোটিজ়ম, মাদকচক্র নিয়ে বিস্ফোরক মন্তব্য, মহারাষ্ট্র সরকারের সঙ্গে দ্বন্দ্ব, জয়া বচ্চনের রাজ্যসভায় দেওয়া বক্তৃতা নিয়ে আপত্তি, উর্মিলা মাতন্ডকরকে 'সফট পর্নস্টার' বলা...ক্রমে একটা কদর্য জায়গায় পৌঁছাচ্ছে কঙ্গনার প্রতিবাদের মাত্রা । তার মধ্যে সোশাল মিডিয়ায় চলছে একের পর এক চাঞ্চল্যকর পোস্ট ।

কিছু সময় আগেই টুইটারে ফের একটি পোস্ট করেছেন অভিনেত্রী । লিখেছেন, "আমি ক্ষত্রিয় । মাথা কাটাতে পারি, ঝোঁকাতে পারব না ।" যদিও কঙ্গনার এই পোস্টটি ঠিক কার বিরুদ্ধে বোঝা যায়নি ।

অভিনেত্রী লিখেছেন, "দেশের জন্য আমি সবসময় উঁচু গলায় কথা বলব । আমি সারাজীবন নিজের সম্মান নিয়ে বেঁচেছি এবং আজীবন একজন রাষ্ট্রবাদী হিসেবেই বাঁচব । নিজের নৈতিকতার সঙ্গে কোনওদিন আপোস করিনি আর করবও না । জয় হিন্দ ।"

দেশাত্মবোধক পোস্ট করে কঙ্গনা জনসমর্থন পাওয়ার চেষ্টা করছেন ঠিকই, তবে তাঁকে নিয়ে সমালোচনাও হচ্ছে তুমুল । শুধু বলিউড সেলেবরা নয়, সাধারণ মানুষও বিরক্ত হয়ে উঠছেন কঙ্গনার একের পর এক এলোপাথারি মন্তব্য শুনে ।

  • मैं एक क्षत्राणी हूं। सर कटा सकती हूं, लेकिन सर झुका सकती नहीं! राष्ट्र के सम्मान के लिए हमेशा आवाज़ बुलंद करती रहूंगी। मान, सम्मान, स्वाभिमान के साथ जी हूं और गर्व से राष्ट्रवादी बनकर जीती रहूंगी! सिद्धांत के साथ नहीं कभी समझौता की हूं नहीं कभी करूंगी! जय हिंद ।

    — Kangana Ranaut (@KanganaTeam) September 17, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আর এইসবের মাঝেই অভিনেত্রী ঘোষণা করেছেন যে, অযোধ্যা এবং কাশ্মীরি পন্ডিতদের নিয়ে দু'টি ফিল্ম তৈরি করবেন তিনি ।

মুম্বই : কঙ্গনার লড়াইটা যে কোথা থেকে কোথায় যাচ্ছে বোঝার উপায় নেই । শুরু হয়েছিল সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে । তারপর ধীরে ধীরে বলিউডে নেপোটিজ়ম, মাদকচক্র নিয়ে বিস্ফোরক মন্তব্য, মহারাষ্ট্র সরকারের সঙ্গে দ্বন্দ্ব, জয়া বচ্চনের রাজ্যসভায় দেওয়া বক্তৃতা নিয়ে আপত্তি, উর্মিলা মাতন্ডকরকে 'সফট পর্নস্টার' বলা...ক্রমে একটা কদর্য জায়গায় পৌঁছাচ্ছে কঙ্গনার প্রতিবাদের মাত্রা । তার মধ্যে সোশাল মিডিয়ায় চলছে একের পর এক চাঞ্চল্যকর পোস্ট ।

কিছু সময় আগেই টুইটারে ফের একটি পোস্ট করেছেন অভিনেত্রী । লিখেছেন, "আমি ক্ষত্রিয় । মাথা কাটাতে পারি, ঝোঁকাতে পারব না ।" যদিও কঙ্গনার এই পোস্টটি ঠিক কার বিরুদ্ধে বোঝা যায়নি ।

অভিনেত্রী লিখেছেন, "দেশের জন্য আমি সবসময় উঁচু গলায় কথা বলব । আমি সারাজীবন নিজের সম্মান নিয়ে বেঁচেছি এবং আজীবন একজন রাষ্ট্রবাদী হিসেবেই বাঁচব । নিজের নৈতিকতার সঙ্গে কোনওদিন আপোস করিনি আর করবও না । জয় হিন্দ ।"

দেশাত্মবোধক পোস্ট করে কঙ্গনা জনসমর্থন পাওয়ার চেষ্টা করছেন ঠিকই, তবে তাঁকে নিয়ে সমালোচনাও হচ্ছে তুমুল । শুধু বলিউড সেলেবরা নয়, সাধারণ মানুষও বিরক্ত হয়ে উঠছেন কঙ্গনার একের পর এক এলোপাথারি মন্তব্য শুনে ।

  • मैं एक क्षत्राणी हूं। सर कटा सकती हूं, लेकिन सर झुका सकती नहीं! राष्ट्र के सम्मान के लिए हमेशा आवाज़ बुलंद करती रहूंगी। मान, सम्मान, स्वाभिमान के साथ जी हूं और गर्व से राष्ट्रवादी बनकर जीती रहूंगी! सिद्धांत के साथ नहीं कभी समझौता की हूं नहीं कभी करूंगी! जय हिंद ।

    — Kangana Ranaut (@KanganaTeam) September 17, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আর এইসবের মাঝেই অভিনেত্রী ঘোষণা করেছেন যে, অযোধ্যা এবং কাশ্মীরি পন্ডিতদের নিয়ে দু'টি ফিল্ম তৈরি করবেন তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.