ETV Bharat / sitara

ওয়াজিদ খানের স্ত্রীর পাশে কঙ্গনা, ধর্মান্তরকরণের বিরুদ্ধে গলা চড়ালেন - কঙ্গনা রানাওয়াতের খবর

এবার ধর্মান্তরকরণের বিরুদ্ধে সরব কঙ্গনা রানাওয়াত । ইন্টারকাস্ট ম্যারেজের ক্ষেত্রে ধর্মান্তরিত হওয়ার প্রয়োজনীয়তা কোথায় ? প্রশ্ন তুললেন অভিনেত্রী । কম্পোজ়ার-সিঙ্গার ওয়াজিদ খানের স্ত্রী কমলরুখ খানের পাশে দাঁড়ালেন তিনি ।

kangana ranaut supports Wajid Khan's wife
kangana ranaut supports Wajid Khan's wife
author img

By

Published : Nov 29, 2020, 2:33 PM IST

মুম্বই : প্রয়াত কম্পোজ়ার-সিঙ্গার ওয়াজিদ খানের স্ত্রী কমলরুখ খান জানিয়েছেন যে, কীভাবে ধর্মান্তরিত হওয়ার জন্য তাঁর শ্বশুরবাড়ির তরফ থেকে জোর করা হয়েছিল তাঁকে । এর জেরে ওয়াজিদের সঙ্গে তাঁর সম্পর্ক এতটাই খারাপ হয়ে গেছিল যে, ডিভোর্সের চাইতে বাধ্য হন তিনি । তবুও মেরুদণ্ড ঝুঁকিয়ে ধর্মান্তরিত হননি, লিখেছেন কমলরুখ ।

কমলরুখের এই পোস্ট দেখে সোশাল মিডিয়ায় সরব হয়েছেন কঙ্গনা রানাওয়াত । ভারতে যদি সত্যি কোনও সংখ্যালঘু জাতি থেকে থাকে, সেটা পারসি । আর এই পারসি জাতির জন্য সরকার কী করছে ? প্রশ্ন তুলেছেন কঙ্গনা ।

কমলরুখ নিজে একজন পারসি ছিলেন । প্রায় দশ বছর প্রেমের পর ওয়াজিদের সঙ্গে তাঁর বিয়ে হয় । তবে বিয়ের পর তাঁকে মুসলিম ধর্ম গ্রহণ করার জন্য জোর জবরদস্তি করতে থাকেন শ্বশুরবাড়ির লোক । বিস্তারিত লিখেছেন কমলরুখ ।

কঙ্গনার মতে, ভারতবর্ষে উন্নয়ণে, সৌন্দর্যায়নে অনেক অবদান আছে পারসিদের । তাদের সংখ্যা দিন দিন কমছে এই দেশে । সরকারকে সেদিকে নজর দেওয়ার আবেদন করেছেন অভিনেত্রী ।

দেখে নিন কঙ্গনার পোস্ট....

  • She is my friends widow a parsi woman who is being harassed by her family for conversion. I want to ask @PMOIndia minority that don’t do sympathy seeking drama, beheadings, riots and conversions, how are we protecting them? Parsis shockingly decreasing numbers ( cont.)

    — Kangana Ranaut (@KanganaTeam) November 29, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মুম্বই : প্রয়াত কম্পোজ়ার-সিঙ্গার ওয়াজিদ খানের স্ত্রী কমলরুখ খান জানিয়েছেন যে, কীভাবে ধর্মান্তরিত হওয়ার জন্য তাঁর শ্বশুরবাড়ির তরফ থেকে জোর করা হয়েছিল তাঁকে । এর জেরে ওয়াজিদের সঙ্গে তাঁর সম্পর্ক এতটাই খারাপ হয়ে গেছিল যে, ডিভোর্সের চাইতে বাধ্য হন তিনি । তবুও মেরুদণ্ড ঝুঁকিয়ে ধর্মান্তরিত হননি, লিখেছেন কমলরুখ ।

কমলরুখের এই পোস্ট দেখে সোশাল মিডিয়ায় সরব হয়েছেন কঙ্গনা রানাওয়াত । ভারতে যদি সত্যি কোনও সংখ্যালঘু জাতি থেকে থাকে, সেটা পারসি । আর এই পারসি জাতির জন্য সরকার কী করছে ? প্রশ্ন তুলেছেন কঙ্গনা ।

কমলরুখ নিজে একজন পারসি ছিলেন । প্রায় দশ বছর প্রেমের পর ওয়াজিদের সঙ্গে তাঁর বিয়ে হয় । তবে বিয়ের পর তাঁকে মুসলিম ধর্ম গ্রহণ করার জন্য জোর জবরদস্তি করতে থাকেন শ্বশুরবাড়ির লোক । বিস্তারিত লিখেছেন কমলরুখ ।

কঙ্গনার মতে, ভারতবর্ষে উন্নয়ণে, সৌন্দর্যায়নে অনেক অবদান আছে পারসিদের । তাদের সংখ্যা দিন দিন কমছে এই দেশে । সরকারকে সেদিকে নজর দেওয়ার আবেদন করেছেন অভিনেত্রী ।

দেখে নিন কঙ্গনার পোস্ট....

  • She is my friends widow a parsi woman who is being harassed by her family for conversion. I want to ask @PMOIndia minority that don’t do sympathy seeking drama, beheadings, riots and conversions, how are we protecting them? Parsis shockingly decreasing numbers ( cont.)

    — Kangana Ranaut (@KanganaTeam) November 29, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.