ETV Bharat / sitara

কঙ্গনার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল টুইটার কর্তৃপক্ষ - কঙ্গনা রানাওয়াতের খবর

কঙ্গনা রানাওয়াতের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল টুইটার কর্তৃপক্ষ । বাতিল করা হল তাঁর বেশ কয়েকটি টুইট ।

Kangana Ranaut latest news
Kangana Ranaut latest news
author img

By

Published : Feb 4, 2021, 2:57 PM IST

Updated : Feb 4, 2021, 3:09 PM IST

মুম্বই : সরকার বা প্রতিষ্ঠান বিরোধী মন্তব্য করলেই তাকে 'টেরোরিস্ট'-এর তকমা দিচ্ছেন কঙ্গনা রানাওয়াত । আর এটা তিনি মূলত টুইটার পোস্টের মাধ্য়মেই করছেন । তাই কড়া পদক্ষেপ নিতে বাধ্য হল টুইটার কর্তৃপক্ষ । ডিলিট করে দেওয়া হল কঙ্গনার কয়েকটি টুইট ।

কৃষক আন্দোলন নিয়ে আন্তর্জাতিক তারকারা মন্তব্য় করতে শুরু করেছেন গত কয়েকদিন ধরে । আর তারপর থেকে কঙ্গনা আরও মারমুখী হয়ে উঠেছেন । যা মনে আসছে টুইটারে লিখতে শুরু করেছেন তিনি ।

শুধু তাই নয়, ক্রিকেটর রোহিত শর্মাকে 'ধোবি ঘাটের কুকুর' বলে কটাক্ষ করেছেন কঙ্গনা । পপ তারকা রিয়ানাকে 'বোকা' বলতেও দ্বিতীয়বার ভাবেননি তিনি । নিজের মত প্রতিষ্ঠা করতে উলটো দিকের মানুষকে নোংরা ভাষায় আক্রমণ করছেন কঙ্গনা ।

Kangana Ranaut latest news
রোহিতকে নিয়ে কঙ্গনার পোস্ট..এটি ডিলিট করেছে টুইটার কর্তৃপক্ষ

এই দেখে নড়চড়ে বসেছে টুইটার কর্তৃপক্ষ । নিয়ম ভাঙার অভিযোগে কঙ্গনার কয়েকটি টুইট ডিলিট করে দেওয়া হয়েছে গত দু'ঘণ্টায় । তার মধ্যে রোহিতকে নিয়ে তাঁর করা মন্তব্যটিও অন্যতম ।

কয়েকদিন আগে অল্প সময়ের জন্য কঙ্গনার টুইটার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেয় টুইটার কর্তৃপক্ষ । কারণ একটি টেলিভিশন শোয়ের প্রযোজকের মাথা কেটে দিতে বলেছিলেন তিনি । তাঁর মনে হয়েছিল যে, সংশ্লিষ্ট শো-টি নাকি হিন্দুদের জন্য অপমানজনক ।

মুম্বই : সরকার বা প্রতিষ্ঠান বিরোধী মন্তব্য করলেই তাকে 'টেরোরিস্ট'-এর তকমা দিচ্ছেন কঙ্গনা রানাওয়াত । আর এটা তিনি মূলত টুইটার পোস্টের মাধ্য়মেই করছেন । তাই কড়া পদক্ষেপ নিতে বাধ্য হল টুইটার কর্তৃপক্ষ । ডিলিট করে দেওয়া হল কঙ্গনার কয়েকটি টুইট ।

কৃষক আন্দোলন নিয়ে আন্তর্জাতিক তারকারা মন্তব্য় করতে শুরু করেছেন গত কয়েকদিন ধরে । আর তারপর থেকে কঙ্গনা আরও মারমুখী হয়ে উঠেছেন । যা মনে আসছে টুইটারে লিখতে শুরু করেছেন তিনি ।

শুধু তাই নয়, ক্রিকেটর রোহিত শর্মাকে 'ধোবি ঘাটের কুকুর' বলে কটাক্ষ করেছেন কঙ্গনা । পপ তারকা রিয়ানাকে 'বোকা' বলতেও দ্বিতীয়বার ভাবেননি তিনি । নিজের মত প্রতিষ্ঠা করতে উলটো দিকের মানুষকে নোংরা ভাষায় আক্রমণ করছেন কঙ্গনা ।

Kangana Ranaut latest news
রোহিতকে নিয়ে কঙ্গনার পোস্ট..এটি ডিলিট করেছে টুইটার কর্তৃপক্ষ

এই দেখে নড়চড়ে বসেছে টুইটার কর্তৃপক্ষ । নিয়ম ভাঙার অভিযোগে কঙ্গনার কয়েকটি টুইট ডিলিট করে দেওয়া হয়েছে গত দু'ঘণ্টায় । তার মধ্যে রোহিতকে নিয়ে তাঁর করা মন্তব্যটিও অন্যতম ।

কয়েকদিন আগে অল্প সময়ের জন্য কঙ্গনার টুইটার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেয় টুইটার কর্তৃপক্ষ । কারণ একটি টেলিভিশন শোয়ের প্রযোজকের মাথা কেটে দিতে বলেছিলেন তিনি । তাঁর মনে হয়েছিল যে, সংশ্লিষ্ট শো-টি নাকি হিন্দুদের জন্য অপমানজনক ।

Last Updated : Feb 4, 2021, 3:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.