মুম্বই : কঙ্গনা রানাওয়াতের নিশানায় ইন্ডাস্ট্রির স্টারকিডরা । তাঁদের মধ্য়ে অন্য়তম রণবীর কাপুর । এর আগেও কঙ্গনা একাধিকবার বিভিন্ন কারণে ঋষি-পুত্রকে বাক্যবাণে বিদ্ধ করেছেন । সুশান্ত মামলাতেও এল তাঁর প্রসঙ্গ ।
কঙ্গনার টিমের তরফ থেকে একটি সোশাল মিডিয়া পোস্টে লেখা হয়েছে, "রণবীর কাপুর মেয়েদের স্কার্টের পিছনে ঘুরঘুর করে । কিন্তু, কেউ ওকে ধর্ষক বলার সাহস পায় না তো ।"
এই কথা বলতে গিয়ে কঙ্গনা টেনেছেন দীপিকার মানসিক অবসাদের প্রসঙ্গও । লিখেছেন, "দীপিকা নিজেই নিজের মানসিক অবসাদের কথা বলে । কেউ তো ওকে পাগল বা 'উইচ' বলার সাহস পায় না ।"
ছোটো শহর থেকে আসা আউটসাইডারদেরই এইসব কথা শুনতে হয় বলে ক্ষোভ কঙ্গনার । দেখে নিন তাঁর টুইট....
স্বাভাবিকভাবেই কঙ্গনার এই মন্তব্যে কোনও প্রতিক্রিয়া জানাননি রণবীর বা দীপিকা কেউই ।