মুম্বই : কঙ্গনা আর তাপসী দু'জনেই ইন্ডাস্ট্রির আউটসাইডার । আর দু'জনেই অনেক স্ট্রাগল করে নিজের জায়গা তৈরি করেছেন এই ইন্ডাস্ট্রিতে । কিন্তু, নেপোটিজ়ম নিয়ে দু'জনের দৃষ্টিভঙ্গি আলাদা ।
কঙ্গনা যেখানে নেপোটিজ়মের সম্পূর্ণ বিরুদ্ধে, সেখানে তাপসী মনে করেন যে, আউটসাইডারদের প্রতি ইন্ডাস্ট্রির ব্যবহার আগের থেকে অনেক বদলেছে । কঙ্গনা যেখানে মনে করেন যে, স্টারকিডদের দাপটে অনেক প্রতিভাবানরাই এই ইন্ডাস্ট্রিতে কাজ পান না, সেখানে তাপসীর মতে কাজ না পাওয়ার জন্য নেপোটিজ়মকে দায়ি করা উচিত নয় ।
আর এই বিষয়টিকে কেন্দ্র করেই ফের শুরু কঙ্গনা আর তাপসী তরজা । তাপসীর করা কয়েকটি মন্তব্যের স্ক্রিনশট তুলে টিম কঙ্গনা লিখেছে, "কঙ্গনার শুরু করা আন্দোলনকে অনেকেই বিপথে চালিত করতে চায়, তাঁরা মুভি মাফিয়াদের সুনজরে থাকতে চায়, ফিল্ম পেতে চায় এবং কঙ্গনাকে আক্রমণ করে পুরস্কারও পায় ।"
তাপসী নাকি কঙ্গনার শুরু করা আন্দোলনের সুবিধা নিয়ে তাঁরই বিরুদ্ধে দল তৈরি করার চেষ্টা করছেন, অভিযোগ টিম কঙ্গনার । দেখে নিন সেই টুইট...
-
Many chaploos outsiders consistently try to derail d movements started by Kangana,dey want to b in movie mafia good books,dey gt movies & awards fr attacking Kangana & dey take part in open harassment f a woman,shame on u @taapsee u reap the fruits f hr struggles bt gang up on hr https://t.co/0XZqVLsPok
— Team Kangana Ranaut (@KanganaTeam) July 4, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Many chaploos outsiders consistently try to derail d movements started by Kangana,dey want to b in movie mafia good books,dey gt movies & awards fr attacking Kangana & dey take part in open harassment f a woman,shame on u @taapsee u reap the fruits f hr struggles bt gang up on hr https://t.co/0XZqVLsPok
— Team Kangana Ranaut (@KanganaTeam) July 4, 2020Many chaploos outsiders consistently try to derail d movements started by Kangana,dey want to b in movie mafia good books,dey gt movies & awards fr attacking Kangana & dey take part in open harassment f a woman,shame on u @taapsee u reap the fruits f hr struggles bt gang up on hr https://t.co/0XZqVLsPok
— Team Kangana Ranaut (@KanganaTeam) July 4, 2020
এর আগেও কঙ্গনা আর তাপসীর মধ্যে ঝামেলা তৈরি হয়েছিল কঙ্গনার দিদি রঙ্গোলি চান্দেলের একটি মন্তব্যকে কেন্দ্র করে । রঙ্গোলি বলেছিলেন তাপসী নাকি কঙ্গনার 'সস্তা কপি' । তবে এই বিষয়ে তাপসী কোনও প্রতিক্রিয়া জানাননি ।