মুম্বই : কঙ্গনা রানাওয়াতের মুম্বই ফেরা নিয়ে এক নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়েছে । একদিকে মুম্বইকে 'পাক অধিকৃত কাশ্মীর' বলায় তাঁর উপর ক্ষেপে রয়েছেন মুম্বইয়ের রাজনীতিবিদরা । শিবসেনার সৈনিকরা ক্রমাগত হুমকি দিয়ে যাচ্ছেন অভিনেত্রীকে । অন্যদিকে কঙ্গনাও প্রত্যেক বিরোধীকে খোলাখুলি চ্যালেঞ্জ জানিয়ে চলেছেন সোশাল মিডিয়ায় ।
এই অবস্থায় কঙ্গনাকে Y ক্যাটেগরির নিরাপত্তা দিতে চলেছে কেন্দ্র । জানতে পেরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ধন্যবাদ জানালেন অভিনেত্রী ।
কঙ্গনা লিখেছেন, "এটাই প্রমাণ করে যে, ফ্যাসিবাদী শক্তি কোনও দেশপ্রেমিকের কণ্ঠরোধ করতে পারবে না । ধন্যবাদ অমিত শাহজী । উনি চাইলে আমায় কিছুদিন পর মুম্বই ফেরার পরামর্শ দিতেন । তবে উনি এক ভারতের নারীর আত্মসম্মান বজায় রাখলেন...জয় হিন্দ ।"
-
ये प्रमाण है की अब किसी देशभक्त आवाज़ को कोई फ़ासीवादी नहीं कुचल सकेगा,मैं @AmitShah जी की आभारी हूँ वो चाहते तो हालातों के चलते मुझे कुछ दिन बाद मुंबई जाने की सलाह देते मगर उन्होंने भारत की एक बेटी के वचनों का मान रखा, हमारे स्वाभिमान और आत्मसम्मान की लाज रखी, जय हिंद 🙏 https://t.co/VSbZMG66LT
— Kangana Ranaut (@KanganaTeam) September 7, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">ये प्रमाण है की अब किसी देशभक्त आवाज़ को कोई फ़ासीवादी नहीं कुचल सकेगा,मैं @AmitShah जी की आभारी हूँ वो चाहते तो हालातों के चलते मुझे कुछ दिन बाद मुंबई जाने की सलाह देते मगर उन्होंने भारत की एक बेटी के वचनों का मान रखा, हमारे स्वाभिमान और आत्मसम्मान की लाज रखी, जय हिंद 🙏 https://t.co/VSbZMG66LT
— Kangana Ranaut (@KanganaTeam) September 7, 2020ये प्रमाण है की अब किसी देशभक्त आवाज़ को कोई फ़ासीवादी नहीं कुचल सकेगा,मैं @AmitShah जी की आभारी हूँ वो चाहते तो हालातों के चलते मुझे कुछ दिन बाद मुंबई जाने की सलाह देते मगर उन्होंने भारत की एक बेटी के वचनों का मान रखा, हमारे स्वाभिमान और आत्मसम्मान की लाज रखी, जय हिंद 🙏 https://t.co/VSbZMG66LT
— Kangana Ranaut (@KanganaTeam) September 7, 2020
মুম্বই এলে কঙ্গনার মুখ ভেঙে দেবে শিবসেনার সদস্যরা, জানিয়েছেন MLA প্রতাপ সরনায়েক । মুম্বইয়ের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে কঙ্গনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা মামলা দায়ের করার আর্জিও জানাবেন প্রতাপ, জানিয়েছেন নিজেই ।
আরও পড়ুন : "মুম্বই এলেই মুখ ভেঙে দেব" কঙ্গনাকে হুমকি শিবসেনা MLA-র
এদিকে MNS চিত্রপটের সেনাধ্যক্ষ আমেয়া খেপকারও কঙ্গনার বিরুদ্ধে গলা চড়িয়েছেন । তিনি জানিয়েছেন যে, অভিনেত্রীর মানসিক চিকিৎসা করানোর দরকার । সোশাল মিডিয়ার লাইমলাইটে থাকার জন্যই কঙ্গনা বিতর্ক তৈরি করার চেষ্টা করছেন দাবি আমেয়ার ।
তবে এতকিছুর পরও মুম্বই ফিরবেন কঙ্গনা রানাওয়াত । 9 সেপ্টেম্বর মুম্বই এয়ারপোর্টে নেমে সময়টাও জানিয়ে দেবেন বলেছেন তিনি ।