ETV Bharat / sitara

নাচের তালে অর্ণবকে স্বাগত জানালেন কঙ্গনা - কঙ্গনা রানাওয়াতের খবর

অন্তর্বতীকালীন জামিন পেয়ে জেল থেকে বেরিয়েছেন অর্ণব গোস্বামী । এই খবরে খুব খুশি কঙ্গনা রানওয়াত । ভাইয়ের বিয়ের উপলক্ষে মঞ্চে উঠে নাচছিলেন অভিনেত্রী । অর্ণবের মুক্তিকেই উৎসর্গ করলেন তাঁর সেই নাচ ।

kangana ranaut welcomed arnab goswami
kangana ranaut welcomed arnab goswami
author img

By

Published : Nov 12, 2020, 8:28 AM IST

মুম্বই : অর্ণব গোস্বামীর মুক্তির দাবিতে সোচ্চার হয়েছিলেন কঙ্গনা রানাওয়াত । সোশাল মিডিয়ায় প্রতিদিন কিছু না কিছু পোস্ট করছিলেন তিনি । অর্ণব আর নিজের মধ্যে বিভিন্ন তুলনামূলক প্রসঙ্গ টেনে মহারাষ্ট্র সরকারকে কটাক্ষ করেছেন কঙ্গনা । অবশেষে অন্তর্বতীকালীন জামিন পেয়ে জেল থেকে বেরিয়েছেন অর্ণব গোস্বামী । খুশি অভিনেত্রী ।

ভাইয়ের বিয়ে উপলক্ষে উদয়পুরে রয়েছেন কঙ্গনা । সেখানে ডেস্টিনেশন ওয়েডিং হচ্ছে তাঁর ভাই অক্ষতের । রাজস্থানী গানের সুরে মঞ্চে উঠে জমিয়ে নাচ করছিলেন কঙ্গনা ও তাঁর দিদি রঙ্গোলি । অর্ণবের মুক্তিকেই উৎসর্গ করলেন তাঁরা সেই নাচ ।

কঙ্গনা লিখেছেন, "আমাদের পরিবারের জন্য আজ একটা বিশেষ দিন । আর আজই জানতে পারলাম যে অর্ণব ছাড়া পেয়েছে । তাই এভাবেই ডিয়ার ফ্রেন্ড অর্ণবকে স্বাগত জানালাম..."

দেখে নিন কঙ্গনার টুইট...

এদিকে কঙ্গনা আর তাঁর দিদি রঙ্গোলির উদ্দেশে একাধিকবার সমন জারি করেও সাড়া পায়নি মুম্বই পুলিশ । সোশাল মিডিয়ার মাধ্যমে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানোর অভিযোগে FIR দায়ের হয়েছে দুই বোনের বিরুদ্ধে । সেই কারণেই তাঁদের সমন পাঠায় পুলিশ ।

জিজ্ঞাসাবাদের জন্য় একাধিক তারিখ দেওয়া হলেও দেখা পাওয়া যায়নি কঙ্গনা-রঙ্গোলির । তাঁরা ভাইয়ের বিয়ে নিয়েই ব্যস্ত ।

মুম্বই : অর্ণব গোস্বামীর মুক্তির দাবিতে সোচ্চার হয়েছিলেন কঙ্গনা রানাওয়াত । সোশাল মিডিয়ায় প্রতিদিন কিছু না কিছু পোস্ট করছিলেন তিনি । অর্ণব আর নিজের মধ্যে বিভিন্ন তুলনামূলক প্রসঙ্গ টেনে মহারাষ্ট্র সরকারকে কটাক্ষ করেছেন কঙ্গনা । অবশেষে অন্তর্বতীকালীন জামিন পেয়ে জেল থেকে বেরিয়েছেন অর্ণব গোস্বামী । খুশি অভিনেত্রী ।

ভাইয়ের বিয়ে উপলক্ষে উদয়পুরে রয়েছেন কঙ্গনা । সেখানে ডেস্টিনেশন ওয়েডিং হচ্ছে তাঁর ভাই অক্ষতের । রাজস্থানী গানের সুরে মঞ্চে উঠে জমিয়ে নাচ করছিলেন কঙ্গনা ও তাঁর দিদি রঙ্গোলি । অর্ণবের মুক্তিকেই উৎসর্গ করলেন তাঁরা সেই নাচ ।

কঙ্গনা লিখেছেন, "আমাদের পরিবারের জন্য আজ একটা বিশেষ দিন । আর আজই জানতে পারলাম যে অর্ণব ছাড়া পেয়েছে । তাই এভাবেই ডিয়ার ফ্রেন্ড অর্ণবকে স্বাগত জানালাম..."

দেখে নিন কঙ্গনার টুইট...

এদিকে কঙ্গনা আর তাঁর দিদি রঙ্গোলির উদ্দেশে একাধিকবার সমন জারি করেও সাড়া পায়নি মুম্বই পুলিশ । সোশাল মিডিয়ার মাধ্যমে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানোর অভিযোগে FIR দায়ের হয়েছে দুই বোনের বিরুদ্ধে । সেই কারণেই তাঁদের সমন পাঠায় পুলিশ ।

জিজ্ঞাসাবাদের জন্য় একাধিক তারিখ দেওয়া হলেও দেখা পাওয়া যায়নি কঙ্গনা-রঙ্গোলির । তাঁরা ভাইয়ের বিয়ে নিয়েই ব্যস্ত ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.