ETV Bharat / sitara

বিকিনি পরে ছবি দিয়ে ট্রোলড কঙ্গনা, জবাবও দিলেন অভিনেত্রী - কঙ্গনা রানাওয়াতের খবর

কঙ্গনা রানাওয়াতের বিকিনি পরা ছবি তোলপাড় ফেলেছে সোশাল মিডিয়ায় । একদল মানুষ পছন্দ করেছে অভিনেত্রীর এই রূপ আর অন্যদল ট্রোলের মুখে ফেলেছে তাঁকে । তবে কঙ্গনা তো চুপ করে থাকার পাত্রী নন । তিনিও জবাব দিয়েছেন মোক্ষম ।

kangana ranaut trolled
kangana ranaut trolled
author img

By

Published : Dec 24, 2020, 2:09 PM IST

মুম্বই : কঙ্গনা রানাওয়াত মানেই বিতর্ক । বেশিরভাগ সময় তিনি অন্যদের আক্রমণ করেন, তবে এবার নিজেই কঙ্গনা আক্রমণের শিকার হলেন । বিকিনি পরে ছবি শেয়ার করে নেটিজেনদের ক্রোধের মুখে অভিনেত্রী ।

তবে কঙ্গনা তো চুপ করে শোনার পাত্রী নন । ভারতীয় দেবীর প্রসঙ্গ তুলে তিনিও মোক্ষম জবাব দিলেন নেটিজেনদের । কী লিখলেন কঙ্গনা ?

তিনি লিখেছেন, "আমার বিকিনি পরা ছবি দেখে কিছু মানুষ আমাকে ধর্ম ও সনাতন প্রথার উপদেশ দিচ্ছেন, যদি কখনও মা ভৈরবী মাথার চুল খুলে, বস্ত্রহীন হয়ে, রক্তপান করা অবতারে সামনে চলে আসে তাহলে আপনাদের কী হবে ? নিজেদের ভক্ত বলে দাবি কর তোমরা ? তোমাদের অবস্থা তো খারাপ হয়ে যাবে ।"

সঙ্গে তিনি এটাও লিখেছেন, "ধর্মে বিশ্বাস রাখ, তবে ধর্মের ঠিকাদার হয়ো না । জয় শ্রী রাম ।" দেখে নিন কঙ্গনার পোস্ট...

  • कुछ लोग मेरी बिकिनी पिक्चर देखकर मुझे धर्म और सनातन का लेक्चर दे रहे हैं, अगर कभी माँ भैरवी बाल खोल, वस्त्रहीन, ख़ून पीने वाली छवि लेकर सामने आ जाए तो तुम्हारा क्या होगा? तुम्हारी तो फट जाएगी और ख़ुद को भक्त कहते हो? धर्म पे चलो उसके ठेकेदार मत बनो.... जय श्री राम 🙏 pic.twitter.com/AIyNrSiTTT

    — Kangana Ranaut (@KanganaTeam) December 23, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মেক্সিকোতে সমুদ্র সৈকতে তোলা একটি ছবি শেয়ার করেছিলেন কঙ্গনা । সেখানে বিকিনি পরে উন্মুক্ত পিঠের ছবি দিয়েছিলেন অভিনেত্রী । আর তাতেই গোল বেঁধেছে সোশাল মিডিয়ায় । তবে যিনি প্রতিদিন অন্য লোককে আক্রমণ করেন, তাঁকে কি কেউ আক্রমণ করবে না ? না, সেটা তো হয় না ।

মুম্বই : কঙ্গনা রানাওয়াত মানেই বিতর্ক । বেশিরভাগ সময় তিনি অন্যদের আক্রমণ করেন, তবে এবার নিজেই কঙ্গনা আক্রমণের শিকার হলেন । বিকিনি পরে ছবি শেয়ার করে নেটিজেনদের ক্রোধের মুখে অভিনেত্রী ।

তবে কঙ্গনা তো চুপ করে শোনার পাত্রী নন । ভারতীয় দেবীর প্রসঙ্গ তুলে তিনিও মোক্ষম জবাব দিলেন নেটিজেনদের । কী লিখলেন কঙ্গনা ?

তিনি লিখেছেন, "আমার বিকিনি পরা ছবি দেখে কিছু মানুষ আমাকে ধর্ম ও সনাতন প্রথার উপদেশ দিচ্ছেন, যদি কখনও মা ভৈরবী মাথার চুল খুলে, বস্ত্রহীন হয়ে, রক্তপান করা অবতারে সামনে চলে আসে তাহলে আপনাদের কী হবে ? নিজেদের ভক্ত বলে দাবি কর তোমরা ? তোমাদের অবস্থা তো খারাপ হয়ে যাবে ।"

সঙ্গে তিনি এটাও লিখেছেন, "ধর্মে বিশ্বাস রাখ, তবে ধর্মের ঠিকাদার হয়ো না । জয় শ্রী রাম ।" দেখে নিন কঙ্গনার পোস্ট...

  • कुछ लोग मेरी बिकिनी पिक्चर देखकर मुझे धर्म और सनातन का लेक्चर दे रहे हैं, अगर कभी माँ भैरवी बाल खोल, वस्त्रहीन, ख़ून पीने वाली छवि लेकर सामने आ जाए तो तुम्हारा क्या होगा? तुम्हारी तो फट जाएगी और ख़ुद को भक्त कहते हो? धर्म पे चलो उसके ठेकेदार मत बनो.... जय श्री राम 🙏 pic.twitter.com/AIyNrSiTTT

    — Kangana Ranaut (@KanganaTeam) December 23, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মেক্সিকোতে সমুদ্র সৈকতে তোলা একটি ছবি শেয়ার করেছিলেন কঙ্গনা । সেখানে বিকিনি পরে উন্মুক্ত পিঠের ছবি দিয়েছিলেন অভিনেত্রী । আর তাতেই গোল বেঁধেছে সোশাল মিডিয়ায় । তবে যিনি প্রতিদিন অন্য লোককে আক্রমণ করেন, তাঁকে কি কেউ আক্রমণ করবে না ? না, সেটা তো হয় না ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.