ETV Bharat / sitara

ওজন কমাতে ফের পুরোনো রুটিনে ফিরলেন কঙ্গনা - কঙ্গনা রানাওয়াতের খবর

'থালাইভি'-র শুটিংয়ের জন্য কুড়ি কেজি ওজন বাড়িয়েছিলেন কঙ্গনা রানাওয়াত । শুটিং প্রায় শেষ হওয়ার মুখে । তাই ওজন কমাতে নিজের পুরোনো রুটিনে ফিরলেন অভিনেত্রী ।

kangana ranaut back to routine
kangana ranaut back to routine
author img

By

Published : Oct 14, 2020, 9:52 AM IST

মুম্বই : এক একটি চরিত্রের জন্য এক একরকমের রূপ ধারন করতে হয় অভিনেতাদের । কখনও রোগা, কখনও মোটা, কখনও ফর্সা কখনও কালো, কখও সিক্স প্যাক অ্যাব তো কখনও হালকা-ছিমছাম । আর প্রতিদিনের নির্দিষ্ট রুটিন আর নিয়মানুবর্তিতার মধ্যে দিয়ে নিজেদের লক্ষ্য অর্জন করেন তাঁরা ।

কঙ্গনা রানাওয়াতও তেমনই একজন অভিনেত্রী । যিনি এক লহমায় নিজের ভোল পালটে ফেলতে পারেন । কড়া শাসন আর রুটিনের মধ্যে দিয়ে এগিয়ে চলে তাঁর লাইফস্টাইল ।

'থালাইভি'-র জন্য কুড়ি কেজি ওজন বাড়িয়েছিলেন কঙ্গনা । এবার শুটিং শেষ হওয়ার মুখে । তাই আবার আগের সাইজ়ে ফিরছেন অভিনেত্রী । সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে নিয়মিত ওয়ার্কআউট করছেন ।

ওয়ার্কআউটের একটি ছবিও পোস্ট করেছেন কঙ্গনা । তাঁর মেদহীন শরীর সোশাল মিডিয়ায় উষ্ণতা ছড়িয়েছে । দেখে নিন তাঁর সাম্প্রতিক পোস্ট..

  • I had gained 20kgs for Thalaivi, now that we are very close to completing it, need to go back to my earlier size, agility, metabolism and flexibility. Waking up early and going for a jog/walk .... who all are with me ? 🙂 pic.twitter.com/4HP6jSRGq5

    — Kangana Ranaut (@KanganaTeam) October 14, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মুম্বই : এক একটি চরিত্রের জন্য এক একরকমের রূপ ধারন করতে হয় অভিনেতাদের । কখনও রোগা, কখনও মোটা, কখনও ফর্সা কখনও কালো, কখও সিক্স প্যাক অ্যাব তো কখনও হালকা-ছিমছাম । আর প্রতিদিনের নির্দিষ্ট রুটিন আর নিয়মানুবর্তিতার মধ্যে দিয়ে নিজেদের লক্ষ্য অর্জন করেন তাঁরা ।

কঙ্গনা রানাওয়াতও তেমনই একজন অভিনেত্রী । যিনি এক লহমায় নিজের ভোল পালটে ফেলতে পারেন । কড়া শাসন আর রুটিনের মধ্যে দিয়ে এগিয়ে চলে তাঁর লাইফস্টাইল ।

'থালাইভি'-র জন্য কুড়ি কেজি ওজন বাড়িয়েছিলেন কঙ্গনা । এবার শুটিং শেষ হওয়ার মুখে । তাই আবার আগের সাইজ়ে ফিরছেন অভিনেত্রী । সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে নিয়মিত ওয়ার্কআউট করছেন ।

ওয়ার্কআউটের একটি ছবিও পোস্ট করেছেন কঙ্গনা । তাঁর মেদহীন শরীর সোশাল মিডিয়ায় উষ্ণতা ছড়িয়েছে । দেখে নিন তাঁর সাম্প্রতিক পোস্ট..

  • I had gained 20kgs for Thalaivi, now that we are very close to completing it, need to go back to my earlier size, agility, metabolism and flexibility. Waking up early and going for a jog/walk .... who all are with me ? 🙂 pic.twitter.com/4HP6jSRGq5

    — Kangana Ranaut (@KanganaTeam) October 14, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.