ETV Bharat / sitara

অসহিষ্ণুতা প্রসঙ্গে আমিরকে কটাক্ষ কঙ্গনার - কঙ্গনা রানাওয়াতের খবর

দেশজুড়ে অসহিষ্ণুতা নিয়ে কয়েক বছর আগে সরব হয়েছিলেন আমির খান । সরকারের বিরুদ্ধে গলা তুলেছিলেন । তবে কঙ্গনা রানাওয়াতের বক্তব্য যে আমির অসহিষ্ণুতার কিছুই দেখেননি । বরং মহারাষ্ট্র সরকারের যে অত্যাচার সহ্য করছেন কঙ্গনা, সেটাই অসহিষ্ণতার সবচেয়ে বড় উদাহরণ ।

kangana ranaut against Aamir Khan
kangana ranaut against Aamir Khan
author img

By

Published : Oct 23, 2020, 12:03 PM IST

মুম্বই : রানি লক্ষ্মীবাঈয়ের দুর্গ ভেঙে দেওয়া হয়েছিল, কঙ্গনা রানাওয়াতের বাড়ি ভেঙে দেওয়া হয়েছে । বিদ্রোহী সভরকরকে জেলে পাঠানো হয়েছিল, কঙ্গনাকেও পাঠানোর চেষ্টা চলছে । কঙ্গনার মতে এগুলোই অসহিষ্ণতার উদাহরণ । আমির খানকে তো এসবের কিছুই সহ্য করতে হয়নি, তাহলে তিনি এত বিরক্ত কেন ? প্রশ্ন তুললেন কঙ্গনা ।

কয়েকদিন আগেই কঙ্গনা রানাওয়াতের বিরুদ্ধে FIR দায়ের করা হয়েছে । সেই FIR-এর ভিত্তিতে মুম্বই পুলিশ সমন পাঠিয়েছে অভিনেত্রীকে । এবার শোনা যাচ্ছে আন্ধেরি ম্যাজিস্ট্রেট কোর্টেও তাঁর নামে এক ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে ।

এটা জানার পর কঙ্গনা ফের একবার ফেটে পড়েছেন সোশাল মিডিয়ায় । তিনি লিখেছেন, "রানি লক্ষ্মীবাঈয়ের দুর্গ যেমন ভেঙে দেওয়া হয়েছিল, আমার বাড়িও ভেঙে দেওয়া হয়েছে । সভরকরকে যেমন কারাগারে বন্দী থাকতে হয়েছিল,আমাকেও জেলে পাঠানোর যথাসম্ভব চেষ্টা চলছে ।"

এবার কঙ্গনা প্রশ্ন তুলেছেন, "অসহিষ্ণু গ্যাঙকে গিয়ে কেউ প্রশ্ন করুক যে, এই অসহিষ্ণু দেশে কতটা ক্ষত সহ্য করতে হয়েছে তাদের ?" এই লিখে আমির খানকে পোস্টটি ট্যাগ করেছেন অভিনেত্রী । দেখে নিন...

  • जैसे रानी लक्ष्मीबाई का क़िला तोड़ा था मेरा घर तोड़ दिया, जैसे सावरकर जी को विद्रोह केलिए जेल में डाला गया था मुझे भी जेल भेजने की पूरी कोशिश की जा रही है, इंटॉलरन्स गँग से जाके कोई पूछे कितने कष्ट सहे हैं उन्होंने ने इस इंटॉलरंट देश में? @aamir_khan

    — Kangana Ranaut (@KanganaTeam) October 23, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মুম্বই : রানি লক্ষ্মীবাঈয়ের দুর্গ ভেঙে দেওয়া হয়েছিল, কঙ্গনা রানাওয়াতের বাড়ি ভেঙে দেওয়া হয়েছে । বিদ্রোহী সভরকরকে জেলে পাঠানো হয়েছিল, কঙ্গনাকেও পাঠানোর চেষ্টা চলছে । কঙ্গনার মতে এগুলোই অসহিষ্ণতার উদাহরণ । আমির খানকে তো এসবের কিছুই সহ্য করতে হয়নি, তাহলে তিনি এত বিরক্ত কেন ? প্রশ্ন তুললেন কঙ্গনা ।

কয়েকদিন আগেই কঙ্গনা রানাওয়াতের বিরুদ্ধে FIR দায়ের করা হয়েছে । সেই FIR-এর ভিত্তিতে মুম্বই পুলিশ সমন পাঠিয়েছে অভিনেত্রীকে । এবার শোনা যাচ্ছে আন্ধেরি ম্যাজিস্ট্রেট কোর্টেও তাঁর নামে এক ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে ।

এটা জানার পর কঙ্গনা ফের একবার ফেটে পড়েছেন সোশাল মিডিয়ায় । তিনি লিখেছেন, "রানি লক্ষ্মীবাঈয়ের দুর্গ যেমন ভেঙে দেওয়া হয়েছিল, আমার বাড়িও ভেঙে দেওয়া হয়েছে । সভরকরকে যেমন কারাগারে বন্দী থাকতে হয়েছিল,আমাকেও জেলে পাঠানোর যথাসম্ভব চেষ্টা চলছে ।"

এবার কঙ্গনা প্রশ্ন তুলেছেন, "অসহিষ্ণু গ্যাঙকে গিয়ে কেউ প্রশ্ন করুক যে, এই অসহিষ্ণু দেশে কতটা ক্ষত সহ্য করতে হয়েছে তাদের ?" এই লিখে আমির খানকে পোস্টটি ট্যাগ করেছেন অভিনেত্রী । দেখে নিন...

  • जैसे रानी लक्ष्मीबाई का क़िला तोड़ा था मेरा घर तोड़ दिया, जैसे सावरकर जी को विद्रोह केलिए जेल में डाला गया था मुझे भी जेल भेजने की पूरी कोशिश की जा रही है, इंटॉलरन्स गँग से जाके कोई पूछे कितने कष्ट सहे हैं उन्होंने ने इस इंटॉलरंट देश में? @aamir_khan

    — Kangana Ranaut (@KanganaTeam) October 23, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.